সাধারণ জ্ঞান

জানার আছে অনেক কিছু

প্রকাশ | ১৪ জানুয়ারি ২০২৫, ০০:০০

অনলাইন ডেস্ক
প্রশ্ন:রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শপথ অনুষ্ঠান পরিচালনা করেন কে? উত্তর:মন্ত্রিপরিষদ সচিব প্রশ্ন:বাংলাদেশে প্রথম পিতৃত্বকালীন ছুটি ভোগ করা ব্যক্তির নাম কী? উত্তর:মারুফ হাসান প্রশ্ন:বিশ্বের সর্বাধিক ব্যবহৃত ভাষার মধ্যে বাংলার অবস্থান কততম? উত্তর:সপ্তম প্রশ্ন:বাংলাদেশের প্রথম মরণোত্তর কিডনি দাতা কে? উত্তর:সারাহ ইসলাম প্রশ্ন:গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সর্বোচ্চ আইন কি? উত্তর:সংবিধান প্রশ্ন:বাংলা একাডেমি থেকে প্রকাশিত মাসিক পত্রিকার নাম কী? উত্তর:উত্তরাধিকার প্রশ্ন:তিস্তা বাঁধ কোন জেলায় অবস্থিত? উত্তর: লালমনিরহাট প্রশ্ন:বাংলাদেশের টেরিটোরিয়াল সমুদ্রসীমা কত? উত্তর: ১২ নটিক্যাল মাইল প্রশ্ন:কোন গাছকে সূর্যের কন্যা বলা হয়? উত্তর : তুলা গাছ প্রশ্ন:বাংলাদেশে আন্তর্জাতিক বিমান বন্দর কয়টি? উত্তর : তিনটি প্রশ্ন:বাংলা মুদ্রাক্ষরের জনক বলা হয় কাকে? উত্তর : চার্লস উইলকিন্স প্রশ্ন:স্বাধীন বাংলা বেতার কেন্দ্র প্রথম কোথায় স্থাপিত হয়েছিল? উত্তর : কালুরঘাট প্রশ্ন:বাংলাদেশের দ্বীপের রানি বলা হয় কোন জেলাকে? উত্তর: ভোলা প্রশ্ন:ঢাকা বিশ্বের কততম মেগাসিটি? উত্তর : ১১তম প্রশ্ন:স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে চরমপত্র পাঠ করতেন কে? উত্তর : এম আর আখতার মুকুল প্রশ্ন:বাংলাদেশের প্রথম নারী এভারেস্ট বিজয়ী কে? উত্তর : নিশাত মজুমদার প্রশ্ন:আসাদ গেট কোন স্মৃতি রক্ষার্থে নির্মিত হয়? উত্তর : ১৯৬৯ সালের গণঅখভু্যত্থান প্রশ্ন:বাংলাদেশের শিশু আইন প্রণীত হয় কত সালে? উত্তর : ১৯৭৪ সালে হ শিক্ষা জগৎ ডেস্ক