প্রথম অধ্যায়
৩৭। এক্টোডার্মে কী নামে এক বৈশিষ্ট্যপূর্ণ কোষ থাকে?
উত্তর : নিডোবস্নাস্ট।
৩৮। কোন পর্বের অনেক প্রজাতি খাল, বিল, নদী, হ্রদ, ঝরনা ইত্যাদিতে দেখা যায়?
উত্তর : নিডারিয়া।
৩৯। হাইড্রা ও ওবেলিয়া কোন পর্বের উদাহরণ?
উত্তর : নিডারিয়া।
৪০। কোন পর্বের প্রাণীদের কোনো পৃথক সুগঠিত কলা, অঙ্গ ও তন্ত্র থাকে না?
উত্তর : পরিফেরা।
৪১। শিকার ধরা, আত্মরক্ষা, চলন ইত্যাদি কাজে অংশ নেয় কোন কোষ?
উত্তর : নিডোবস্নাস্ট কোষ।
৪২। সিলেন্টেরন কী করে?
উত্তর : পরিপাক ও সংবহনে অংশ নেয়।
৪৩। দেহপ্রাচীরের ছিদ্রপথে পানির সঙ্গে অক্সিজেন ও খাদ্যবস্তু প্রবেশ করে কোন পর্বের প্রাণীদের?
উত্তর : পরিফেরা।
৪৪। পরিফেরা পর্বের প্রাণীরা সাধারণভাবে কী নামে পরিচিত?
উত্তর :স্পঞ্জ।
৪৫। কোন পর্বের প্রাণীরা সাধারণত পানিতে ভাসমান কাঠ, পাতা বা অন্য কোনো কিছুর সঙ্গে দেহকে আটকে রেখে বা মুক্তভাবে সাঁতার কাটে?
উত্তর : নিডারিয়া।
৪৬। কোন পর্বের প্রাণীগুলোর জীবনযাত্রা বেশ বৈচিত্র্যময়?
উত্তর : পস্নাটিহেলমিনথিস।
৪৭। কোন পর্বের প্রাণীদের দেহ কিউটিকেল দ্বারা আবৃত?
উত্তর : পস্নাটিহেলমিনথিস।
৪৮। কেঁচো কৃমি ও ফাইলেরিয়া কৃমি কোন পর্বের উদাহরণ?
উত্তর : নেমাটোডা।
৪৯। দেহে চোষক ও আংটা থাকে কোন পর্বের প্রাণীদের?
উত্তর :পস্নাটিহেলমিনথিস।
৫০। কোন পর্বের প্রাণীরা পানি ও মাটিতে বাস করে?
উত্তর : নেমাটোডা।
৫১। ফিতাকৃমি ও যকৃত কৃমি কোন পর্বের উদাহরণ?
উত্তর : পস্নাটিহেলমিনথিস।
৫২। কোন পর্বের প্রাণীরা সাধারণত একলিঙ্গ?
উত্তর : নেমাটোডা।
৫৩। কোন পর্বের অনেক প্রাণী অন্তঃপরজীবী হিসেবে প্রাণীর অন্ত্র ও রক্তে বাস করে?
উত্তর : নেমাটোডা।
৫৪। কোন পর্বের প্রাণীদের দেহে শিখা কোষ নামে বিশেষ কোষ থাকে?
উত্তর : পস্নাটিহেলমিনথিস।
৫৫। কোন প্রাণীর প্রকৃত সিলোম নেই?
উত্তর : নেমাটোডা।
৫৬। কোন পর্বকে নেমাথেলথিস বলে?
উত্তর : নেমাটোডা।
৫৭। কোন পর্বের অনেক প্রাণীই মুক্তজীবী?
উত্তর : নেমাটোডা।
৫৮। নেমাটোডা পর্বের অনেক প্রাণী কী হিসেবে প্রাণীর অন্ত্রে ও রক্তে বাস করে?
উত্তর : অন্তঃপরজীবী।
৫৯। শিখা কোষ দেহে কী হিসেবে কাজ করে?
উত্তর : রেচন অঙ্গ।
৬০। কোন পর্বের কিছু প্রজাতি মুক্তজীবী হিসেবে স্বাদু পানিতে আবার কিছু প্রজাতি লবণাক্ত পানিতে বাস করে?
উত্তর : পস্নাটিহেলমিনথিস।
৬১। কোন পর্বের প্রাণীদের দেহ চ্যাপ্টা?
উত্তর : পস্নাটিহেলমিনথিস।
৬২। কোন পর্বের প্রাণীদের দেহ নলাকার ও পুরু ত্বক দ্বারা আবৃত?
উত্তর : নেমাটোডা।
৬৩। কোন পর্বের প্রাণীদের পৌষ্টিকতন্ত্র অসম্পূর্ণ?
উত্তর : পস্নাটিহেলমিনথিস।
৬৪। কোন পর্বের প্রাণীরা উভলিঙ্গ?
উত্তর : পস্নাটিহেলমিনথিস।
৬৫। কোন পর্বের প্রাণীদের পৌষ্টিক নালি সম্পূর্ণ?
উত্তর : নেমাটোডা।
৬৬। কোন পর্বের প্রাণীরা সাধারণত অন্তঃপরজীবী?
উত্তর : পস্নাটিহেলমিনথিস।
৬৭। কোন পর্বের প্রাণীর মুখ ও পায়ু ছিদ্র উপস্থিত?
উত্তর : নেমাটোডা।
৬৮। কোন পর্বের অধিকাংশ প্রাণী পরজীবী হিসেবে বিভিন্ন প্রাণী ও মানবদেহে বাস করে নানারকম ক্ষতি সাধন করে?
উত্তর : নেমাটোডা।
৬৯। কোন পর্বের কোনো কোনো প্রাণী ভেজা ও সঁ্যাতসেঁতে মাটিতে বাস করে?
উত্তর : পস্নাটিহেলমিনথিস।
৭০। কোন পর্বের প্রাণীর দেহ গহ্বর অনাবৃত?
উত্তর : নেমাটোডা।
৭১। শ্বসনতন্ত্র ও সংবহনতন্ত্র অনুপস্থিত কোন পর্বের প্রাণীর?
উত্তর : নেমাটোডা।