পঞ্চম শ্রেণির বিজ্ঞান

প্রকাশ | ১০ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০

আরিফ আনজুম, সহকারী শিক্ষক, আমতলী মডেল স্কুল, বগুড়া।
৩০. পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির কারণ কোনটি? ক. বায়ু দূষণ খ. পানি দূষণ গ. শব্দ দূষণ ঘ. মাটি দূষণ উত্তর:বায়ু দূষণ ৩১. বায়ু দূষণ কীসের উপর প্রভাবে ফেলে? ক. কান খ. ত্বক গ.নাক ঘ. স্বাস্থ্য উত্তর: স্বাস্থ্য ৩২. মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর- ক. অক্সিজেন খ. মাছ গ. বায়ু দূষণ ঘ. মাংস উত্তর:বায়ু দূষণ ৩৩. বায়ু দূষণের ফলে পৃথিবীর বিভিন্ন স্থানে এসিড বৃষ্টি দেখা দিচ্ছে। এই এডিস বৃষ্টির জন্য দায়ী কোনটি? ক. কার্বন ডাইঅক্সাইড খ.কার্বন কণা গ. সালফার অক্সাইড ঘ. নাইট্রোজেন অক্সাইড উত্তর:সালফার অক্সাইড ৩৪. কয়লার সাথে কোনটি মিশে থাকে? ক. অক্সিজেন খ. জলীয় বাষ্প গ. নাইট্রোজেন ঘ. সালফার উত্তর:সালফার ৩৫. ঢাকার বাতাসে বিষাক্ত সিসা বৃদ্ধির ফলে কোনটি হয়? ক. শব্দ দূষণ খ. পানি দূষণ গ. বায়ূ দূষণ ঘ. মাটি দূষণ উত্তর: বায়ূ দুষণ ৩৬. এসিড বৃষ্টি হয় কোন কারণে? ক.মাটি দূষণের কারণে খ. বায়ু দূষণের কারণে গ. পানি দূষণের কারণে ঘ. গাছ কাটার কারণে উত্তর:বায়ু দূষণের কারণে ৩৭. দূষিত বায়ুর কারণে মানবদেহে কোন মারাত্বক রোগটি হতে পারে? ক. পোলিও খ. বসন্ত গ. পেস্নগ ঘ. ফুসফুসে ক্যান্সার উত্তর:ফুসফুসে ক্যান্সার ৩৮. দূষিত বায়ুর ফলে মানুষের কোন রোগটি হয়? ক. কলেরা খ. টাইফয়েড গ. হাঁপানি ঘ. আমাশয় উত্তর:হাঁপানি ৩৯. নিচের কোনটি বৃষ্টির পানিতে মিশে বৃষ্টি পানিকে এসিডযুক্ত করে? ক. ফসফরাসের অক্সাইড খ. কার্বন ডাইঅক্সাইড গ.সালফার অক্সাইড ঘ. নাইট্রোজেনের অক্সাইড উত্তর:সালফার অক্সাইড ৪০. বায়ু দূষণের ফলে কোনটি ঘটে? ক. দাবানল খ. ডায়রিয়া গ. এডিস বৃষ্টি ঘ. ঘুমে ব্যাঘাত উত্তর:দাবানল ৪১. পলুদের বাড়ির চারপাশে আবর্জনার স্তুপ রয়েছে। পলুর ভাইটি শ্বাসকষ্টে ভুগছে। পলুর ভাইটি কী কারণে রোগাক্রান্ত? ক. পানি দূষণের ফলে খ. বায়ু দূষণের ফলে গ. মাটি দূষণের ফলে ঘ. শব্দ দূষণের ফলে উত্তর:বায়ু দূষণের ফলে ৪২. তোমাদের বাসার পাশে একটি ইটের ভাটা রয়েছে। এর ফলে তোমাদের এলাকায় কী প্রভাব পড়বে? ক. এলাকায় শব্দ দূষণ হবে খ. এলাকায় পানি দূষণ হবে গ. এলাকায় বায়ু দূষিত হবে ঘ. এলাকায় মাটি দূষণ হবে উত্তর:এলাকায় বায়ু দূষিত হবে ৪৩. প্রত্যয়দের আমগাছের মুকুল সব নষ্ট হয়ে গেছে। মা বললেন এসিড বৃষ্টির জন্যই এমনটা হয়েছে। এ ঘটনার জন্য দায়ী হলো- ক. শব্দ দূষণ খ. পানি দূষণ গ. বায়ু দূষণ ঘ. মাটি দূষণ উত্তর:বায়ু দূষণ ৪৪. বায়ুকল কোন কাজে লাগে? ক. কাপড় শুকাতে খ. গাড়ি চালাতে গ. সেচের কাজ ঘ. ছবি তুলতে উত্তর:সেচের কাজ ৪৫. রহিম একটি তালপাতার চরকা ঘুরাছে কীসের প্রভাবে চরকাটি ঘুরছে? ক. অক্সিজেন খ. বায়ুপ্রবাহ গ. আলোকশক্তি ঘ. বৈদু্যতিক শক্তি উত্তর:বায়ুপ্রবাহ ৪৬. হালিমার মা ভেজা চুল শুকানোর জন্য হেয়ার ড্রায়ার ব্যবহার করে। এ যন্ত্রটির মধ্য দিয়ে কী প্রবাহিত হয়? ক. ঠান্ডা বায়ু খ. গরম বায়ু গ. শীতল বায়ু ঘ. আর্দ্র বায় উত্তর: গরম বায়ু ৪৭. নদী তীরে বসে তুমি বায়ু প্রবাহ অনুভব করলে। এ প্রবাহকে আমরা কোন কাজে লাগাতে পারি? ক. গাড়িচালাতে খ. রিকসা চালাতে গ.গাছপালা কাটতে ঘ. পালতোলা নৌকায় উত্তর: পালতোলা নৌকায় হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়