রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৪-২৫ সেশনে স্নাতক ও স্নাতক (সম্মান) প্রথমবর্ষে ভর্তির প্রাথমিক আবেদন ২৭ জানুয়ারি থেকে শুরু হয়েছে। ভর্তির প্রাথমিক আবেদন চলবে ৫ ফেব্রম্নয়ারি রাত ১১টা ৫৯মিনিট পর্যন্ত। এ বছর ভর্তি প্রক্রিয়ায় পোষ্য কোটা থাকছে না। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর আখতার হোসেন মজুমদার ২৭ জানুয়ারি বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, এরপর চূড়ান্ত আবেদন তিন ধাপে যথাক্রমে ১১ থেকে ১৫ ফেব্রম্নয়ারি, ১৮ থেকে ২০ ফেব্রম্নয়ারি ও ২৩ থেকে ২৪ ফেব্রম্নয়ারি পর্যন্ত সম্পন্ন হবে। ভর্তি পরীক্ষা পূর্বনির্ধারিত সময়ে বি ইউনিটে ১২ এপ্রিল, এ ইউনিটে ১৯ এপ্রিল ও সি ইউনিটে ২৬ এপ্রিল বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও রংপুরে অবস্থিত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।
ভর্তির প্রাথমিক আবেদন প্রক্রিয়াকরণ ফি পুনর্নিরধারণ করে এবার সার্ভিস চার্জসহ ২২ টাকা করা হয়েছে। ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য ও প্রযোজ্য শর্ত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট যঃঃঢ়://ধফসরংংরড়হ.ৎঁ.ধপ.নফ থেকে জানা যাবে।