এসএসসি পরীক্ষার প্রস্তুতি
প্রকাশ | ১৪ জানুয়ারি ২০২৫, ০০:০০
আতাউর রহমান সায়েম, সহকারী শিক্ষক মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ।
বই পড়া
১৯. 'কারদানি' বলতে কী বোঝানো হয়?
ক. চালবাজি খ. বাহাদুরি
গ. মনরক্ষা ঘ. দেহরক্ষা
উত্তর: খ. বাহাদুরি
২০. প্রমথ চৌধুরী কোন বিষয়ে এম.এ. ডিগ্রি অর্জন করেন?
ক. বাংলা খ. ইংরেজি
গ. দর্শন ঘ. সংস্কৃত
উত্তর: খ. ইংরেজি
২১. প্রমথ চৌধুরী রচিত কোন পত্রিকাটি বাংলা সাহিত্যে চলিত ভাষারীতি প্রবর্তনে অগ্রণী ভূমিকা পালন করে?
ক. সাহিত্যপত্র খ. সবুজপত্র
গ. যুগবাণী ঘ. প্রবাসী
উত্তর: খ. সবুজপত্র
২২. বাংলা সাহিত্যে গদ্যধারার সূচনা ঘটে কার নেতৃত্বে?
ক. রবীন্দ্রনাথ ঠাকুরের
খ. প্রমথ চৌধুরীর
গ. সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়ের
ঘ. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের
উত্তর: খ. প্রমথ চৌধুরীর
২৩. প্রমথ চৌধুরীর রচিত গ্রন্থ কোনটি?
ক. মাধবীলতা খ. বৈকুণ্ঠের উইল
গ. নীললোহিত ঘ. পদ্মরাগ
উত্তর: গ. নীললোহিত
২৪. প্রমথ চৌধুরী কোন তারিখে মৃতু্যবরণ করেন?
ক. ২রা আগস্ট ১৯৩৬
খ. ১লা জুলাই ১৯৪৬
গ. ৭ই আগস্ট ১৯৩৬
ঘ. ২রা সেপ্টেম্বর ১৯৪৬
উত্তর: ঘ. ২রা সেপ্টেম্বর ১৯৪৬
২৫. মানুষের সর্বশ্রেষ্ঠ শখ কী?
ক. সাঁতার কাটা খ. বাগান করা
গ. বই পড়া ঘ. গান শোনা
উত্তর: গ. বই পড়া
২৬. প্রমথ চৌধুরীর মতে আমাদের এখন করার সময় নয়?
ক. পরিশ্রম করার খ. শখ করার
গ. সন্দেহ করার ঘ. আশা করার
উত্তর: খ. শখ করার
২৭. প্রমথ চৌধুরীর মতে তিনি কোন পরামর্শটি দিলে অনেকে সেটিকে কুপরামর্শ হিসেবে দেখবেন?
ক. আয় বুঝে ব্যয় করো
খ. শখ করে বই পড়ো
গ. অসৎ সঙ্গ ত্যাগ করো
ঘ. বইয়ের পড়া মুখস্থ করো
উত্তর: খ. শখ করে বই পড়ো
২৮. প্রমথ চৌধুরীর মতে জাত হিসেবে আমরা কেমন নই?
ক. অলস খ. পরিশ্রমী
গ. অভিজাত ঘ. শৌখিন
উত্তর: ঘ. শৌখিন
২৯. প্রমথ চৌধুরীর মতে তাঁর কোন প্রস্তাব অনেকের কাছে নিরর্থক ও নির্মম ঠেকবে?
ক. সুন্দর জীবনধারণের প্রস্তাব
খ. জীবনকে সুন্দর ও মহৎ করার প্রস্তাব
গ. সাহিত্য চর্চা ত্যাগের প্রস্তাব
ঘ. ডেমোক্রেসি প্রবর্তনের প্রস্তাব
উত্তর: খ. জীবনকে সুন্দর ও মহৎ করার প্রস্তাব
৩০. কোনটি উপভোগের জন্য আমরা প্রস্তুত নই?
ক. শিক্ষার ফল খ. জীবনের আনন্দ
গ. সাহিত্যের রস ঘ. ডেমোক্রেসির সার্থকতা
উত্তর: গ. সাহিত্যের রস
৩১. কী লাভের জন্য আমরা সকলেই উদ্বাহু?
ক. সাহিত্যের রস খ. শিক্ষার ফল
গ. সুশিক্ষার স্বাদ ঘ. মনোরাজ্যের ঐশ্বর্য
উত্তর: খ. শিক্ষার ফল
৩২. প্রমথ চৌধুরীর মতে শিক্ষা সম্বন্ধে সাধারণ মানুষের দৃষ্টিভঙ্গি কী?
ক. শিক্ষা আলোকিত মানুষ গড়ে
খ. মুখস্থবিদ্যা শিক্ষার উদ্দেশ্যকে ধ্বংস করে
গ. শিক্ষা আমাদের অর্থ ও অন্নের সংস্থান করে
ঘ. শিক্ষা আমাদের মননকে উন্নত করে
উত্তর: গ. শিক্ষা আমাদের অর্থ ও অন্নের সংস্থান করে
৩৩. প্রমথ চৌধুরী কিসে বিশ্বাস করেন?
ক. শিক্ষার মাহাত্ম্যে
খ. মুখস্থবিদ্যার প্রয়োজনীয়তায়
গ. লাইব্রেরির অসারতায়
ঘ. স্কুল-কলেজের শ্রেষ্ঠত্বে
উত্তর: ক. শিক্ষার মাহাত্ম্যে
৩৪. প্রমথ চৌধুরীর মতে সন্দেহাতীতভাবে শিক্ষার প্রধান অঙ্গ কী?
ক. দর্শনচর্চা খ. সাহিত্যচর্চা
গ. ধর্মচর্চা ঘ. বিজ্ঞানচর্চা
উত্তর: খ. সাহিত্যচর্চা
৩৫. ডেমোক্রেসি কেবল কী বোঝে?
ক. অর্থের সার্থকতা
খ. সাহিত্যের সার্থকতা
গ. সুশিক্ষার সার্থকতা
ঘ. লাইব্রেরির সার্থকতা
উত্তর: ক. অর্থের সার্থকতা
৩৬. ডেমোক্রেসির গুরুরা কী চেয়েছিলেন?
ক. সবাইকে সমান করতে
খ. সবাইকে বড় মানুষ বানাতে
গ. শ্রেণিবৈষম্য গড়ে তুলতে
ঘ. সবাইকে ছোট মানুষ করতে
উত্তর: ক. সবাইকে সমান করতে
৩৭. ডেমোক্রেসির শিষ্যদের সকলেই কী হতে চায়?
ক. সমান খ. ছোট
গ. বড় ঘ. শিক্ষিত
উত্তর: গ. বড়
৩৮. প্রমথ চৌধুরীর মতে আমরা যে সভ্যতার উত্তরাধিকারী তার বৈশিষ্ট্য কোনটি?
ক. দুর্বল খ. শৌখিন
গ. অভিজাত ঘ. স্বার্থবান
উত্তর: গ. অভিজাত
৩৯. আমাদের ছেলেরা কী গলাধঃকরণ করে তা পরীক্ষাকেন্দ্রে উদ্গীরণ করে?
ক. হতাশা খ. নোট
গ. আশ্বাস ঘ. বই
উত্তর: খ. নোট
৪০. প্রচলিত শিক্ষাব্যবস্থার ফলে শিক্ষার্থীরা কোনটি হচ্ছে?
ক. স্বশিক্ষিত খ. কুশিক্ষিত
গ. অশিক্ষিত ঘ. সুশিক্ষিত
উত্তর: খ. কুশিক্ষিত
৪১. ত্রম্নটিপূর্ণ শিক্ষাপদ্ধতি কাদেরকে জখম করতে পারলেও একেবারে বধ করতে পারে না?
ক. যাদের মন অত্যন্ত নরম
খ. যাদের প্রাণ অত্যন্ত কড়া
গ. যারা গুরুপ্রদত্ত নোট পড়ে
ঘ. যারা পরীক্ষায় ভালো করে
উত্তর: খ. যাদের প্রাণ অত্যন্ত কড়া
৪২.কোথায় মানুষ স্বেচ্ছায়,স্বছন্দচিত্তে, স্বশিক্ষিত হওয়ার সুযোগ পায়?
ক. স্কুলে খ. কলেজে
গ. লাইব্রেরিতে ঘ. জাদুঘরে
উত্তর: গ. লাইব্রেরিতে
৪৩. মুসলমান ধর্মে মানবজাতি কয় ভাগে বিভক্ত?
ক. দুই খ. তিন গ. চার ঘ. পাঁচ
উত্তর: গ. চার
হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়