শেকৃবিতে সেমিনার

প্রকাশ | ১৫ জানুয়ারি ২০২৫, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) সরিষার উন্নত জাত উদ্ভাবন বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সাউরেস এর উদ্যোগে ১৩ জানুয়ারি ব্রাসিকা ওয়েলসিড জার্মপস্নাজম ইমপ্রম্নভমেন্ট ফর ইল্ড, অ্যাগ্রোনমিক অ্যান্ড সিড কোয়ালিটি ট্রেইটস শীর্ষক এ সেমিনার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে অনুষ্ঠিত হয়। এতে প্রবন্ধ উপস্থাপন করেন কানাডার ইউনিভার্সিটি অব আলবাট্রার ডিপার্টমেন্ট অব অ্যাগ্রিকালচার ফুড অ্যান্ড ন্যাশনাল সায়েন্সের অধ্যাপক হাবিবুর রহমান। এ সময় তিনি 'ক্লাবরুট' রোগ সহিষ্ণু ও আগাম ফুল ফোটে এমন সরিষার জাত উদ্ভাবন নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শেকৃবি উপাচার্য অধ্যাপক আব্দুল লতিফ। বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক বেলাল হোসেন। সাউরেসর পরিচালক অধ্যাপক আমিনুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অধ্যাপক আব্দুর রহিম। এছাড়াও কৃষি অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সেমিনার শেষে শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীরা শেকৃবির সরিষা গবেষণা মাঠ পরিদর্শন করেন।