৬ষ্ঠ শ্রেণির পড়াশোনা বাংলা দ্বিতীয় পত্র

যে কাজ করে-

প্রকাশ | ১০ জুন ২০১৯, ০০:০০

সামছুর রহমান রুমান, শিক্ষক শিক্ষা নিকেতন, চাঁদপুর
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা দ্বিতীয় পত্র থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেয়া হলো। শব্দ, পদ, শব্দগঠন ৩৪। তারিখবাচক শব্দ কোনটি? ক. পয়লা খ. সপ্তদশ গ. এগারো ঘ. পঞ্চদশ সঠিক উত্তর : ক. পয়লা ৩৫। বাংলায় সংখ্যাবাচক শব্দের একক কী? ক. দশক খ. একক গ. এক ঘ. শত সঠিক উত্তর : গ. এক ৩৬। বিশেষ্যের পরিবর্তে যা ব্যবহৃত হয় তাকে কী বলে? ক. বিশেষণ খ. সর্বনাম গ. ক্রিয়া ঘ. অব্যয় সঠিক উত্তর : খ. সর্বনাম ৩৭। 'বালকেরা' শব্দটি গঠিত হয়েছে- ক. বিভক্তিযোগে খ. প্রত্যয়যোগে গ. উপসর্গযোগে ঘ. সন্ধির সাহায্যে সঠিক উত্তর : ক. বিভক্তিযোগে ৩৮। তদ্ধিত প্রত্যয় কোন প্রকৃতির শব্দকে বলে- ক. কৃদন্ত শব্দ খ. রূঢ় শব্দ গ. তদ্ধিতান্ত শব্দ ঘ. যৌগিক শব্দ সঠিক উত্তর : ক. কৃদন্ত শব্দ ৩৯। বিশেষ্যের পরিবর্তে যা ব্যবহৃত হয় তাকে কী বলে? ক. বিশেষণ খ. সর্বনাম গ. ক্রিয়া ঘ. অব্যয় সঠিক উত্তর : খ. সর্বনাম বাক্যতত্ত্ব ১। যে কাজ করে তাকে কী বলে? ক. কর্ম খ. কর্তা গ. ক্রিয়া ঘ. উদ্দেশ্য সঠিক উত্তর : খ. কর্তা ২। ভাবগত দিক থেকে বাক্য কত প্রকার? ক. ৩ প্রকার খ. ৪ প্রকার গ. ৫ প্রকার ঘ. ৬ প্রকার সঠিক উত্তর : খ. ৪ প্রকার ৩। যে বাক্যে কোনো কিছু বিকৃত করা হয় তাকে কী বলে? ক. বিস্ময়বোধক বাক্য খ. অনুজ্ঞাবাচক বাক্য গ. হঁ্যা- বোধক বাক্য ঘ. বিবৃতিমূলক বাক্য সঠিক উত্তর : ঘ. বিবৃতিমূলক বাক্য ৪। বিবৃতিমূলক বাক্য কত প্রকার? ক. ২ খ. ৩ গ. ৪ ঘ. ৫ সঠিক উত্তর : ক. ২ ৫। সংবাদ পাওয়ার জন্য শ্রোতাকে লক্ষ্য করে যে বাক্য বলা হয় তাকে কী বলে? ক. বিস্ময়বোধক বাক্য খ. অনুজ্ঞাবাচক বাক্য গ. জিজ্ঞাসাবোধক বাক্য ঘ. বিবৃতিমূলক বাক্য সঠিক উত্তর : গ. জিজ্ঞাসাবোধক বাক্য ৬। যে ধরনের বাক্যে বিস্ময়, উচ্ছ্বাস ইত্যাদি আকস্মিক ও প্রবল আবেগ প্রকাশ পায় তাকে কী বলে? ক. বিস্ময়বোধক বাক্য খ. অনুজ্ঞাবাচক বাক্য গ. জিজ্ঞাসাবোধক বাক্য ঘ. বিবৃতিমূলক বাক্য সঠিক উত্তর : ক. বিস্ময়বোধক বাক্য