এসএসসি পরীক্ষার প্রস্তুতি

আতাউর রহমান সায়েম, সহকারী শিক্ষক মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ।

প্রকাশ | ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০

অনলাইন ডেস্ক
প্রবাস বন্ধু ১. কাবুল থেকে আড়াই মাইল দূরের গ্রামের নাম কী? ক. খাজামোলস্না খ. পানশির গ. হরফনমোপস্না ঘ. ওরভেয়া উত্তর: ক. খাজামোলস্না ২. 'হরফন-মৌলা' কাকে বলে? ক.সকল কাজ করতে পারে যে খ.রান্না করতে পারে যে গ.মারামারি করতে পারে যে ঘ.সব সময় ঝগড়া করে যে উত্তর:ক. সকল কাজ করতে পারে যে ৩. 'ভাগ্য' অর্থ কী? ক. তাগাদা খ. শক্তি গ. দ্রম্নততা ঘ. পুনরায় উত্তর: খ. শক্তি ৪. "তম্বী" শব্দের অর্থ কী? ক. বড় দেহ খ. ক্ষীণ দেহ গ. তিরষ্কার ঘ. পুনরায় উত্তর: গ. তিরষ্কার ৫. আবদুর রহমানকে লেখক নরদানব বলেছেন কেন? ক. আচরণের জন্য খ. শারীরিক গঠনের জন্য গ. বেশি রান্নার জন্য ঘ. বেশি খাওয়ার জন্য উত্তর: খ. শারীরিক গঠনের জন্য ৬. 'পঞ্চতন্ত্র' কার রচনা? ক. সৈয়দ মুজতবা আলী খ. রবীন্দ্রনাথ ঠাকুর গ. প্রমথ চৌধুরী ঘ. কাজী মোতাহার হোসেন উত্তর: ক. সৈয়দ মুজতবা আলী ৭. সৈয়দ মুজতবা আলী কোথায় মারা যান? ক. কলকাতায় খ. আসামে গ. আসানসোলে ঘ. ঢাকায় উত্তর:ঘ. ঢাকায় ৮. জিরার কে? ক. লেখক খ. ব্যবসায়ী গ. মন্ত্রী ঘ. অধ্যক্ষ উত্তর:ঘ. অধ্যক্ষ ৯. 'প্রবাস বন্ধু' ভ্রমণকাহিনিতে ফরাসি জাতের লোক কে? ক. আবদুর রহমান খ. অধ্যক্ষ জিরার গ. লেখকের চাকর ঘ. কাবুলের মন্ত্রী উত্তর: খ. অধ্যক্ষ জিরার ১০. বিকেলে দেখা হবে বলে কে চলে গেলেন? ক. আবদুর রহমান খ. অধ্যক্ষ জিরার গ. মুজতবা আলী ঘ. আমীর আলী উত্তর: খ. অধ্যক্ষ জিরার ১১. কাবুল শহরে লেখক কয়টি নরদানব দেখেছেন? ক. দুই খ. তিন গ. চার ঘ. পাঁচ উত্তর:ক. দুই ১২. লেখকের দেখা দুটি নরদানবের একজন কে? ক. জিরার খ. লেখকের গৃহভৃত্য গ. লেখকের বন্ধু ঘ. লেখকের বাড়িওয়ালা উত্তর: খ. লেখকের গৃহভৃত্য ১৩. 'প্রবাস বন্ধু' ভ্রমণকাহিনিতে নরদানবের সঙ্গে সাদৃশ্য রয়েছে কার? ক. জিরারের খ. আবদুর রহমানের গ. মুজতবা আলীর ঘ. খাজামোলস্নার উত্তর: খ. আবদুর রহমানের ১৪. আবদুর রহমান উচ্চতায় কত ফুট? ক. চার ফুট খ. পাঁচ ফুট গ. ছয় ফুট ঘ. সাত ফুট উত্তর:গ. ছয় ফুট ১৫. রুজ কী? ক. গাল রাঙানোর প্রসাধনী খ. চোখে মাখার প্রসাধনী গ. গায়ে মাখার প্রসাধনী ঘ. ঠোঁট রাঙানোর প্রসাধনী উত্তর: ক. গাল রাঙানোর প্রসাধনী ১৬. প্রথম দিন থেকে আবদুর রহমান কী করেছিল? ক. ঝগড়া করেছিল খ. নিচের দিকে তাকিয়েছিল গ. পাহাড়ে রোজ বেড়াতে নিয়ে যেত ঘ. অলসভাবে বসে থাকতে উত্তর:খ. নিচের দিকে তাকিয়েছিল ১৭. প্রথম দিন থেকে আবদুর রহমান কী করেছিল? ক. ঝগড়া করেছিল খ. নিচের দিকে তাকিয়েছিল গ. পাহাড়ে রোজ বেড়াতে নিয়ে যেত ঘ. অলসভাবে বসে থাকতে উত্তর: খ. নিচের দিকে তাকিয়েছিল ১৮. 'গুরুজনদের দিকে তাকাতে নেই' এটি যে ব্যক্তি মানবে তার মধ্যে কী রয়েছে? ক. কুসংস্কার খ.ভয় গ. আশঙ্কা ঘ. সংস্কার উত্তর: ঘ. সংস্কার ১৯.কোন পাহাড় থেকে বরফ আনা হয়? ক. কাবুল পাহাড় খ. খাইবার পাহাড় গ. পাগমানের পাহাড় ঘ. দার্জিলিংয়ের পাহাড় উত্তর:গ. পাগমানের পাহাড় ২০. কখন বড় বড় গর্তে বরফ ভর্তি করে রাখা হয়? ক. গ্রীষ্মকালে খ. শীতকালে গ. বসন্তকালে ঘ. শরৎকালে উত্তর:খ. শীতকালে ২১. 'প্রবাস বন্ধু' ভ্রমণকাহিনিতে কোন প্রাণীর কথা বলা হয়েছে? ক. খচ্চর খ. গরু গ. গাধা ঘ. ঘোড়া উত্তর:গ. গাধা ২২. আবদুর রহমানের বোঝাটি কেমন ছিল? ক. পর্বতের মতো উঁচু খ. পর্বতের মতো এবড়ো-থেবড়ো গ. পর্বতের মতো শক্ত ঘ. পর্বতের মতো উঁচু-নিচু উত্তর: ক. পর্বতের মতো উঁচু ২৩. আবদুর রহমানের বোঝাটা কিসের থলে ছিল? ক. দড়ির খ. পলিথিনের গ. জালের ঘ. কাপড়ের উত্তর: গ. জালের ২৪. 'টাঙা' কী? ক. চাঁদোয়া খ. মশারি গ. কাঠের বাড়ি ঘ. দুই চাকার গাড়ি উত্তর:ঘ. দুই চাকার গাড়ি ২৫.গামলা ভর্তি কিসের মাংস ছিল? ক. গরু খ. মুরগি গ. খাসি ঘ. দুম্বা উত্তর:ঘ. দুম্বা ২৬. মাংসের গামলার মধ্যে লুকোচুরি খেলছিল কী? ক. আলু খ. কিশমিশ গ. মসলা ঘ. পেঁয়াজ উত্তর:খ. কিশমিশ ২৭. কোফতা -পোলায়ের ওপর আস্ত কিসের রোস্ট? ক. দুম্বার খ. খাসির গ. মুরগির ঘ. হরিণের উত্তর:গ. মুরগির ২৮."অল্প শোকে কাতর, অধিক শোকে পাথর"- এটি কী? ক. প্রবাদ খ. প্রবচন গ. খনার বচন ঘ. ছড়াকথা উত্তর:ক. প্রবাদ ২৯. পান্তুয়া কিসের সঙ্গে তুলনীয়? ক. আবদুর রহমানের চোখ খ. আবদুর রহমানের মাথা গ. আবদুর রহমানের আঙুল ঘ. আবদুর রহমানের বুক উত্তর: ক. আবদুর রহমানের চোখ ৩০. আবদুর রহমান কার মতো রান্না করবে বলে লেখকের মনে হয়? ক. ভীম সেন খ. লক্ষণ সেন গ. বলস্নাল সেন ঘ. অমল সেন উত্তর:ক. ভীম সেন ৩১. দুই কাঁদি মর্তমান কলার সঙ্গে সাদৃশ্য রয়েছে কিসের? ক. আবদুর রহমানের হাতের খ. আবদুর রহমানের হাতের আঙ্গুল গ. আবদুর রহমানের কান ঘ. আবদুর রহমানে পায়ের অঙ্গুল উত্তর:খ. আবদুর রহমানের হাতের আঙ্গুল ৩২. আবদুর রহমানের পায়ের সাইজ কিসের মতো? ক. গাড়ির মতো খ. ডিঙ্গি নৌকার মতো গ. রিলিফ ম্যাপের মতো ঘ. পান্তুয়ার মতো উত্তর:খ. ডিঙ্গি নৌকার মতো ৩৩. 'আমীর আবদুর রহমান' বলতে লেখক কী বোঝাতে চেয়েছেন? ক. বাদশা আবদুর রহমান খ. প্রভু আবদুর রহমান গ. রাগী আবদুর রহমান ঘ. কাজের লোক আবদুর রহমান উত্তর:ক. বাদশা আবদুর রহমান ৩৪. আবদুর রহমান আমির আবদুর রহমান হলে কোন দেশের ভার বহন করতেন? ক. আরবের খ. বাংলাদেশের গ. আফগানিস্তানের ঘ. লন্ডনের উত্তর:গ. আফগানিস্তানের ৩৫. 'প্রবাস বন্ধু' ভ্রমণকাহিনিতে কোন কোন ঋতুর কথা প্রকাশ পেয়েছে? ক. গ্রীষ্ম-বর্ষা খ. বর্ষা-হেমন্ত গ. শীত-গ্রীষ্ম ঘ. শীত-বসন্ত উত্তর:গ. শীত-গ্রীষ্ম ৩৬. আবদুর রহমান আগে কোথায় ছিল? ক. জাহাজে খ. জেলে গ. পল্টন ঘ. কাবুলে উত্তর:ঘ. কাবুলে ৩৭.পল্টন আবদুর রহমান কিসের চার্জে ছিল? ক. বাড়ির খ. বিদ্যালয়ের গ. অফিসের ঘ. মেসের উত্তর:ঘ. মেসের হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়