এসএসসি পরীক্ষার প্রস্তুতি

প্রকাশ | ১৯ জানুয়ারি ২০২৫, ০০:০০

আতাউর রহমান সায়েম, সহকারী শিক্ষক মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ।
বঙ্গবাণী ৪৭. 'হিন্দুর অক্ষরে হিংসে সে সবের গণ'-'বঙ্গবাণী' কবিতায় কবি কাদের সম্পর্কে এ মন্তব্য করেছেন? ক. যারা মরমি সাধানা সম্পর্কে অবগত নয় খ. যারা নিজের দেশকে ভালোবাসে না গ. যারা কিতাব পড়তে জানে না ঘ. যারা মাতৃভাষাকে ভালো বাসে না উত্তর:ঘ. যারা মাতৃভাষাকে ভালো বাসে না ৪৮. 'বঙ্গবাণী' কবিতার প্রধান বাহন হলো- ক. নিরঞ্জন খ. মারফত গ. মাতৃভাষা ঘ. আনন্দ উত্তর: গ. মাতৃভাষা ৪৯. 'সে সব কাহার জন্ম নির্ণয় ন জানি-'বঙ্গবাণী' কবিতায় কবি কাদের সম্পর্কে এ কথা বলেছেন? ক. বাংলাদেশে জন্মগ্রহণ করে যারা বাংলা ভাষাকে অবজ্ঞা করে খ. বাংলাদেশে জন্মগ্রহণ করে যারা বাংলাকে ভালোবাসে গ. যারা বাংলা ভাষাকে অবজ্ঞা করে না ঘ. যারা অন্যের সঙ্গে মাতৃভাষায় ভাব বিনিময় করে উত্তর: ক. বাংলাদেশে জন্মগ্রহণ করে যারা বাংলা ভাষাকে অবজ্ঞা করে ৫০. 'নিজ দেশ তেয়াগী কেন বিদেশ ন যায়- এখানে 'তেয়াগী' অর্থ- ক. ত্যাগ করে খ. ভালোবেসে গ. দুঃখ করে ঘ. তৈরি করে উত্তর: ক. ত্যাগ করে ৫১. "নিজ দেশ তেয়াগী কেন বিদেশ ন যায়।" কবি কাদের বিদেশ যেতে বলেছেন? ক. মাতৃভূমি ও মাতৃভাষার প্রতি যাদের অনুরাগ নেই খ. যাদের কিতাব পড়ার অভ্যাস নেই গ. যাদের মারফতভেদে জ্ঞান নেই ঘ. যাদের আরবি-ফারসি ভাসার প্রতি অনুরাগ নেই উত্তর: ক. মাতৃভূমি ও মাতৃভাষার প্রতি যাদের অনুরাগ নেই ৫২. বাংলা ভাষার অবজ্ঞাকারীকে কবি কোথায় চলে যেতে বলেছেন? ক. দীপান্তরে খ. জেলখানায় গ. বিদেশে ঘ. আরবে উত্তর: গ. বিদেশে ৫৩. "মাতা পিতামহ ক্রমে বঙ্গেত বসতি' পঙ্কতিটির মানে- ক. বাংলাদেশ আমাদের মাতৃভূমি খ. বাংলাদেশ আমাদের পিতামাতার জন্মভূমি গ. বংশানুক্রমে বাংলাদেশ আমাদের বসতি ঘ. বাংলাদেশে আমাদের বসতি উত্তর: ঘ. বাংলাদেশে আমাদের বসতি ৫৪. বংশানুক্রমে কবির বাংলাদেশের বসবাসের চিত্রটি ফুটে উঠেছে কোন বিষয়টি প্রয়োগের মাধ্যমে? ক. মাতা পিতামহ ক্রমে বঙ্গে বসতি খ. দেশি ভাষা উপদেশ মনে হিত অতি গ. সেসব কাহার জন্ম নির্ণয় ন জানি ঘ. সে সবে কহিল মোতে মনে হাবিলাষ উত্তর: ক. মাতা পিতামহ ক্রমে বঙ্গে বসতি ৫৫. কাদের জন্য বাংলা ভাষার চেয়ে হিতকর বলে কিছু হতে পারে না? ক. স্রষ্টার খ. আরবি ও ফারসিভাষীদের গ. বাংলা যাদের মাতৃভাষা ঘ. সব ভাষার মানুষের উত্তর: গ. বাংলা যাদের মাতৃভাষা ৫৬. 'বঙ্গবাণী' কবিতার রচয়িতার নাম কী? ক. কাজী নজরুল ইসলাম খ. আবদুল হাকিম গ. শাহ মুহম্মদ সগীর ঘ. মাইকেল মধূসূদন দত্ত উত্তর: খ. আবদুল হাকিম আম-আঁটির ভেঁপু ১. 'আম-আঁটির ভেঁপু' গল্পে অপুর খেলনা পিস্তলের দাম কত? ক. এক পয়সা খ. দুই পয়সা গ. তিন পয়সা ঘ. চার পয়সা উত্তর: খ. দুই পয়সা ২. অপুর কাছে থাকা টিনের ভেঁপু-বাঁশিটির দাম কত? ক. এক পয়সা খ. দুই পয়সা গ. তিন পয়সা ঘ. চার পয়সা উত্তর: ঘ. চার পয়সা ৩. 'আম-আঁটির ভেঁপু' গল্পের অপু সর্বদা কী লুকিয়ে রাখে? ক. কড়ি খ. আম গ. তেল ঘ. বাঁশি উত্তর: ক. কড়ি ৪. দুর্গার মায়ের নাম কী? ক. সর্বজয়া খ. স্বর্গদেবী গ. লক্ষ্মী ঘ. অনুরাধা উত্তর: ক. সর্বজয়া ৫. কাঁঠালতলা থেকে অপুকে ডাকার সময় দুর্গার কণ্ঠে কী জড়ানো ছিল? ক. দ্বিধা খ. ভয় গ. সতর্কতা ঘ. রুক্ষতা উত্তর: গ. সতর্কতা ৬. 'আম-আঁটির ভেঁপু' গল্পের অপু কী তাড়াতাড়ি লুকিয়ে ফেলল? ক. কড়ি খ. আম গ. তেল ঘ. বাঁশি উত্তর: ক. কড়ি ৭. 'আম-আঁটির ভেঁপু' গল্পটি কোন গ্রন্থ' থেকে গৃহীত? ক. দৃষ্টিপ্রদীপ খ. ইছামতি গ. পথের পাঁচালী ঘ. মেঘমলস্নার উত্তর: গ. পথের পাঁচালী ৮. 'আম-আঁটির ভেঁপু' গল্পের মূল প্রতিপাদ্য কী? ক. হরিহরের অভাব উপস্থাপন খ. সর্বজয়ার সন্তানপ্রীতি গ. অপু ও দুর্গার আনন্দিত জীবনের আখ্যান ঘ. সমাজে বামুনদের মর্যাদা উপস্থাপন উত্তর: গ. অপু ও দুর্গার আনন্দিত জীবনের আখ্যান ৯. 'আম-আঁটির ভেঁপু' গল্পে 'রোয়াক' শব্দটি কী অর্থে ব্যবহৃত হয়েছে? ক. শোবার জলচৌকি অর্থে খ. বই রাখার শেলফ অর্থে গ. বাড়ির বাইরের খোলা অংশ অর্থে ঘ. ঘরের সামনের খোলা বারান্দা অর্থে উত্তর: ঘ. ঘরের সামনের খোলা বারান্দা অর্থে ১০. 'আম-আঁটির ভেঁপু' গল্পটি আমাদের কোন সময়ের কথা স্মরণ করিয়ে দেয়? ক. শৈশবের খ. যুবক বয়সের গ. মধ্যবয়সের ঘ. বৃদ্ধকালের উত্তর: ক. শৈশবের ১১. 'আম-আঁটির ভেঁপু' গল্পে পলিস্নমায়ের শাশ্বত চরিত্র হয়ে উঠেছে কে? ক. সর্বজয়া খ. স্বর্ণ গোয়ালিনী গ. সেজ ঠাকরুণ ঘ. রাধা বোষ্টমের বৌ উত্তর: ক. সর্বজয়া ১২. 'আম-আঁটির ভেঁপু' গল্পে বর্ণিত হরিহরের পুত্র কোথায় বসে খেলছিল? ক. পুকুরঘাটে খ. বারান্দায় গ. সিঁড়িতে ঘ. উঠানে উত্তর: খ. বারান্দায় হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়