পরিবেশ দূষণ
২২. ভৈরব নদীতে বিভিন্ন ময়লা ও রাসায়নিক তেল ফেলা হচ্ছে। এতে কোনটি হবে?
ক. জলজ জীব মারা যাবে
খ. জলজ জীব বৃদ্ধি পাবে
গ. পলি কমে যাবে
ঘ. পানি শুকিয়ে যাবে
উত্তর: ক. জলজ জীব মারা যাবে
২৩. হিমবাহ গলে যাওয়ায় বঙ্গোপসাগরে পানির পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। এটি কোনটির জন্য হচ্ছে?
ক. তাপমাত্রা কমার জন্য
খ. তাপমাত্রা বৃদ্ধির জন্য
গ. জলবায়ুর পরিবর্তন
ঘ. জলীয় বাষ্প
উত্তর: খ. তাপমাত্রা বৃদ্ধির জন্য
২৪. হাজারীবাগে ট্যানারী শিল্পের কারণে দুর্গন্ধ ছড়ায়। ফলে কোনটি ঘটে?
ক. প্রাকৃতিক দুর্যোগ
খ. প্রাকৃতিক বিপর্যয়
গ. পরিবেশ দূষণ
ঘ. পরিবেশের ভারসাম্যহীনতা
উত্তর: গ. পরিবেশ দূষণ
২৫. বৈশ্বিক উষ্ণায়নের ফলে কোনটি হচ্ছে?
ক. তাপমাত্রা বৃদ্ধি
খ. তাপমাত্রা হ্রাস
গ. হিমবাহের আকার বৃদ্ধি
ঘ. জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধি হবে
উত্তর: ক. তাপমাত্রা বৃদ্ধি
২৬. কৃষিজমিতে অতিরিক্ত রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারের কারণে কী দূষণ হচ্ছে বলে তুমি মনে কর?
ক. বায়ু খ. পানি গ. মাটি ঘ. শব্দ
উত্তর: গ. মাটি
২৭. রাস্তার মোড়ে দোকানে দোকানে মাইক ব্যবহার করা হচ্ছে। এতে কোন ধরনের দূষণ হচ্ছে?
ক. মাটি খ. বায়ু গ. পানি ঘ. শব্দ
উত্তর: ঘ. শব্দ
২৮. ঢাকার রাস্তায় ত্রম্নটিপূর্ণ যানবাহন থেকে কালো ধোঁয়া নির্গত হয়। এতে কোন ধরনের দূষণ হয়?
ক. বায়ু খ. পানি গ. মাটি ঘ. শব্দ
উত্তর: ক. বায়ু
২৯. সজীবদের গ্রামের প্রভাবশালীরা কয়েকটি ইটের ভাটা দিয়েছেন। এতে পরিবেশের কোন উপাদান দূষিত হতে পারে?
ক. মাটি খ. বায়ু গ. পানি ঘ. শব্দ
উত্তর: খ. বায়ু
৩০. জনসংখ্যা বৃদ্ধির কারণে প্রতিনিয়ত বিভিন্ন কারণে পানি দূষিত হচ্ছে। এর ফলে কোন রোগ বেড়ে যায়?
ক. শ্বাসকষ্ট খ. কলেরা
গ. অবসন্নতা ঘ. কর্মক্ষমতা হ্রাস
উত্তর: খ. কলেরা
৩১. কৃষি ক্ষেত্রে অতিরিক্ত কীটনাশক ব্যবহারের কারণে কোনটি দূষিত হয়?
ক. বায়ু খ. পানি গ. মাটি ঘ. শব্দ
উত্তর: গ. মাটি
৩২. বায়ু, পানি ও মাটি দূষিত হওয়ার প্রধান কারণ কোনটি?
ক. জলাশয়ের উপর কাঁচা পায়খানা তৈরি
খ. কলকারখানার বর্জ্য
গ. যানবাহনের ব্যবহার
ঘ. জনসংখ্যার বাড়তি চাহিদা মেটানো
উত্তর: ঘ. জনসংখ্যার বাড়তি চাহিদা মেটানো
৩৩. উচ্চস্বরে গান বাজালে কোন দূষণ ঘটে?
ক. পানি দূষণ খ. মাটি দূষণ
গ. শব্দ দূষণ ঘ. বায়ু দূষণ
উত্তর: গ. শব্দ দূষণ
৩৪. নিচের কোন কারণে বায়ু দূষিত হয়?
ক. কীটনাশকের ব্যবহার
খ. বৃষ্টির পানি জমে যাওয়া
গ. ইটের ভাটায় ইট পোড়ানো
ঘ. রাসায়নিক সার ব্যবহার
উত্তর: গ. ইটের ভাটায় ইট পোড়ানো
৩৫. নিচের কোনটি পরিবেশ দূষণের প্রধান কারণ?
ক. পশু খ. পাখি গ. উদ্ভিদ ঘ. মানুষ
উত্তর: ঘ. মানুষ
৩৬. শব্দ দূষণের ফলে-
ক. মানুষের রক্তচাপ বাড়ে
খ. চর্মরোগ বৃদ্ধি পায়
গ. মানসিক সমস্যা বৃদ্ধি পায়
ঘ. শারীরিক বৃদ্ধি হ্রাস পায়
উত্তর: গ. মানসিক সমস্যা বৃদ্ধি পায়
৩৭. পরিবেশ দূষণের অন্যতম কারণ কোনটি?
ক. শিল্পায়ন খ. নগরায়ন
গ. বনায়ন ঘ. গৃহায়ন
উত্তর: ক. শিল্পায়ন
৩৮. শিল্পকারখানা সচল রাখতে ব্যবহার করা হয়-
ক. কাঠ খ. প্রাকৃতিক গ্যাস
গ. সার ঘ. সৌরশক্তি
উত্তর: খ. প্রাকৃতিক গ্যাস
৩৯. নিচের কোন রোগটি পরিবেশ দূষণের কারণে হয়ে থাকে?
ক. টিউমার খ. ম্যালেরিয়া
গ. ক্যান্সার ঘ. এইডস
উত্তর: গ. ক্যান্সার
হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়