একাদশ শ্রেণির সমাজকর্ম প্রথমপত্র

প্রকাশ | ১৬ জানুয়ারি ২০২৫, ০০:০০

মনিরুল হক রনি, প্রভাষক, সাভার সরকারি কলেজ, সাভার
৬৪. "সমাজকর্মএমন একটি কলা, বিজ্ঞান ও পেশা  যা মানুষকে কতগুলো পদ্ধতির সাহায্যে ব্যক্তিগত, ও সামাজিক সম্পর্ক লাভ করতে সহায়তা করে।"-উক্তিটি করেছেন কে? ক) ডবিস্নউ এ ফ্রিডল্যান্ডার খ) স্কিডমোডর ও থ্যাকারি গ) বি শেফার ঘ) আরমান্ডো মরেলেস উত্তর: খ) স্কিডমোডর ও থ্যাকারি ৬৫. পেশাদার সমাজকর্মের প্রয়োজন অনুভূত হয় কখন? ক) শিল্প বিপস্নবের পর খ) প্রথম বিশ্বযুদ্ধের পর গ) দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ঘ) ১৮৭৩ সালের অর্থনৈতিক মন্দার উত্তর: ক) শিল্প বিপস্নবের পর ৬৬. সমাজকর্ম বিভিন্ন পদ্ধতির মাধ্যমে সমস্যার সমাধান করে- র) ব্যক্তির রর) দলের ররর) সমষ্টির নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর উত্তর: ঘ) র, রর ও ররর ৬৭. সমাজকর্মের বহুল প্রচলিত সংজ্ঞা প্রদান করেছেন কে? ক) ডবিস্নউ এ ফ্রিডল্যান্ডার খ) স্কিডমোডর থ্যাকারি গ) বি ডবিস্নউ শেফার ঘ) আরমান্ডো মরেলেস উত্তর: ক) ডবিস্নউ এ ফ্রিডল্যান্ডার ৬৮. আর্থ-সামাজিক পরিবেশ সৃষ্টির জন্য মানুষকে স্বাবলম্বী করে গড়ে তোলা প্রয়োজন। এ জন্য কোনটির প্রতি বেশি গুরুত্ব প্রদান করা উচিত? ক) ব্যক্তির সুপ্ত ক্ষমতা সাধনের প্রতি খ) ব্যক্তির মানবতাবোধের বতি গ) ব্যক্তির চরিত্রের প্রতি  ঘ) ব্যক্তির দেহ গঠনের প্রতি উত্তর: ক) ব্যক্তির সুপ্ত ক্ষমতা সাধনের প্রতি ৬৯. সমাজকর্মকে কোন ধরনের বিজ্ঞান বলা হয়? ক) তাত্ত্বিক বিজ্ঞান খ) প্রায়োগিক বিজ্ঞান গ) ঐতিহাসিক বিজ্ঞান ঘ) ভৌগোলিক বিজ্ঞান উত্তর: খ) প্রায়োগিক বিজ্ঞান ৭০. শিক্ষক আতিকুর রহমান মনে করেন, সমাজকর্মীর পেশাগত শিক্ষা অপরিহার্য। পেশাগত শিক্ষা অপরিহার্য হওয়ার কারণ হিসেবে প্রযোজ্য- র) পেশাগত দক্ষতার জন্য রর) পেশাগত দক্ষতার জন্য ররর) পেশাগত ব্যক্তির নিজস্ব স্বার্থ হাসিলের জন্য নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর উত্তর: ক) র ও রর   ৭১. উদ্দীপকের '?' চিহ্নিত ঘরে কোনটি প্রযোজ্য? ক) সমাজকল্যাণের পরিধি খ) সমাজকর্মের পরিধি গ) সমাজকল্যাণের বৈশিষ্ট্য ঘ) সমাজকর্মের বৈশিষ্ট্য উত্তর: ঘ) সমাজকর্মের বৈশিষ্ট্য ৭২. উক্ত বিষয়গুলোর শনাক্তকরণের সাথে সম্পর্কযুক্ত প্রতিষ্ঠান হিসেবে যথার্থ কোনটি? ক) জাতিসংঘ খ) বিশ্ব ব্যাংক  গ) এডিবি ঘ) ইউনিসেফ উত্তর: ক) জাতিসংঘ ৭৩. সমাজকর্মের মূল লক্ষ্য পর্যালোচনা করলে পাওয়া যায়- র) ক্ষমতার বিকাশ রর) ক্ষমতার উনয়ন ররর) ক্ষমতার সংরক্ষণ নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর উত্তর: ঘ) র, রর ও ররর ৭৪. সমাজকর্মের অন্যতম গুরুত্বপূর্ণ লক্ষ্য হলো- ক) বস্তুগত সহায়তা প্রদান খ) সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা গ) সামগ্রিক কল্যাণ সাধন ঘ) সামাজিক পরিবর্তন আনায়ন উত্তর: গ) সামগ্রিক কল্যাণ সাধন ৭৫. সমাজকর্ম সাহায্যার্থীকে কিভাবে সেবা প্রদান করে? ক) অর্থের মাধ্যমে খ) সুনির্দিষ্ট পদ্ধতির মাধ্যমে গ) উৎসাহ প্রদানের মাধ্যমে ঘ) আইনি সহায়তার মাধ্যমে উত্তর: খ) সুনির্দিষ্ট পদ্ধতির মাধ্যমে ৭৬. পৃথিবীতে সমাজকল্যাণের যাত্রা যাত্রা শুরু হয়- ক) পারস্পরিক বোধ থেকে খ) ধর্মীয়বোধ থেকে গ) ব্যক্তিগত বোধ থেকে ঘ) খ ও গ উত্তর: ঘ) খ ও গ ৭৭. সক্ষমকারী পেশা বলতে কী বুঝায়? ক) সমাজকর্মী নিজে আর্থিকভাবে স্বাবলম্বী হয়ে ওঠা খ) সমস্যাগ্রস্ত ব্যক্তির চাকরির ব্যবস্থা করা গ) সমস্যাগ্রস্থ ব্যক্তিকে আর্থিকভাবে সাহায্য করা ঘ) সমস্যাগ্রস্থ ব্যক্তিকে নিজের সামর্থে স্বাবলম্বী করে গড়ে তোলা উত্তর: ঘ) সমস্যাগ্রস্থ ব্যক্তিকে নিজের সামর্থে স্বাবলম্বী করে গড়ে তোলা হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়