এসএসসি পরীক্ষার প্রস্তুতি

প্রকাশ | ৩০ জানুয়ারি ২০২৫, ০০:০০

আতাউর রহমান সায়েম, সহকারী শিক্ষক মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ।
মানুষ ১. কাজী নজরুল ইসলাম রচিত প্রবন্ধ কোনটি? ক. ছায়ানট খ. চক্রবাক গ. দুর্দিনের যাত্রী ঘ. কুহেলিকা উত্তর:গ. দুর্দিনের যাত্রী ২. 'মানুষ' কবিতায় কবি কীসের জয়গান গেয়েছেন? ক. সাম্য খ. সৌন্দর্য গ. সামান্য ঘ. সমস্ত উত্তর:ক. সাম্য ৩. কাজী নজরুল ইসলাম রচিত 'রাজবন্দীর জবানবন্দী' কী ধরনের রচনা? ক. নাটক খ. গল্প গ. উপন্যাস ঘ. প্রবন্ধ উত্তর: ঘ. প্রবন্ধ ৪. কাজী নজরুল ইসলাম রচিত উপন্যাস কোনটি? ক. ছায়ানট খ. চক্রবাক গ যুগবাণী ঘ. কুহেলিকা উত্তর: ঘ. কুহেলিকা ৫. কাজী নজরুল ইসলাম রচিত প্রবন্ধ কোনটি? ক. ছায়ানট খ. চক্রবাক গ যুগবাণী ঘ. কুহেলিকা উত্তর: গ যুগবাণী ৬. 'মানুষ' কবিতাটির রচয়িতা কে? ক. কাজী নজরুল ইসলাম খ. রবীন্দ্রনাথ ঠাকুর গ. যতীন্দ্রমোহন বাগচী ঘ. সত্যেন্দ্রনাথ দত্ত উত্তর: ক. কাজী নজরুল ইসলাম ৭. 'সাম্য' শব্দের অর্থ কী? ক. সমতা খ. সৌন্দর্য গ. সামান্য ঘ. সমস্ত উত্তর: ক. সমতা ৮. 'ডাকিল পান্থ' 'মানুষ' কবিতায় শব্দটি দ্বারা কার কথা বলা হয়েছে? ক. ভুখারি খ. পূজারি গ. মোলস্না সাহেব ঘ. কবি উত্তর:ক. ভুখারি ৯. গজনি মামুদ কতবার ভারতবর্ষ আক্রমণ করেন? ক. তেরো বার খ. পনেরো বার গ. সতেরো বার ঘ. উনিশবার উত্তর: গ. সতেরো বার ১০. 'মানুষ' কবিতায় গজনি মামুদকে আহ্বান জানানো হয়েছে কেন? ক. ভজনালয় ধ্বংস করতে খ. ভুখারিকে তাড়াতে গ. ভন্ড দুয়ারিদের ধ্বংস করতে ঘ. গোশত-রুটি কেড়ে নিতে উত্তর: গ. ভন্ড দুয়ারিদের ধ্বংস করতে ১১. 'মানুষ' কবিতায় কবির মতে মহীয়ান কে? ক. পূজারী খ. মোলস্না গ. মানুষ ঘ. পৃথিবী উত্তর: গ. মানুষ ১২. 'ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি'কে? ক. মোলস্না সাহেব খ. পূজারি গ. কালাপাহাড় ঘ. সৃষ্টিকর্তা উত্তর: ঘ. সৃষ্টিকর্তা ১৩. পূজারীকে কিসের দুয়ার খুলতে বলা হয়েছে? ক. বাড়ির খ. মন্দিরের গ. মসজিদের ঘ. খাবার ঘরের উত্তর: খ. মন্দিরের ১৪. কাজী নজরুল ইসলাম কত সালে জন্মগ্রহণ করেন? ক. ১৮৯৮ সালে খ. ১৮৯৯ সালে গ. ১৯০০ সালে ঘ. ১৯০১ সালে উত্তর: খ. ১৮৯৯ সালে ১৫. কাজী নজরুল ইসলাম বাংলা কত সনে জন্মগ্রহণ করেন? ক. ১৩০৪ সনে খ. ১৩০৫ সনে গ. ১৩০৬ সনে ঘ. ১৩০৭ সনে উত্তর: গ. ১৩০৬ সনে ১৬. কাজী নজরুল ইসলাম কোথায় জন্মগ্রহণ করেন? ক. মেদিনীপুর খ. হুগলি গ. আসাম ঘ. পশ্চিমবঙ্গ উত্তর: ঘ. পশ্চিমবঙ্গ ১৭. ছেলেবেলায় কাজী নজরুল ইসলাম কিসে যোগ দেন? ক. সেনাবাহিনীতে খ. পুলিশে গ. লেটো গানের দলে ঘ. বাঙালি পল্টনে উত্তর: গ. লেটো গানের দলে ১৮. দরিরামপুর হাই স্কুল কোথায় অবস্থিত? ক. বর্ধমানে খ. পশ্চিমবঙ্গে গ. ময়মনসিংহে ঘ. কুমিলস্নায় উত্তর: গ. ময়মনসিংহে ১৯. কাজী নজরুল ইসলামের সাহিত্য জীবনের সূচনা ঘটে কোথায়? ক. কুমিলস্নায় খ. ময়মনসিংহে গ. ঢাকায় ঘ. করাচিতে উত্তর: ঘ. করাচিতে ২০. কাজী নজরূল ইসলামের উপাধি কোনটি? ক. বীরবল খ. বিদ্রোহী কবি গ. যুগসন্ধিক্ষণের কবি ঘ. ভানুসিংহ উত্তর: খ. বিদ্রোহী কবি ২১. কাজী নজরুল ইসলাম কত বছর বয়সে দুরারোগ্য ব্যধিতে বাক্‌শক্তি হারান? ক. ত্রিশ বছর খ. পঁয়ত্রিশ বছর গ. চলিস্নশ বছর ঘ. পঁয়তালিস্নশ বছর উত্তর: গ. চলিস্নশ বছর ২২. কাকে স্বাধীন বাংলাদেশের জাতীয় কবির মর্যাদায় ভূষিত করা হয়? ক. রবীন্দ্রনাথ ঠাকুরকে খ. কাজী নজরুল ইসলামকে গ. জসীমউদ্দীনকে ঘ. নির্মলেন্দু গুণকে উত্তর: খ. কাজী নজরুল ইসলামকে ২৩. কাজী নজরুল ইসলামকে ডি.লিট উপাধি প্রদান করা হয় কোন প্রতিষ্ঠান থেকে? ক. কলকাতা বিশ্ববিদ্যালয় খ. আলীগড় বিশ্ববিদ্যালয় গ. ঢাকা বিশ্ববিদ্যালয় ঘ. রাজশাহী বিশ্ববিদ্যালয় উত্তর: গ. ঢাকা বিশ্ববিদ্যালয় ২৪. কোনটি কাজী নজরুল ইসলাম রচিত কাব্যগ্রন্থ? ক. অগ্নি-বীণা খ. শিউলিমালা গ. ব্যথার দান ঘ. কুহেলিকা উত্তর: ক. অগ্নি-বীণা ২৫. কাজী নজরুল ইসলাম কত সালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন? ক. ১৯৭৪ সালে খ. ১৯৭৫ সালে গ. ১৯৭৬ সালে ঘ. ১৯৭৭ সালে উত্তর: গ. ১৯৭৬ সালে ২৬. কে স্বপ্ন দেখে আকুল হয়ে ভজনালয় খুলল? ক. কবি খ. ভুখারি গ. পূজারী ঘ. মোলস্না সাহেব উত্তর: গ. পুজারী ২৭. 'মানুষ' কবিতায় 'ক্ষুধার ঠাকুর' বলতে কাকে বোঝানো হয়েছে? ক. পূজারীকে খ. মোলস্না সাহেবে গ. ভুখারিকে ঘ. কবিকে উত্তর: গ.ভুখারিকে ২৮. পূজারী কী লাভের আশায় ভজনালয় খোলে? ক. দীর্ঘ জীবন লাভ খ. অনেক ধন-সম্পদ গ. দেবত্ব লাভ ঘ. অলৌকিক শক্তি উত্তর: খ. অনেক ধন-সম্পদ ২৯. পূজারী ভজনালয় খুলতে আকুল হয়ে ওঠে কেন? ক. মানবতার সেবা করার জন্য খ. দেবতার বর লাভের আশায় গ. মন্দির থেকে মুক্তি লাভের আশায় ঘ. ভিখারিকে মারার জন্য উত্তর: খ. দেবতার বর লাভের আশায় ৩০. ভুখারি পূজারীকে কয় দিন না খেয়ে থাকার কথা বলে? ক. পাঁচ দিন খ. ছয় দিন গ. সাত দিন ঘ. আট দিন উত্তর: গ. সাত দিন ৩১. ভুখারির আকুতি শুনে পূজারী কী করে? ক. সমবেদনা জানায় খ. সাহায্য করে গ. তাড়িয়ে দেয় ঘ. পুজা করতে বলে উত্তর: গ. তাড়িয়ে দেয় হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়