পঞ্চম শ্রেণির বিজ্ঞান

প্রকাশ | ১৪ জানুয়ারি ২০২৫, ০০:০০

আরিফ আনজুম, সহকারী শিক্ষক, আমতলী মডেল স্কুল, বগুড়া
আমাদের পরিবেশ ৪০। উদ্ভিদ কার আবাসস্থল? ক. মানুষ খ. পাখি গ. হাতি ঘ. গরু উত্তর: মানুষ ৪১। সুন্দরবনের হরিণ ও বাঘের সংখ্যা ক্রমশ কেন কমে যায়? ক. বন উজার হওয়ার কারেণ খ. অন্যান্য প্রাণী বৃদ্ধি পাওয়ার কারণে গ. মাছ ধরার নৌকা চলাচলের কারনে ঘ. জোয়ার ভাটার কারনে উত্তর: বন উজার হওয়ার কারেণ ৪২। উদ্ভিদ খাদ্য তৈরিতে কোন শক্তিটি ব্যবহার করে? ক. শব্দ খ. আলো গ. তাপ ঘ. বিদ্যুৎ উত্তর: আলো ৪৩। সকল প্রাণী বায়ু থেকে গ্রহণ করে- ক. নাইট্রোজেন খ. অক্সিজেন গ. হাইড্রোজেন ঘ. কার্বন ডাইঅক্সাইড উত্তর: অক্সিজেন ৪৪। ক্লোরোফিল হচ্ছে সবুজ কণিকা বা উদ্ভিদের- ক. কার্বন ডাইঅক্সাইড তৈরিতে সাহায্য করে খ. খাদ্য তৈরিতে সাহায্য করে গ. মাটির উর্বরতা বৃদ্ধি করে ঘ. উদ্ভিদের বংশবৃদ্ধি করে উত্তর: খাদ্য তৈরিতে সাহায্য করে ৪৫। রুমি টবে দুটি ফুল গাছ লাগা দুদিন পর দেখল গাছগুলো মারা গেছে। টবে কিসের অভাব ছিল? ক. অক্সিজেন খ. কার্বন ডাইঅক্সাইড গ. আলো ঘ. পানি উত্তর: পানি ৪৬। তোমাদের পুকুরে বিভিন্ন ধরনের মাছের চাষ করা হয়। মাছগুলো কোন ধরনের জীবের অন্তুর্ভূক্ত? ক. পতঙ্গের খ. পানির গ. মাটির ঘ. খাদক উত্তর: খাদক ৪৭। নিচের কোন সারিটির বেঁচে থাকার জন্য অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড প্রয়োজন হয়? ক. আম গাছ ও কাঠাল গাছ খ. কাঠাল গাছ ও গাড়ি গ. বাস এবং ঘোড়া ঘ. হারিকেন এবং বিদু্যৎ উত্তর : আম গাছ ও কাঠাল গাছ ৪৮। নিচের কোন সারির তিনটি উপাদান উদ্ভিদের খাদ্য তৈরির জন্য প্রয়োজন হয়? ক. পানি, তাপ, অক্সিজেন খ. পানি, কার্বন ডাইঅক্সাইড, সূর্যতাপ গ. পানি, চিনি,বায়ু ঘ. পানি, অক্সিজেন, বায়ু উত্তর: পানি, কার্বন ডাইঅক্সাইড, সূর্যতাপ ৪৯। প্রাণীর বেচে থাকার জন্য প্রধানত প্রয়োজন- ক. হাত, পা ও চোখ খ. চোখ, নাক এবং কান গ. আলো, মাটি এবং পুষ্টি ঘ. খাদ্য,পানি এবং বায়ু উত্তর: খাদ্য,পানি এবং বায়ু ৫০। একটি মৌমাছি ফুলে ফুলে ঘুরে বেড়াছে সে ক্ষেত্রে কোনটি ঘটবে? ক. পরাগায়ন খ. বীজের বিস্তরণ গ. পাতা সৃষ্টি ঘ. ফল সৃষ্টি উত্তর: পরাগায়ন পরিবেশ দূষণ ১) কোনটি বায়ু দূষণের কারণ? ক. কীটনাশকের ব্যবহার খ. কলকারখানার ধোঁয়া গ. উচ্চ শব্দে গান বাজানো ঘ. রাসায়নিক পদার্থের মিশ্রণ উত্তর: খ. কলকারখানার ধোঁয়া ২) কোনটি পানি দূষণের ফলে হয়? ক. পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি খ. ঘুমে ব্যাঘাত সৃষ্টি গ. ডায়রিয়া ঘ. মাটির উর্বরতা হ্রাস উত্তর: ঘ. মাটির উর্বরতা হ্রাস ৩) মাটি দূষণের কারণ কোনটি? ক. পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি খ. চাষাবাদে যন্ত্রপাতির ব্যবহার গ. কীটনাশকের ব্যবহার ঘ. মাটির উর্বরতা হ্রাস উত্তর:গ. কীটনাশকের ব্যবহার ৪) পরিবেশ সংরক্ষণের উপায় কোনটি? ক. অনবায়নযোগ্য শক্তি ব্যবহার করা খ. মোটর গাড়ি ব্যবহার করা গ. জীবাশ্ম জ্বালানি ব্যবহার করা ঘ. রিসাইকেল করা উত্তর: গ. জীবাশ্ম জ্বালানি ব্যবহার করা ৫. পানি দূষণের জন্য নিচের কোন গ্রম্নপের কারণগুলো দায়ী? ক. সার, কীটনাশক এবং রাসায়নিক পদার্থ খ. পশু, পাখি এবং ইটভাটার কালো ধোঁয়া গ. সিগারেটের ধোঁয়া, শিল্প প্রতিষ্ঠান এবং কয়লা ঘ. মলমূত্র, গৃহপালিত পশু ও ইটভাটা উত্তর: ক. সার, কীটনাশক এবং রাসায়নিক পদার্থ ৬. ইদানীং মানুষের ক্যান্সার, শ্বাসজনিত রোগ, পানিবাহিত রোগ ও ত্বকের রোগ বেশি হচ্ছে। এর কারণ কোনটি বলে তুমি মনে কর? ক. খাদ্যাভাব খ. পরিবেশ দূষণ গ. পুষ্টিহীনতা ঘ. শিল্পায়ন উত্তর: খ. পরিবেশ দূষণ হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়