রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) 'সাসটেইনেবল জার্নালিজম জার্নি টুওয়ার্ডস দ্য ফিউচার' শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রাবির রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবনের ১২৩ নম্বর কক্ষে ১৫ জানুয়ারি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ ও সাউথ এশিয়া সেন্টার ফর মিডিয়া ইন ডেভেলপমেন্ট (এসএসিএমআইডি) যৌথভাবে এ কর্মশালার আয়োজন করে। সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধি ও টেকসই সাংবাদিকতা নিশ্চিতে ডয়েচে ভেলে একাডেমির সহযোগিতায় এসএসিএমআইডি-এর 'জার্নালিজম অব দ্য ফিউচার' প্রজেক্টের আওতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় শিক্ষার্থীদের এ প্রজেক্টের নানা বিষয়ে আলোকপাতের পাশাপাশি দিকনির্দেশনা প্রদান করেন এসএসিএমআইডি-এর উপ-পরিচালক সৈয়দ কামরুল হাসান। সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক সোমা দেবের সঞ্চালনায় বিভাগের সভাপতি অধ্যাপক মোজাম্মেল হোসেন বকুল বক্তৃতা প্রদান করেন।