এসএসসি পরীক্ষার প্রস্তুতি

প্রকাশ | ১৫ জানুয়ারি ২০২৫, ০০:০০

আতাউর রহমান সায়েম, সহকারী শিক্ষক মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ।
বই পড়া ৪৪. স্কুল-কলেজে ছেলেদের নোট পড়ার মূল কারণ কী? ক. স্বশিক্ষিত হওয়ার বাসনা খ. সুশিক্ষিত হওয়ার বাসনা গ. পেটের দায় ঘ. প্রাণের দায় উত্তর: গ. পেটের দায় ৪৫. আমাদের শিক্ষিত সমাজের লোলুপদৃষ্টি আজ কিসের ওপর পড়েছে? ক. সুশিক্ষার ওপর খ. স্বশিক্ষার ওপর গ. অর্থের ওপর ঘ. ডেমোক্রেসির ওপর উত্তর: খ. স্বশিক্ষার ওপর ৪৬. মামলায় জেতার জন্য কোনটি করতে হবে? ক. কবিতা আবৃত্তি করতে হবে খ. নজির আওড়াতে হবে গ. বিজ্ঞানচর্চা করতে হবে ঘ. স্বশিক্ষার সার্থকতা বুঝতে হবে উত্তর: খ. নজির আওড়াতে হবে ৪৭. ধনের সৃষ্টি কোনটির ওপর নির্ভরশীল? ক. ভাগ্যের খ. জ্ঞানের গ. মুখস্থবিদ্যার ঘ. ইচ্ছার উত্তর: খ. জ্ঞানের ৪৮. মানুষের পুরো মনটার সাক্ষাৎ পাওয়া যায় একমাত্র কিসে? ক. দর্শনে খ. বিজ্ঞানে গ. সাহিত্যে ঘ. ধর্মনীতিতে উত্তর: গ. সাহিত্যে ৪৯. দর্শন, বিজ্ঞান ইত্যাদিকে প্রমথ চৌধুরী কোন উপমায় অভিহিত করেছেন? ক. সংক্রামক ব্যাধি খ. মনগঙ্গার তোলা জল গ. মানবমনের পূর্ণচিত্র ঘ. অনন্ত স্রৌতধারা উত্তর: খ. মনগঙ্গার তোলা জল ৫০. প্রমথ চৌধুরীর মতে কোনটি করা ছাড়া সাহিত্য চর্চার উপয়ান্তর নেই? ক. ল-রিপোর্ট কেনা ছাড়া খ. বই পড়া ছাড়া গ মুখস্থ করা ছাড়া ঘ. শিক্ষিত হওয়া উত্তর: খ. বই পড়া ছাড়া ৫১. সাহিত্য চর্চার জন্য কোনটি চাই? ক. স্কুল খ. জাদুঘর গ. গুহা ঘ. লাইব্রেরি উত্তর: ঘ. লাইব্রেরি ৫২. প্রমথ চৌধুরীর মতে কোনটিকে অবলম্বন করলে আমাদের জাত মানুষ হবে? ক. বিজ্ঞানের চর্চা করলে খ. অর্থের সাধনা করলে গ. নীতির অনুশীলন করলে ঘ. সাহিত্য চর্চা করলে উত্তর: ঘ. সাহিত্য চর্চা করলে ৫৩. প্রমথ চৌধুরীর মতে কোনটি বেশি বেশি প্রতিষ্ঠা করলে দেশের সবচেয়ে বেশি উপকার হবে? ক. কলেজ খ. জাদুঘর গ. মন্দির ঘ. লাইব্রেরি উত্তর: ঘ. লাইব্রেরি ৫৪. শিক্ষা সম্বন্ধে প্রমথ চৌধুরীর দৃষ্টিভঙ্গি কী? ক. শিক্ষকের কাছ থেকে নিতে হয় খ. শিক্ষার্থীকে আপন চেষ্টায় অর্জন করতে হয় গ. মুখস্থ করলে ভালো ফল পাওয়া যায় ঘ. লাইব্রেরিতে গিয়ে অর্জন করা সম্ভব নয় উত্তর: খ. শিক্ষার্থীকে আপন চেষ্টায় অর্জন করতে হয় ৫৫. স্বশিক্ষার ফলাফল কী? ক. অশিক্ষা খ. কুশিক্ষা গ. অর্ধশিক্ষা ঘ. সুশিক্ষা উত্তর: ঘ. সুশিক্ষা ৫৬. শিক্ষার্থীকে কার হস্তগত করে আমরা তার ভবিষ্যৎ সম্পর্কে নিশ্চিন্ত থাকি? ক. নেতার খ. শিক্ষকের গ. দার্শনিকের ঘ. ডাক্তারের উত্তর: খ. শিক্ষকের ৫৭. কোন বিশ্বাসটি নিতান্ত অমূলক? ক. মনোরাজ্যের দান গ্রহণসাপেক্ষ খ. সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত গ. শিক্ষক শিক্ষার্থীকে বিদ্যা দান করেন ঘ. বই পড়া ছাড়া সাহিত্যচর্চার উপায়ান্তার নেই উত্তর:গ. শিক্ষক শিক্ষার্থীকে বিদ্যা দান করেন ৫৮. শিক্ষকের সার্থকতা কিসে? ক. বিদ্যাদান করায় খ. মুখস্থ করতে সাহায্য করায় গ. শিক্ষা অর্জন করতে সক্ষম করায় ঘ. কৌতূহল নিবৃত্ত করায় উত্তর: গ. শিক্ষা অর্জন করতে সক্ষম করায় ৫৯. প্রমথ চৌধুরীর মতে আমাদের স্কুল-কলেজের শিক্ষাপদ্ধতি ত্রম্নটিপূর্ণ কেন? ক. এখানে সুশিক্ষিত হতে বলা হয় খ. এখানে স্বশিক্ষিত হতে বলা হয় গ. এখানে মুখস্থবিদ্যায় উৎসাহিত করা হয় ঘ. এখানে সুপ্ত প্রতিভার বিকাশ ঘটানো হয় উত্তর: গ. এখানে মুখস্থবিদ্যায় উৎসাহিত করা হয় ৬০. দুধের উপকারিতা ভোক্তার কিসের ওপর নির্ভরশীল? ক. শারীরিক শক্তির ওপর খ. ইচ্ছা শক্তির ওপর গ. মানসিক শক্তির ওপর ঘ. হজম করার শক্তির ওপর উত্তর: ঘ. হজম করার শক্তির ওপর ৬১. স্কুল-কলেজের ত্রম্নটিপূর্ণ শিক্ষার কারণে সুস্থ-সবল শিক্ষার্থীদের মন কোন রোগ আক্রান্ত হচ্ছে? ক. ইনফ্যান্টাইল হার্ট খ. ইনফ্যান্টাইল বেধইন গ. ইনফ্যান্টাইল লিভার ঘ. ইনফ্যান্টাইল বস্নাড উত্তর: গ. ইনফ্যান্টাইল লিভার ৬২. প্রমথ চৌধুরীর মতে আত্মার অপমৃতু্যতে আমরা কী হই? ক. ভীত হই খ. উৎফুলস্ন হই গ. সাবধান হই ঘ. ঐক্যভ্রষ্ট হই উত্তর: খ. উৎফুলস্ন হই ৬৩. শিক্ষার্থীরা পাস করলে কী হচ্ছে বলে আমরা মনে করি? ক. শিক্ষার বিস্তার ঘটছে খ. আত্মার মৃতু্য ঘটছে গ. জাতির অধঃপতন হচ্ছে ঘ. শিক্ষার্থীরা স্বশিক্ষিত হচ্ছে উত্তর: ক. শিক্ষার বিস্তার ঘটছে ৬৪. কোনটি স্বীকার করতে আমরা কুণ্ঠিত হই? ক. পাস করা ও শিক্ষিত হওয়া একই খ. পাস করা ও শিক্ষিত হওয়া এক নয় গ. শিক্ষকের মূল কাজ শিক্ষাদান করা ঘ. সাহিত্য চর্চা লাইব্রেরির বাইরেও চলে উত্তর: খ. পাস করা ও শিক্ষিত হওয়া এক নয় ৬৫. সে যুগে ফ্রান্সকে রক্ষা করেছিল কারা? ক. সুশিক্ষিত ছেলেরা খ. স্কুলে যাওয়া ছেলেরা গ. বিশিষ্ট নাগরিকেরা ঘ. স্কুল পালানো ছেলেরা উত্তর: ঘ. স্কুল পালানো ছেলেরা ৬৬. মাস্টার মশাইয়ের প্রদত্ত নোটকে 'বই পড়া' প্রবন্ধে কিসের সাথে তুলনা করা হয়েছে? ক. দুধের সাথে খ. লোহার গোলার সাথে গ. মধুর সাথে ঘ. খেলনা বন্দুকের সাথে উত্তর: খ. লোহার গোলার সাথে হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়