খাদ্যদ্রব্য সংরক্ষণে:
ব্যাকটেরিয়াসহ অনেক জীবাণু তেজস্ক্রিয় রশ্মিতে মারা যায়। তাই তেজস্ক্রিয় রশ্মি ব্যবহার করে খাদ্যদ্রব্য বা ফলমূলকে জীবাণুমুক্ত করে সরক্ষণ করা হয়।
ভূ-তাত্ত্বিক বৈজ্ঞানিক গবেষণা কাজে:
কোনো দেশে কয়েক কোটি বছরের পুরনো ফসিল(জীবাশ্ম) পাওয়া গেলে ফসিলটি কত বছরের তা জানা যায় আইসোটোপের ক্ষয় থেকে। কোনো ফসিলে স্থায়ী ও অস্থায়ী আইসোটোপের অনুপাত থেকে বোঝা যায় ফসিলটি কত বছরের পুরনো।
ইলেকট্রন বিন্যাস :
কক্ষপথগুলোতে ২হক্ষ্ণ সুত্রানুযায়ী ইলেকট্রন বিন্যস্ত থাকে।
(হ = ১,২,৩, ... ... কক্ষপথের ক্রমিক নম্বর)
সূত্রানুসারে,
সোডিয়ামের ১টি পরমাণুতে ১১টি ইলেকট্রন থাকে। তাহলে এর ইলেকট্রনগুলো কক্ষপথে ২, ৮, ১ এভাবে ৩টি কক্ষপথে থাকবে। অর্থাৎ প্রথম কক্ষপথে ২টি, দ্বিতীয় কক্ষপথে ৮টি এবং তৃতীয় কক্ষপথে ১ টি। ইলেকট্রন গ্রহণ বা বর্জনের মাধ্যমে পরমাণু স্থিতিশীলতা অর্জন করে এবং আয়নে পরিণত হয়।
২টি পরমাণুর মধ্যে যেটি ইলেকট্রন বর্জন করে সেটি ক্যাটায়নে বা ধনাত্মক আয়নে এবং যেটি ইলেকট্রন গ্রহণ করে সেটি ঋণাত্মক আয়নে বা অ্যানায়নে পরিণত হয়। ফলে তাদের মধ্যে একটি আকর্ষণ বল কাজ করে এবং তারা একে অন্যের সাথে বন্ধনে আবদ্ধ হয়। এভাবে ২টি ভিন্ন মৌলের পরমাণু থেকে যৌগ তৈরি হয়।
প্রথম অধ্যায়
প্রাণিজগতের শ্রেণিবিন্যাস (ঈষধংংরভরপধঃরড়হ ড়ভ অহরসধষ করহমফড়স)
একটি প্রাণীকে শনাক্ত করতে হলে প্রধানত সাতটি ধাপে এর বৈশিষ্ট্যগুলো মিলিয়ে নিতে হয়। এ ধাপগুলো হলো জগৎ (শরহমফড়স), পর্ব (চযুষঁস), শ্রেণি (ঈষধংং), বর্গ (ঙৎফবৎ), গোত্র (ঋধসরষু), গণ (এবহঁং) ও প্রজাতি (ঝঢ়বপরবং)। অনেক সময় পর্বকে উপপর্ব বা ঝঁন চযুষঁস -এ ভাগ করা হয়। অমেরুদন্ডী প্রাণীর শ্রেণিবিন্যাস
আধুনিক শ্রেণিবিন্যাসে সকল প্রাণী অ্যানিম্যালিয়া (অহরসধষরধ) জগতের (শরহমফড়স) অন্তর্ভুক্ত। এই শ্রেণিবিন্যাসে পূর্বের প্রোটোজোয়া পর্বটি প্রোটিস্টা (চৎড়ঃরংঃধ) জগতে একটি আলাদা উপজগৎ (ঝঁনশরহমফড়স) হিসেবে স্থান পেয়েছে। অ্যানিম্যালিয়া জগতের প্রাণীদের নয়টি পর্বে ভাগ করা হয়েছে। এই নয়টি পর্বের প্রথম আটটি পর্বের প্রাণীরা অমেরুদন্ডী এবং শেষ পর্বের প্রাণীরা মেরুদন্ডী।
অ্যানিম্যালিয়া (অহরসধষরধ) জগতের শ্রেণিবিন্যাস
প্রশ্ন:আজ পর্যন্ত কত লক্ষ প্রজাতির প্রাণী আবিষ্কৃত হয়েছে?
উত্তর :প্রায় ১৫
প্রশ্ন:জীবজগৎকে ধাপে ধাপে বিন্যস্ত করার এই পদ্ধতিকে কি বলে?
উত্তর:শ্রেণিবিন্যাস
প্রশ্ন:শ্রেণিবিন্যাসের সবচেয়ে নিচের ধাপ বা একক কোনটি?
উত্তর: প্রজাতি
প্রশ্ন:একটি জীবের বৈজ্ঞানিক নাম কত অংশ বা পদবিশিষ্ট হয়?
উত্তর : দুই
প্রশ্ন:দ্বিপদ নামকরণ এর অপর নাম কি?
উত্তর : বৈজ্ঞানিক।
প্রশ্ন:বৈজ্ঞানিক নাম ইংরেজি ছাড়াও অন্য কোন ভাষায় লিখা যায়?
উত্তর : ল্যাটিন
প্রশ্ন:প্রাচীর দিয়ে ঘেরা দেহগহ্বরকে কি বলে ? উত্তর:সিলেন্টেরন
হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়