জানার আছে অনেক কিছু

প্রকাশ | ২২ জানুয়ারি ২০২৫, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক
নেলসন ম্যান্ডেলা
প্রশ্ন:'আঙ্কেল হো' নামে পরিচিত কে? উত্তর: হো চি মিন। প্রশ্ন:গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠা ঘোষণা করা হয় কত তারিখে? উত্তর: ১ অক্টোবর। প্রশ্ন:১৯৯৪ সালে আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন কে? উত্তর: নেলসন ম্যান্ডেলা। প্রশ্ন:১৯৬৯ সালে ফিলিস্তিনের সাবেক প্রেসিডেন্ট এবং পিএলও এর প্রধান হন- উত্তর: ইয়াসির আরাফাত। প্রশ্ন:১৯৬৩ সালে 'ও ঐধাব ধ উৎবধস' শীর্ষক বিখ্যাত ভাষণটি প্রদান করেন কে? উত্তর: মার্টিন লুথার কিং। প্রশ্ন:ডেনমার্ক এর জাতীয় পতাকার নাম- উত্তর: ডেনব্রুগ। প্রশ্ন: সর্বপ্রথম যে দেশ পতাকার প্রচলন করে- উত্তর: ডেনমার্ক। প্রশ্ন:পৃথিবীর বৃহত্তম গভীরতম মহাসাগর- উত্তর: প্রশান্ত মহাসাগর। প্রশ্ন:পোল্যান্ড এর পার্লামেন্ট- উত্তর: সীম। প্রশ্ন:জাপান ও রাশিয়ার মধ্যকার বিরোধপূর্ণ দ্বীপ- উত্তর: কুড়িল দ্বীপপুঞ্জ। প্রশ্ন:রাশিয়ার সম্রাটদের বলা হতো- উত্তর: জার। প্রশ্ন:রাশিয়ার প্রথম সম্রাট ছিলেন- উত্তর: পিটার দ্য গ্রেট। প্রশ্ন:এশিয়ার দীর্ঘতম নদী- উত্তর: ইয়াংসিকিয়াং। প্রশ্ন:সুমেরীয়দের ধর্ম মন্দির- উত্তর: জিগুরাত। প্রশ্ন:আয়তনে এশিয়ার বৃহত্তম দেশ- উত্তর: চীন। প্রশ্ন:পৃথিবীতে সবচেয়ে শক্ত বস্তু- উত্তর: হীরা। প্রশ্ন:রাশিয়ার যে সম্রাট দাড়ির উপর কর বসিয়েছিলেন- উত্তর: পিটার দ্য গ্রেট। প্রশ্ন:পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম শহর- উত্তর: জেরিকো। প্রশ্ন:'হেল বপ' ধূমকেতু আবিষ্কার হয়- উত্তর: ১৯৯৫ সালে। প্রশ্ন:'লেডি উইথ দ্য ল্যাম্প' হিসেবে পরিচিত- উত্তর: ফ্লোরেন্স নাইটিংগেল। প্রশ্ন:ফ্লোরেন্স নাইটিঙ্গেল নামটি যে যুদ্ধে জড়িত- উত্তর: ক্রিমিয়ার যুদ্ধ।