জানার আছে অনেক কিছু

প্রকাশ | ১৮ জানুয়ারি ২০২৫, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক
প্রশ্ন:বাংলাদেশের আন্তর্জাতিক বিমানবন্দর কয়টি ? উত্তর : ৩টি প্রশ্ন:বাংলাদেশের হোয়াইট গোল্ড বলা হয় কাকে? উত্তর : চিংড়ীকে প্রশ্ন:জনসংখ্যার দিক থেকে বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম? উত্তর : ৮ম প্রশ্ন:বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি কে ছিলেন? উত্তর : জেনারেল আতাউল গণি ওসমানি প্রশ্ন:বাংলাদেশে মুক্তবাজার অর্থনীতি কত সালে চালু হয়? উত্তর : ১৯৯১ সালে প্রশ্ন:বাংলাদেশে প্রথম রেডিক্যাশ চালু করে? উত্তর : জনতা ব্যাংক প্রশ্ন:সুন্দরবনের কত ভাগ বাংলাদেশে অবস্থিত? উত্তর : ৬০ ভাগ প্রশ্ন:পৃথিবীর ফুসফুস নামে পরিচিত - উত্তর: আমাজন (দক্ষিণ আমেরিকায় অবস্থিত)। প্রশ্ন:আমাজন বনের অপর নাম কী? উত্তর: 'দ্যা লাঙ্গ অব ওয়ার্ল্ড/ পৃথিবীর ফুসফুস প্রশ্ন:আমাজন বন থেকে পৃথিবীর মোট অক্সিজেনের কত ভাগ পাওয়া যায়? উত্তর: প্রায় ২০ ভাগ প্রশ্ন:পৃথিবীতে কাঠের ব্যবহার সবচেয়ে বেশি করা কোন কাজে? উত্তর: জ্বালানি কাজে। প্রশ্ন:কোনো দেশের ভারসাম্য রক্ষার জন্য শতকরা কত ভাগ বনভূমি থাকা প্রয়োজন? উত্তর:২৫% বনভূমি থাকা আবশ্যক। প্রশ্ন:বিশ্বের যে দেশে স্থলভাগের অনুপাতে সবচেয়ে বেশি বনভূমি রয়েছে- উত্তর: ফিনল্যান্ড, প্রায় ৭৪%। প্রশ্ন:এশিয়ার স্থলভাগের অনুপাতে সবচেয়ে বেশি বনভূমি রয়েছে কোন দেশে? উত্তর:ইন্দোনেশিয়ায়; ৬৭.০৫ শতাংশ। প্রশ্ন:কত তারিখে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়? উত্তর: ৫ জুন (১৯৭৪ সালে প্রথম পালন করা হয়) প্রশ্ন:১ম বন কংগ্রেস অনুষ্ঠিত হয় কবে এবং কোথায়? উত্তর: ১৯২৬ সালে ইতালির রোমে। প্রশ্ন:পৃথিবীর মোট আয়তনের কত শতকরা বনভূমি দ্বারা আবৃত? উত্তর:৩১ শতাংশ।