প্রশ্ন:এশিয়ার ক্ষুদ্রতম দেশ-
উত্তর: মালদ্বীপ।
প্রশ্ন:মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট-
উত্তর: জর্জ ওয়াশিংটন।।
প্রশ্ন:লেনিনের নেতৃত্বে রুশ বিপস্নব সংঘটিত হয়-
উত্তর: ১৯১৭ সালে।
প্রশ্ন:ভূমধ্যসাগরীয় দেশ-
উত্তর: আলজেরিয়া।
প্রশ্ন:অক্টোবর বিপস্নব / বলশেভিক বিপস্নব যে দেশে সংঘটিত হয়-
উত্তর: রাশিয়া।
প্রশ্ন:পৃথিবীর সবচেয়ে পুরাতন কীর্তিস্তম্ভ-
উত্তর: পিরামিড।
প্রশ্ন:অক্টোবর বিপস্নবের নেতৃত্ব দিয়েছেন-
উত্তর: লেলিন।
প্রশ্ন:বিশ্বের সবচেয়ে সরু দেশ-
উত্তর: চিলি।
প্রশ্ন:ঈওঝ এর সদরদপ্তর-
উত্তর: মিনস্ক, বেলারুশ।
প্রশ্ন:নিউজিল্যান্ডের রাজধানী-
উত্তর: ওয়েলিংটন।
প্রশ্ন:'ওসঢ়বৎরধষরংস, :যব ঐরমযবংঃ ঝঃধমব ড়ভ ঈধঢ়রঃধষরংস' রচনা করেছেন-
উত্তর: লেলিন।
প্রশ্ন: যে নেতার মরদেহ এখনো জাদুঘরে সংরক্ষণ করা আছে-
উত্তর: লেলিন।
প্রশ্ন:ইরাকের প্রাচীন নাম-
উত্তর: মেসোপটেমিয়া।
প্রশ্ন:লেনিনগ্রাদ শহরের বর্তমান নাম-
উত্তর: সেন্ট পিটার্সবার্গ।
প্রশ্ন:জাপানের সবচেয়ে বড় দ্বীপ-
উত্তর: হনসু।
প্রশ্ন:'জুলিয়াস সিজার' বিখ্যাত ছিলেন-
উত্তর: রোমান সম্রাট হিসাবে।
প্রশ্ন:হাজার হ্রদের দেশ-
উত্তর: ফিনল্যান্ড।
প্রশ্ন:পৃথিবীর প্রথম সমাজতান্ত্রিক দেশ-
উত্তর: রাশিয়া (সোভিয়েত ইউনিয়ন)।
প্রশ্ন:'জুলু' উপজাতি বাস করে-
উত্তর: দক্ষিণ আফ্রিকায়।
প্রশ্ন:গস্নাসনস্ত অর্থ-
উত্তর: খোলামেলা আলোচনা।
প্রশ্ন:"ওয়েস্ট ইন্ডিজ" নামকরণ করেন-
উত্তর: ক্রিস্টোফার কলম্বাস।
প্রশ্ন:সর্বপ্রথম অর্থনৈতিক পরিকল্পনা প্রণয়ন করে-
উত্তর: রাশিয়া।
প্রশ্ন:পঞ্চবার্ষিক উন্নয়ন পরিকল্পনার প্রবর্তক-
উত্তর: রাশিয়া।
প্রশ্ন:'কনফুসিয়াস' ছিলেন-
উত্তর: চীনা দার্শনিক।