একাদশ শ্রেণির সমাজকর্ম প্রথমপত্র

প্রকাশ | ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০

মনিরুল হক রনি, প্রভাষক, সাভার সরকারি কলেজ, সাভার
৭. ঐতিহ্যগত সমাজকল্যাণ বলতে কি বুঝায়? ক) শিল্প বিপস্নব পরবর্তী সমাজসেবা  খ) প্রাক-শিল্প যুগের বিচ্ছিন্ন অসংগঠিত সমাজসেবা গ) প্রাগৈতিহাসিক যুগের সমাজ সেবা ঘ) ঊনবিংশ শতাব্দীর সমাজ সেবা উত্তর: খ) প্রাক-শিল্প যুগের বিচ্ছিন্ন অসংগঠিত সমাজসেবা ৮. ছকের ''?" চিহ্ন নির্দেশ করে নিচের কোনটি? ক) ঐতিহ্যগত সমাজ কল্যাণ খ) পেশাগত সমাজকর্ম গ) সুসংগঠিত সমাজসেবা ঘ) আধুনিক সমাজ সেবা উত্তর: ক) ঐতিহ্যগত সমাজ কল্যাণ ৯. উক্ত সমাজসেবা ব্যবস্থা ছিল-  র) আর্থিক সাহায্যকেন্দ্রিক রর) স্থানীয় ক্ষেত্রে সীমাবদ্ধ ররর) স্বেচ্ছাভিত্তিক নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর  উত্তর: ঘ) র, রর ও ররর  ১০. নিচের কোনটি ঐতিহ্যগত সমাজকল্যাণের অন্তর্ভুক্ত নয়? ক) দানশীলতা খ) সরাইখানা গ) যাকাত ঘ) সার্কিট হাউস উত্তর: ঘ) সার্কিট হাউস ১১. ঐতিহ্যগত সমাজকল্যাণের সবচেয়ে শক্তিশালী ভিত্তি কোনটি?  ক) যাকাত খ) দেবোত্তর  গ) বাইতুলমাল ঘ) দানশীলতা  উত্তর: ঘ) দানশীলতা  ১২. ঈযধৎরঃু শব্দটির উৎপত্তি কোন ভাষা থেকে? ক) ল্যাটিন খ) গ্রিক গ) ইংরেজি ঘ) রোমান উত্তর: ক) ল্যাটিন ১৩. দানশীলতা ত্রম্নটিমুক্ত নয়। কারণ- র) এটি অসংগঠিত ও বিচ্ছিন্ন সমাজসেবা রর) দাতার ইচ্ছার উপর নির্ভরশীল  ররর) এটিতে মানবতাকে প্রাধান্য দেয়া হয় নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর  উত্তর: ঘ) র, রর ও ররর ১৪. ইসলামী শরীয়তে সদকা- ক) ফরজ খ) ওয়াজিব গ) নফল ঘ) সুন্নত উত্তর: গ) নফল ১৫. সদকা সাধারণত কত প্রকার? ক) দুই প্রকার খ) তিন প্রকার গ) চার প্রকার ঘ) পাঁচ প্রকার উত্তর: ক) দুই প্রকার ১৬. ইসলামী অর্থনৈতিক ব্যবস্থার মূল ভিত্তি কোনটি? ক) বাইতুল মাল খ) ধর্মগোলা গ) সদকা ঘ) যাকাত  উত্তর: ক) বাইতুল মাল ১৭. 'ঝড়পরধষ ড়িৎশ রহ পড়হঃবসঢ়ড়ৎধৎু ংড়পরবঃু্থ গ্রন্থটির লেখক কে? ক) ড. অ. ঋৎরবফষধহফবৎ খ) ডরষনবৎঃ ঊ.গড়ড়ৎব \হ গ) ঈযধৎষবং ঝ. খবাু \হ ঘ) ঈযধৎষবং উ.এধৎারহ উত্তর: ঘ) ঈযধৎষবং উ.এধৎারহ ১৮. বাধ্যতামূলক সদকার উদাহরণ কোনটি? \হর) সদকাতুল ফিতর \হরর) কোরবানির পশুর চামড়ার মূল্য \হররর) ভিক্ষুক বা মিসকিনকে দান \হনিচের কোনটি সঠিক? \হক) র ও রর খ) রর ও ররর \হগ) র ও ররর ঘ) র, রর ও ররর  \হউত্তর: ক) র ও রর ১৯. যাকাত কোন ধরনের শব্দ? \হক) আরবি খ) ফারসি  \হগ) উর্দু ঘ) ফরাসি \হউত্তর: ক) আরবি ২০. যাকাত শব্দের অর্থ নয় কোনটি? \হক) পবিত্র করা খ) বৃদ্ধি করা  \হগ) দান করা ঘ) সংশোধন করা \হউত্তর: গ) দান করা ২১. নিসাব পরিমাণ সম্পদ বলতে বুঝায়- র) সাড়ে সাত তোলা সোনা বা সাড়ে বায়ান্ন তোলা রুপা রর) সাড়ে সাত তোলা সোনা ও সাড়ে বায়ান্ন তোলা রুপা ররর) সাড়ে সাত তোলা স্বর্ণ বা সাড়ে বায়ান্ন তোলা রুপার সমপরিমাণ সম্পদ নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর  উত্তর: গ) র ও ররর ২২. যাকাত ফরজ হওয়ার জন্য নিসাব পরিমাণ সম্পদ মালিকানায় থাকতে হয়- ক) পূর্ণ এক বছর খ) অর্ধবছর গ) এক বছরের কিছু সময় ঘ) অনির্দিষ্ট সময় উত্তর: ক) পূর্ণ এক বছর ২৩. যাকাত প্রদান করা সামর্থ্যবান মুসলমানের জন্য- ক) ফরজ খ) ওয়াজিব গ) নফল ঘ) সুন্নত উত্তর: ক) ফরজ হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়