বিডিইউতে কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশ | ১৬ জানুয়ারি ২০২৫, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, বাংলাদেশে 'এটিএফ-সাব প্রজেক্ট প্রপোজাল রাইটিং' শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে বিডিইউ'র প্রশাসনিক ভবনে ১৪ জানুয়ারি এই কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফ বক্তব্য প্রদান করেন। মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ও বিডিইউ'র সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. এ কে এম মহিউদ্দিন ওই কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন। কর্মশালায় সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, বাংলাদেশ-এর ইন্টারনেট অব থিংস্‌ অ্যান্ড রোবোটিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ও ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি)-এর পরিচালক সুমন সাহা। প্রশিক্ষণে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা অংশগ্রহণ করেন।