৯ম-১০ম শ্রেণির পড়াশোনা বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা

প্রকাশ | ১০ জুন ২০১৯, ০০:০০

সুধীরবরণ মাঝি, শিক্ষক, হাইমচর সরকারি মহাবিদ্যালয়, হাইমচর, চাঁদপুর য়
প্রিয় শিক্ষার্থী, আজ তোমাদের জন্য বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেয়া হলো। প্রথম অধ্যায় ২৪। বিষয়বস্তুগত ইতিহাসকে কয়ভাগে ভাগ করা যায়? (ক) দুই (খ) তিন (গ) চার (ঘ) পাঁচ ভাগে সঠিক উত্তর : (ঘ) পাঁচ ভাগে ২৫। প্রতিটি মানুষের পর্যবেক্ষণ ক্ষমতা কেমন? (ক) একই (খ) অভিন্ন (গ) ভিন্ন ভিন্ন (ঘ) এক ও অভিন্ন সঠিক উত্তর : (গ) ভিন্ন ভিন্ন ২৬। বর্তমান সময়ের ইতিহাসকে কি বলা হয়? (ক) সাম্প্রতিক ইতিহাস (খ) সমসাময়িক ইতিহাস (গ) বর্তমান ইতিহাস (ঘ) সঠিক ইতিহাস সঠিক উত্তর : (ক) সাম্প্রতিক ইতিহাস ২৭। ইতিহাসের অন্যতম বৈশিষ্ট্য হলো- (ক) গবেষণা (খ) শুধু অতীত ঘটনাবলি (গ) অতীত সংরক্ষণ (ঘ) যুদ্ধের বর্ণনা। সঠিক উত্তর : (খ) শুধু অতীত ঘটনাবলি ২৮। কোনটি অতীতমুখী? (ক) পৌরনীতি (খ) অর্থনীতি (গ) ইতিহাস (ঘ) ভূগোল সঠিক উত্তর : (গ) ইতিহাস ২৯। বস্তুনিষ্ঠতা ও নিরপেক্ষতা কিসের বৈশিষ্ট্য? (ক) ইতিহাসের (খ) সাহিত্যের (গ) গণিতের (ঘ) বিজ্ঞানের সঠিক উত্তর : (ক) ইতিহাসের ৩০। বর্তমানের প্রয়োজনে কাজে লাগানো হয় কিসের শিক্ষা? (ক) ইতিহাসের জ্ঞান (খ) ইসলামী জ্ঞান (গ) ধর্মের শিক্ষা (ঘ) বিজ্ঞানের শিক্ষা সঠিক উত্তর : (ক) ইতিহাসের জ্ঞান ৩১। ইতিহাস শব্দটির উৎপত্তি হয়েছে কোন শব্দ থেকে? (ক) ইতি (খ) ঐতিহ্য (গ) ইতিহ (ঘ) ঐতিহ থেকে সঠিক উত্তর : (গ) ইতিহ ৩২। ইতিহাসের পরিসর বিশ্লেষণ করলে পাওয়া যায়- (র) বৈজ্ঞানিক পদ্ধতি (রর) গবেষণা (ররর) নতুন নতুন বিষয় অন্তর্ভুক্তি নিচের কোনটি সঠিক (ক) র (খ) র ও রর (গ) রর ও ররর (ঘ) র, রর ও ররর সঠিক উত্তর : (ঘ) র, রর ও ররর