বশেমুরকৃবিতে বিনামূল্যে ভেটেরিনারি ক্যাম্পেইন অনুষ্ঠিত
প্রকাশ | ১৪ জানুয়ারি ২০২৫, ০০:০০
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরকৃবি) তিন দিনব্যাপী বিনামূল্যে ভেটেরিনারি ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। ভেটেরিনারি মেডিসিন অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স অনুষদের উদ্যোগে ১২ জানুয়ারি এই ক্যাম্পেইনের আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন (ডিভিএম) প্রোগ্রামের পঞ্চম বর্ষের শিক্ষার্থীদের ইন্টার্নশিপ প্রোগ্রামের ৬৬ জন শিক্ষার্থীদের অংশগ্রহণে বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি টিচিং হসপিটাল প্রাঙ্গণে এ ক্যাম্পেইন শুরু হয়। এ ক্যাম্পেইন অনুষ্ঠানে বশেমুরকৃবি'র ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পেইন কার্যক্রমের উদ্বোধন করেন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন প্রো-ভিসি প্রফেসর ড. এম. ময়নুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভেটেরিনারি মেডিসিন অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ আলী জিন্নাহ। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ভেটেরিনারি টিচিং হসপিটালের (ভিটিএইচ) পরিচালক প্রফেসর ড. মো. তৈমুর ইসলাম। মূলত এ ক্যাম্পেইনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী অঞ্চলে বসবাসরত মানুষদের গৃহপালিত পশুপাখির জন্য চিকিৎসা সেবাসহ বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়।