এসএসসি পরীক্ষার প্রস্তুতি

প্রকাশ | ২৫ জানুয়ারি ২০২৫, ০০:০০

আতাউর রহমান সায়েম, সহকারী শিক্ষক মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ।
কপোতাক্ষ নদ ২৭. 'কপোতাক্ষ নদ' কবিতায় কপোতাক্ষকে কী বলা হয়েছে? ক. গরল স্রোতোরূপী খ. অমৃত স্রোতোরূপী গ. দুগ্ধ স্রোতোরূপী ঘ. মধুস্রোতোরূপী উত্তর:গ. দুগ্ধ স্রোতোরূপী ২৮. কোনটি মধুসূদন দত্ত ভ্রান্তির ছলনে শোনেন? ক. ছুটে যাওয়া ট্রেনের ধ্বনি খ. কপোতাক্ষের স্রোতধ্বনি গ. শিশুদের আনন্দধ্বনি ঘ. ঢোলের বাদ্য ধ্বনি উত্তর:খ. কপোতাক্ষের স্রোতধ্বনি ২৯. কপোতাক্ষ নদ মধুসূদন দত্তের কী মেটায়? ক. অর্থের চাহিদা খ. জলের তৃষ্ণা গ. পুষ্টির চাহিদা ঘ. স্নেহের তৃষ্ণা উত্তর:ঘ. স্নেহের তৃষ্ণা ৩০. কপোতাক্ষের কলকল শব্দ কিসের মতো? ক. নিশার স্বপনের মতো খ. মায়া-মন্ত্রধ্বনির মতো গ. অমিত্রাক্ষর ছন্দের মতো ঘ. ভ্রান্তির ছলনের মতো উত্তর:খ. মায়া-মন্ত্রধ্বনির মতো ৩১. 'কপোতাক্ষ নদ' কবিতায় 'প্রজা' বলা হয়েছে কাকে? ক. কবিকে খ. সাগরকে গ. বাংলার মানুষকে ঘ. কপোতাক্ষ নদকে উত্তর:ঘ. কপোতাক্ষ নদকে ৩২. 'কপোতাক্ষ নদ' কবিতায় কপোতাক্ষ নদ প্রজারূপে কাকে বারিরূপ কর দিতে যায়? ক. কবিকে খ. বাংলার মানুষকে গ. সাগরকে ঘ. হ্রদকে উত্তর:গ. সাগরকে ৩৩. কপোতাক্ষ নদ সাগরকে কর হিসেবে কী দেয়? ক. জল খ. দুগ্ধ গ. মধু ঘ. গরল উত্তর:ক. জল ৩৪. 'কপোতাক্ষ নদ' কবিতায় কবির কেমন মনোভাব প্রকাশিত হয়েছে? ক. হতাশার মনোভাব খ. স্বদেশপ্রেমের অনুভূতি গ. তীব্র অভিমান ঘ. প্রবল প্রতিবাদ উত্তর:খ.স্বদেশপ্রেমের অনুভূতি ৩৫. কপোতাক্ষ নদের কাছে মধুসূদন দত্তের মিনতি কী? ক. তাকে যেন মনে রাখে খ. সাগরে যেন না মেশে গ. তাকে যেন ভুলে যায় ঘ. স্বপ্নে যেন দেখা দেয় উত্তর:ক. তাকে যেন মনে রাখে ৩৬. 'কপোতাক্ষ নদ' কবিতায় কবির সংশয় প্রকাশিত হয়েছে কোন বিষয়ে? ক. বেঁচে থাকার বিষয়ে খ. সাহিত্য চর্চার বিষয়ে গ. স্বদেশে ফেরার বিষয়ে ঘ. দেশপ্রেমের বিষয়ে উত্তর:গ. স্বদেশে ফেরার বিষয়ে ৩৭. মধুসূদন দত্ত বঙ্গের সংগীতে কার নাম স্মরণ করেন? ক. সাগরদাঁড়ির নাম খ. মায়ের নাম গ. কপোতাক্ষ নদের নাম ঘ. গুরুর নাম উত্তর:গ. কপোতাক্ষ নদের নাম ৩৮. মধুসূদন দত্ত কপোতাক্ষ নদের নাম কেমন করে স্মরণ করেন? ক. গভীর আবেগময়তায় খ. প্রবল বিতৃষ্ণায় গ. ভ্রান্তির ছলনায় ঘ. প্রচন্ড উদাসীনতায় উত্তর:ক. গভীর আবেগময়তায় ৩৯. মধুসূদন দত্ত মাতৃদুগ্ধের সাথে কোনটিকে তুলনা করেছেন? ক. প্রবাসজীবনকে খ. কপোতাক্ষের জলকে গ. স্বদেশের স্মৃতিকে ঘ. নিশার স্বপ্নকে উত্তর:খ. কপোতাক্ষের জলকে ৪০. 'সতত' শব্দের অর্থ কী? ক. নিষ্ঠার সাথে খ. সর্বদা গ. সত্যবাদিতা ঘ. সুন্দরের ভাব উত্তর:খ. সর্বদা ৪১. 'একান্ত নিরিবিলিতে' বোঝাতে 'কপোতাক্ষ নদ' কবিতায় কোন শব্দটি ব্যবহৃত হয়েছে? ক. সতত খ. বিরলে গ. সখে ঘ. বঙ্গজ উত্তর:খ. বিরলে ৪২. মধুসূদন দত্তের চোখে সাগর ও কপোতাক্ষ নদের মধ্যকার সম্পর্ক কীরূপ? ক. রাজা-প্রজা খ. ভাই-বোন গ. মা-সন্তান ঘ.স্বামী-স্ত্রী উত্তর:ক. রাজা-প্রজা ৪৩. মধুসূদন দত্ত একান্ত নিরিবিলিতে কার কথা স্মরণ করেন? ক. মৃত স্ত্রীর কথা খ. সাগরদাঁড়ির কথা গ. কপোতাক্ষ নদের কথা ঘ. ভার্সাই নগরীর কথা উত্তর:গ. কপোতাক্ষ নদের কথা ৪৪. মধুসূদন দত্ত কীভাবে তাঁর কান জুড়ান? ক. কপোতাক্ষ নদের স্রোতধ্বনি কল্পনা করে খ. কপোতাক্ষ নদের গান শুনে গ. বিভিন্ন নদ-নদীর স্রোতধ্বনি শুনে ঘ. নিজের রচিত গান অন্যের কণ্ঠে শুনে উত্তর:ক. কপোতাক্ষ নদের স্রোতধ্বনি কল্পনা করে ৪৫. মধুসূদন দত্ত কপোতাক্ষ নদকে তার কথা কাদের কাছে পৌঁছে দিতে বলেছেন? ক. তার পরিজনদের কাছে খ. বঙ্গজ জনদের কাছে গ. প্রবাসী বন্ধুদের কাছে ঘ. রাজরূপ সাগরের কাছে উত্তর:খ. বঙ্গজ জনদের কাছে ৪৬. মধুসূদন দত্ত কোন ভাষায় কপোতাক্ষ নদের বন্দনা করেন? ক. বাংলা ভাষায় খ. ইংরেজি ভাষায় গ. সংস্কৃত ভাষায় ঘ. ফরাসি ভাষায় উত্তর:ক. বাংলা ভাষায় ৪৭. 'ঝড়হহবঃ' অর্থ কী? ক. অমিত্রাক্ষর ছন্দ খ. গদ্যছন্দ গ. চতুর্দশপদী কবিতা ঘ. মহাকাব্য উত্তর: গ. চতুর্দশপদী কবিতা ৪৮. 'ঝড়হহবঃ' কয়টি চরণের সমন্বয়ে রচিত হয়? ক. ছয়টি খ. আটটি গ. দশটি ঘ. চৌদ্দটি উত্তর:ঘ. চৌদ্দটি ৪৯. চতুদর্শপদী কবিতার প্রথম আট চরণকে কী বলে? ক. ঙপঃধাব খ. ঙপঃধপড়ৎব গ. ঙপঃধ ঘ. ঙপঃরঃ উত্তর:ক. ঙপঃধাব ৫০. 'ঝবংঃবঃ'-এ কয় চরণের একটি স্তবক থাকে? ক. চার খ. ছয় গ. আট ঘ. দশ উত্তর:খ. ছয় ৫১. চতুর্দশপদী কবিতার অষ্টকে কী থাকে? ক. ভাবের পরিণতি খ. ভাবের প্রবর্তনা গ. ভাবের সংগতি ঘ. ভাবের অসংগতি উত্তর:খ. ভাবের প্রবর্তনা ৫২. চতুর্দশপদী কবিতার ষষ্টকে কী থাকে? ক. ভাবের প্রবর্তনা খ. ভাবের প্রবাহ গ. ভাবের বিস্তার ঘ. ভাবের পরিণতি উত্তর: ঘ. ভাবের পরিণতি ৫৩. 'কপোতাক্ষ নদ' কবিতায় স্মৃতিকাতরতার আবরণে কী লুকিয়ে রয়েছে? ক. দেশপ্রেম খ. প্রকৃতিপ্রেম গ. সাহিত্য প্রীতি ঘ. মাতৃপ্রেম উত্তর: ক. দেশপ্রেম ৫৪. সাগরদাঁড়ি গ্রামটি কোনটির তীরে অবস্থিত? ক. ব্রহ্মপুত্র নদ খ. কপোতাক্ষ নদ গ. যমুনা নদী ঘ. মধুমতী নদী উত্তর: খ. কপোতাক্ষ নদ ৫৫. কোন স্মৃতিকে অবলম্বন করে মধুসূদন 'কপোতাক্ষ নদ' কবিতাটি রচনা করেছেন? ক. শৈশব-কৈশোরের স্মৃতি খ. প্রবাসজীবনের স্মৃতি গ. যৌবনের স্মৃতি ঘ. কারারুদ্ধ জীবনের স্মৃতি উত্তর: ক. শৈশব-কৈশোরের স্মৃতি ৫৬. কপোতাক্ষ নদ মধুসূদন দত্তের কাছে কার মতো? ক. মায়ের মতো খ. বাবার মতো গ. শিক্ষকের মতো ঘ. রানির মতো উত্তর: ক. মায়ের মতো ৫৭. বাংলা কাব্যে মধুসূদন দত্তের অনন্য অবদান- র. অমিত্রাক্ষর ছন্দ রর. গদ্যছন্দ ররর. চতুর্দশপদী কবিতা নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর উত্তর: খ. র ও ররর ৫৮. 'কপোতাক্ষ নদ' কবিতায় রয়েছে কবি মনের- র. সংশয় রর. আক্ষেপ ররর. হতাশা নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর উত্তর: ক. র ও রর নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও : আমেরিকার একটি বিশ্ববিদ্যালয় থেকে বৃত্তি পেয়ে সেখানে পড়তে যায় সৌরভ। আমেরিকার জীবনযাপন পদ্ধতিতে মুগ্ধ হয়ে একসময় সেখানেই স্থায়ী আবাস গড়ে সে। মা-বাবার কথা মাঝে মাঝে মনে হলেও দেশে ফেরার কোনো আগ্রহ নেই তার। হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়