হাবিপ্রবিতে কর্মশালা

প্রকাশ | ২১ জানুয়ারি ২০২৫, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) 'কম্পিউটেশন অ্যান্ড ম্যাটেরিয়াল সায়েন্স' শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। হাবিপ্রবির আইকিউ এসি'র কনফারেন্স রুমে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে ১৯ জানুয়ারি দুদিনব্যাপী এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন হাবিপ্রবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনাম উল্যা। আইকিউএসি'র পরিচালক কৃষিবিদ প্রফেসর ড. সাইফুল হুদার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন প্রোভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো.শফিকুল ইসলাম সিকদার, ট্রেজারার প্রফেসর ড. এম. জাহাঙ্গীর কবির, এগ্রিকালচারাল কেমিস্ট্রি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. সাজেদুর রহমান প্রমুখ। হাবিপ্রবির রসায়ন, কৃষি রসায়ন, বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি, ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলোজি, ফুড সায়েন্স অ্যান্ড নিউট্রিশন বিভাগ এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের বিভিন্ন পর্যায়ের ৩০ জন শিক্ষক এই প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেন। রিসোর্স পারসন ছিলেন হাবিপ্রবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনাম উল্যা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ওয়াজেদ মিয়া সায়েন্স রিসার্চ সেন্টারের সিনিয়র সায়েন্টিফিক অফিসার মো. খাইরুল ইসলাম ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রিসার্চ অ্যাসোসিয়েট কাশফিয়া আজাদ।