সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ওলেভেল-১, সেমিস্টার-১ এ ভর্তিকৃত নবীন শিক্ষার্থীদের 'ওরিয়েন্টেশন-২০২৪' অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের নবনির্মিত অডিটোরিয়ামে ১১ জানুয়ারি এই ওরিয়েন্টেশন অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য প্রফেসর ড. মাছুমা হাবিব বক্তৃতা প্রদান করেন। ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মো. এমদাদুল হকের সভাপতিত্বে এবং সহযোগী অধ্যাপক ড. মো. ওমর শরীফ ও সহযোগী অধ্যাপক ড. ফাহমিদা ইসহাকের সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়।
প্রধান পৃষ্ঠপোষক হিসেবে বক্তব্য রাখেন সিকৃবির উপাচার্য প্রফেসর ড. মো. আলিমুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী ও বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. এ টি এম মাহবুব-ই-ইলাহী।