এসএসসি পরীক্ষার প্রস্তুতি
প্রকাশ | ১৩ জানুয়ারি ২০২৫, ০০:০০
আতাউর রহমান সায়েম, সহকারী শিক্ষক মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ।
সুভা
৫২. অস্তমান চন্দ্রের মতো অনিমেষভাবে চেয়ে থাকে কী?
ক. কালো চোখ খ. নীল চোখ
গ. বোবা চোখ ঘ. নির্জীব চোখ
উত্তর: ক. কালো চোখ
৫৩. বাণীকণ্ঠের বাড়ি কেমন?
ক. একচালা খ. দোচালা
গ. আটচালা ঘ. মাটির
উত্তর: গ. আটচালা
৫৪. কখন প্রতাপকে মাছ ধরতে দেখা যায়?
ক. সকালে খ. অপরাহ্নে
গ. পূর্বাহ্নে ঘ. রাতে
উত্তর: খ. অপরাহ্নে
৫৫. পূর্ণিমা প্রকৃতির সাথে নিঃসঙ্গতার দিক থেকে সাদৃশ্য রয়েছে?
ক. প্রতাপের খ. সুকেশিনীর
গ. সুভার ঘ. বাণীকণ্ঠের
উত্তর: গ. সুভার
৫৬. বাণীকণ্ঠের কী ছিল?
ক. বন্ধু খ. শত্রম্ন
গ. ছেলে ঘ. অভাব
উত্তর: খ. শত্রম্ন
৫৭. বাণীকণ্ঠ ফিরে এসে সবাইকে নিয়ে কোথায় যাওয়ার কথা বলে?
ক. গ্রামের বাড়ি খ. বাংলাদেশ
গ. বিদেশ ঘ. কলকাতা
উত্তর: ঘ. কলকাতা
৫৮. প্রতাপ সুভাকে কী পাওয়া গেছে বলে?
ক. মাছ খ. বর
গ. বন্ধু ঘ. বাড়ি
উত্তর: খ. বর
৫৯. সুভা কার পায়ের কাছে বসে কাঁদে?
ক. প্রতাপের খ. প্রতিবেশির
গ. বাণীকণ্ঠের ঘ. পাঙ্গুলির
উত্তর: গ. বাণীকণ্ঠের
৬০. 'মূক' বলতে বোঝায়-
ক. অন্ধ খ. চেহারাহীন
গ. বোবা ঘ. অসহায়
উত্তর: গ. বোবা
বই পড়া
১. 'বই পড়া' প্রবন্ধে লাইব্রেরির সার্থকতা কীসের চেয়ে কম নয় বলা হয়েছে?
ক. হাসপাতাল খ. প্রকৃতির
গ. জাদুঘর ঘ. লীলাভূমি
উত্তর: ক. হাসপাতাল
২. 'বীরবল' সাহিত্যিক ছদ্মনামে কে লিখতেন?
ক. বলাইচাঁদ মুখোপাধ্যায়
খ. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
গ. প্রমথ চৌধুরী
ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তর: খ. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
৩. 'বই পড়া' প্রবন্ধে লাইব্রেরিকে কী বলা হয়েছে?
ক. মনের হাসপাতাল
খ. প্রকৃতির নিভৃত কোণ
গ. মনের জাদুঘর
ঘ. প্রকৃতির লীলাভূমি
উত্তর: ক. মনের হাসপাতাল
৪. 'বই পড়া" প্রবন্ধটি প্রমথ চৌধুরীর কোন গ্রন্থ থেকে সংকলিত হয়েছে?
ক. বীরবলের হালখাতা খ. প্রবন্ধ সপ্তাহ
গ. নীললোহিত ঘ. পদচারণ
উত্তর: খ. প্রবন্ধ সপ্তাহ
৫. প্রমথ চৌধুরীর মতে মানুষের উদরপূর্তিতে সরাসরি কাজে লাগে না কোনটি?
ক. লাইব্রেরি খ. বিজ্ঞান
গ. সাহিত্য ঘ. ধর্ম
উত্তর: গ. সাহিত্য
৬. নীতির চর্চা কোথায় হয়?
ক. জাদুঘরে খ. কলেজে
গ. ঘরে ঘ. লাইব্রেরিতে
উত্তর: গ. ঘরে
৭. 'বই পড়া' প্রবন্ধটিতে প্রমথ চৌধুরী কীসের সমালোচনা করেছেন?
ক. সাহিত্যের খ. শিক্ষা ব্যবস্থার
গ. সুশিক্ষার ঘ. মনোরাজ্যের
উত্তর: খ. শিক্ষা ব্যবস্থার
৮. প্রমথ চৌধুরীর মতে দর্শনের চর্চা কোথায় হয়?
ক. জাদুঘরে খ. কলেজে
গ. ঘরে ঘ. লাইব্রেরিতে
উত্তর: গ. ঘরে
৯. কোন জাতি জ্ঞানে বড় নয়?
ক. যারা অর্থে বড় নয়
খ. যারা ধ্যানে বড় নয়
গ. যারা মনে বড় নয়
ঘ. যারা আভিজাত্যে বড় নয়
উত্তর: গ. যারা মনে বড় নয়
১০. 'বই পড়া' প্রবন্ধের রচয়িতা কে?
ক. রবীন্দ্রনাথ ঠাকুর
খ. বনফুল
গ. প্রমথ চৌধুরী
ঘ. মোতাহের হোসেন চৌধুরী
উত্তর: গ. প্রমথ চৌধুরী
১১. প্রমথ চৌধুরীর জন্মতারিখ কোনটি?
ক. ৭ জুলাই ১৮৩৮
খ. ৭ নভেম্বর ১৮৪৮
গ. ৭ অক্টোবর ১৮৫৮
ঘ. ৭ আগস্ট ১৮৬৮
উত্তর: ঘ. ৭ আগস্ট ১৮৬৮
১২. প্রমথ চৌধুরীর পৈতৃক নিবাস কোথায় ছিল?
ক. সিরাজগঞ্জ জেলায়
খ. কুষ্টিয়া জেলায়
গ. যশোর জেলায়
ঘ. পাবনা জেলায়
উত্তর: ঘ. পাবনা জেলায়
১৩. 'সুসার' অর্থ কী?
ক. নিষ্ফল খ. প্রাচুর্য
গ. ঘাটতি ঘ. সফল
উত্তর: খ. প্রাচুর্য
১৪. 'ভাঁড়ে ভবানী'- শব্দটি কী বোঝাতে ব্যবহৃত হয়?
ক. ক্লান্ত অবস্থা বোঝাতে
খ. রিক্ত অবস্থা বোঝাতে
গ. অশান্ত অবস্থা বোঝাতে
ঘ. সচ্ছ্বল অবস্থা বোঝাতে
উত্তর: খ. রিক্ত অবস্থা বোঝাতে
১৫. 'অবগাহন' শব্দটির অর্থ কী?
ক. ইচ্ছেমতো জলপান
খ. সর্বাঙ্গ ঢেকে রাখা
গ. ইচ্ছেমতো ঘুরে বেড়ানো
ঘ. সর্বাঙ্গ ডুবিয়ে গোসল
উত্তর: ঘ. সর্বাঙ্গ ডুবিয়ে গোসল
১৬. 'প্রচ্ছন্ন' বলতে কী বোঝানো হয়?
ক. প্রকাশ্য খ. প্রকট
গ. গোপন ঘ. গভীর
উত্তর: গ. গোপন
১৭. 'বই পড়া' প্রবন্ধে উলিস্নখিত 'জীর্ণ" শব্দটির অর্থ কী?
ক. পুরাতন খ. হজম
গ. নতুন ঘ. লেহন
উত্তর: খ. হজম
১৮. 'গতাসু' শব্দটির অর্থ কী?
ক. জীবিত খ. মৃত
গ. স্বার্থবান ঘ. স্বার্থহীন
উত্তর: খ. মৃত
হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়