এসএসসি পরীক্ষার প্রস্তুতি

প্রকাশ | ২৬ জানুয়ারি ২০২৫, ০০:০০

আতাউর রহমান সায়েম, সহকারী শিক্ষক মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ।
কপোতাক্ষ নদ ৫৯. 'কপোতাক্ষ নদ' কবিতার কোন মূল বিষয়টি উদ্দীপকে অনুপস্থিত? ক.স্বদেশপ্রেম খ. প্রকৃতিপ্রেম গ.স্মৃতিকাতরতা ঘ. মানবিকতা উত্তর: ক.স্বদেশপ্রেম ৬০. 'কপোতাক্ষ নদ' কবিতার কবির সাথে সৌরভের মিল- র. পাশ্চাত্যের জীবনযাপনের প্রতি আকর্ষণে রর. প্রবাস জীবনযাপনে ররর. স্মৃতিকাতরতায় নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর উত্তর: ক. র ও রর জীবন-সঙ্গীত ১. কবি কোনটিকে অনিত্য নয় বলেছেন? ক. জীবাত্মকে খ. পরিবারকে গ. সংসারকে ঘ. মহিমাকে উত্তর: খ. পরিবারকে ২. কবি কিসে নির্ভর করতে নিষেধ করেছেন? ক. সময়ে খ. ভবিষ্যতে গ. পরিবারে ঘ. বাহ্য দৃশ্যে ভুললে উত্তর: খ. ভবিষ্যতে ৩. হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় রচিত মহাকাব্যের নাম কী? ক. মেঘনাদবধ খ. মহাশ্মশান গ. বৃত্রসংহার ঘ. আশাকানন উত্তর: গ. বৃত্রসংহার ৪. 'জীবন-সঙ্গীত' কবিতাটির রচয়িতা কে? ক. কাজী নজরুল ইসলাম খ. রবীন্দ্রনাথ ঠাকুর গ. হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় ঘ. মাইকেল মধুসূদন দত্ত উত্তর: গ. হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় ৫. 'জীবন-সঙ্গীত' কবিতায় কবি শৈবালের নীরের সাথে তুলনা করেছেন কোনটিকে? ক. সময়কে খ. আয়ুকে গ. সংসারকে ঘ. বাহ্যদৃশ্যকে উত্তর: খ. আয়ুকে ৬. কী করলে ভবের উন্নতি হয়? ক. ভবিষ্যতে নির্ভর করলে খ. অতীত চিন্তা করেলে গ. নিত্য নিজ কাজ করেলে ঘ. চিন্তা করে কাতর হলে উত্তর: গ. নিত্য নিজ কাজ করেলে ৭. "ওহে জীব কর আকিঞ্চন" এখানে আকিঞ্চন কী অর্থে ব্যবহৃত হয়েছে? ক. অর্জন অর্থে খ. মহিমা অর্থে গ. উদ্দেশ্য অর্থে ঘ. চেষ্টা অর্থে উত্তর: ঘ. চেষ্টা অর্থে ৮. হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় কত সালে জন্মগ্রহণ করেন? ক. ১৮৩৬ সালে খ. ১৮৩৭ সালে গ. ১৮৩৮ সালে ঘ. ১৮৩৯ সালে উত্তর: গ. ১৮৩৮ সালে ৯. হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় কোথায় জন্মগ্রহণ করেন? ক. মেদিনীপুর খ. হুগলি গ. পশ্চিমবঙ্গ ঘ. বর্ধমান উত্তর: খ. হুগলি ১০. 'আকিঞ্চন' শব্দের অর্থ কী? ক. চেষ্টা খ. অর্জন গ. আগ্রহ ঘ. কাজ উত্তর: ক. চেষ্টা ১১. 'জীবন-সঙ্গীত' কবিতায় কবি কোনটিকে যুদ্ধক্ষেত্রের সাথে তুলনা করেছেন? ক. মহাজ্ঞানীদের পথকে খ. বাহ্যদৃশ্যকে গ. মানুষের জীবনকে ঘ. ভবিষ্যৎকে উত্তর: গ. মানুষের জীবনকে ১২. 'বীর্যবান' শব্দের অর্থ কী? ক. শক্তিমান খ. মহাজন গ. সংসারী লোক ঘ. যোদ্ধা উত্তর: ক. শক্তিমান ১৩. 'মহিমা' শব্দের অর্থ কী? ক. জগৎ খ. সংকল্প গ. গৌরব ঘ. সাফল্য উত্তর: গ. গৌরব ১৪. প্রাতঃস্মরণীয় শব্দের অর্থ কী? ক. প্রাথমিকভাবে স্মরণীয় খ. সকালবেলায় স্মরণ গ. স্মরণ করোর অযোগ্য ঘ. মহাজ্ঞানী ও মহাজন উত্তর: খ. সকালবেলায় স্মরণ ১৫. 'ধ্বজা' শব্দের অর্থ কী? ক. খুঁটি খ. দুর্বল গ. পতাকা ঘ. অবলম্বন উত্তর: গ. পতাকা ১৬. 'জীবন-সঙ্গীত' কবিতাটি কোন কবির কবিতা থেকে ভাবানুবাদ করা হয়েছে? ক. জন কিটস খ. জর্জ বার্নাড শ গ. শেলি ঘ. হেনরি লংফেলো উত্তর: ঘ. হেনরি লংফেলো ১৭. হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় কোন প্রতিষ্ঠান থেকে সিনিয়র স্কুল পরীক্ষায় উত্তীর্ণ হন? ক. খিদিরপুর বাংলা স্কুল খ. সংস্কৃত কলেজ গ. হিন্দু কলেজ ঘ. কলকাতা বিশ্ববিদ্যালয় উত্তর: গ. হিন্দু কলেজ ১৮. হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় কত সালে স্নাতক ডিগ্রি লাভ করেন? ক. ১৮৫৫ সালে খ. ১৮৫৭ সালে গ. ১৮৫৯ সালে ঘ. ১৮৬১ সালে উত্তর: গ. ১৮৫৯ সালে ১৯. হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় কোন প্রতিষ্ঠান থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন? ক. সংস্কৃত কলেজ খ. হিন্দু কলেজ গ. আলীগড় বিশ্ববিদ্যালয় ঘ. কলকাতা বিশ্ববিদ্যালয় উত্তর: ঘ. কলকাতা বিশ্ববিদ্যালয় ২০. হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের পড়ালেখা বন্ধ হয়ে যায় কেন? ক. এলাকা ছেড়ে চলে যাওয়ায় খ.স্কুল থেকে বিতাড়িত হওয়ায় গ. আর্থিক সংকটের কারণে ঘ. পরিবারের অনীহায় উত্তর: গ. আর্থিক সংকটের কারণে ২১. হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় কার আশ্রয়ে ইংরেজি শেখেন? ক. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের খ. অধ্যক্ষ প্রসন্নকুমার সর্বাধিকারীর গ. কৈলাশচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের ঘ. রাজা রামমোহন রায়ের উত্তর: খ. অধ্যক্ষ প্রসন্নকুমার সর্বাধিকারীর ২২. মাইকেল মধুসূদন দত্তের পরে কাব্য রচনায় সবচেয়ে খ্যাতিমান কে ছিলেন? ক. বঙ্গলাল বন্দ্যোপাধ্যায় খ. রবীন্দ্রনাথ ঠাকুর গ. কাজী নজরুল ইসলাম ঘ. হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় উত্তর: ঘ. হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় ২৩. হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের কোন রচনাটি স্বদেশপ্রেমের অনুপ্রেরণায় রচিত? ক. বৃত্রসংহার খ. ছায়াময়ী গ. চিন্তাতরঙ্গিনী ঘ. আশাকানন উত্তর: ক. বৃত্রসংহার ২৪. হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় কত সালে মৃতু্যবরণ করেন? ক. ১৯০১ সালে খ. ১৯০২ সালে গ. ১৯০৩ সালে ঘ. ১৯০৪ সালে উত্তর: গ. ১৯০৩ সালে ২৫. 'জীবন-সঙ্গীত' কবিতায় কবি কাতর স্বরে কী বলতে নিষেধ করেছেন? ক. বৃথা জন্ম এ সংসারে খ. সময় কাহারো নয় গ. সংসারে সংসারী সাজ ঘ. জীবাত্মা অনিত্য নয় উত্তর: ক. বৃথা জন্ম এ সংসারে ২৬. 'জীবন-সঙ্গীত' কবিতায় কবি কী বলে ক্রন্দন করতে নিষেধ করেছেন? ক. সকলি ঘুচায় কাল খ. জীবাত্মা অনিত্য নয় গ. তুমি কার কে তোমার ঘ. মানব জনম সার উত্তর: গ. তুমি কার কে তোমার ২৭. 'জীব করো না ক্রন্দন' এখানে 'জীব' বলতে কবি কী বুঝিয়েছেন? ক. প্রাণী খ. মানুষ গ. পশুপাখি ঘ. জীবন উত্তর: খ. মানুষ ২৮. কবি কিসে ভুলতে নিষেধ করেছেন? ক. সংসারে খ. পরিবারে গ. সুখে ঘ. বাহ্যদৃশ্যে উত্তর: ঘ. বাহ্যদৃশ্যে ২৯. কবি সংসারে কী করতে বলেছেন? ক. সংসারী সাজতে খ. বৈরাগী হতে গ. বিরক্ত হতে ঘ. অলস হতে উত্তর: ক. সংসারী সাজতে ৩০. "বেগে ধায় নাহি রহে স্থির"- কী? ক. সময় খ. সুখের দিন গ. মহিমা ঘ. নিশার স্বপন উত্তর: ক. সময় ৩১.'জীবন সঙ্গীত' কবিতায় কবি কোথায় ভয়ে ভীত হতে নিষেধ করেছেন? ক. ঘরের বাইরে খ. পরিবারে গ. সংসার সমরাঙ্গনে ঘ. ভবিষ্যৎ চিন্তায় উত্তর: গ. সংসার সমরাঙ্গনে ৩২. 'জীবন-সঙ্গীত' কবিতা অনুসারে কী করলে জয় হবে? ক. ভয় পেলে খ. সুখের আশা করলে গ. যত্ন করলে ঘ. বাহ্যদৃশ্য ভুললে উত্তর: গ. যত্ন করলে ৩৩. 'জীবন-সঙ্গীত' কবিতায় কবির মতে জগতে কোনটি দুর্লভ? ক. মহাজ্ঞানী খ. সময় গ. জীবাত্ম ঘ. মহিমা উত্তর: ঘ. মহিমা হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়