৯ম-১০ম শ্রেণির পড়াশোনা (বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা)

প্রকাশ | ১১ জুন ২০১৯, ০০:০০

সুধীরবরণ মাঝি, শিক্ষক, হাইমচর সরকারি মহাবিদ্যালয়, হাইমচর, চাঁদপুর য়
প্রিয় শিক্ষার্থী, আজ তোমাদের জন্য বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেয়া হলো। প্রথম অধ্যায় নিচের উদ্দীপকটি পড় এবং ৩ ও ৪নং প্রশ্নের উত্তর দাও : প্রকাশের পূর্বপুরুষরা জমিদার ছিলেন। তারা পূর্বপুরুষদের পুরনো দালানে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছেন। দালানটি দুর্বল হয়ে যাওয়ার কারণে ভেঙে ফেলার পর ভূগর্ভে মুদ্রা, শিলামূর্তি, তাম্রলিপি ও ইমারত পাওয়া যায়। এ ছাড়া সিন্দুকের মধ্যে পুরনো দিনের কিছু বই পাওয়া যায়। ৩। পুরনো দালানে পাওয়া উপাদানগুলোর মধ্যে ইতিহাসের লিখিত উপাদান কোনটি? (ক) ইমারত (খ) বই (গ) মুদ্রা (ঘ) শিলামূর্তি সঠিক উত্তর : (খ) বই ৪। পুরনো দালান ভেঙে ইতিহাসের যে উপাদানগুলো পাওয়া যায়- (র) লিখিত উপাদান (রর) অলিখিত উপাদান (ররর) প্রত্নতাত্ত্বিক উপাদান নিচের কোনটি সঠিক (ক) র ও রর (খ) র ও ররর (গ) রর ও ররর (ঘ) র, রর ও ররর সঠিক উত্তর : (ঘ) র, রর ও ররর ৫। ইবনে বতুতা কোন দেশীয় পরিব্রাজক? (ক) আফ্রিকান (খ) মিশরীয় (গ) জাপানিজ (ঘ) স্পেনীয় সঠিক উত্তর : (ক) আফ্রিকান ৬। ইতিহাসের উপাদানকে কয়ভাগে ভাগ করা যায়? (ক) দুই ভাগে (খ) তিন ভাগে (গ) চার ভাগে (ঘ) পাঁচ ভাগে সঠিক উত্তর : (ক) দুই ভাগে ৭। মানুষকে সচেতন করে তোলে কিসের জ্ঞান? (ক) সাধারণ জ্ঞান (খ) ধর্মের জ্ঞান (গ) ইতিহাসের জ্ঞান (ঘ) পুষ্টি জ্ঞান সঠিক উত্তর : (গ) ইতিহাসের জ্ঞান ৮। অতীতের পরিপ্রেক্ষিতে বর্তমান অবস্থা বুঝতে কোনটির পাঠ অধিক যুক্তিযুক্ত? (ক) ইতিহাস পাঠ (খ) উপন্যাস পাঠ (গ) পত্রিকা পাঠ (ঘ) বিজ্ঞান পাঠ সঠিক উত্তর : (ক) ইতিহাস পাঠ ৯। গৌররাজ শশাংকের রাজধানী ছিল কোনটি? (ক) কর্ণ সুবর্ণ (খ) চন্দ্রদ্বীপ (গ) পুন্ড্রনগর (ঘ) বিক্রমপুর সঠিক উত্তর : (ক) কর্ণ সুবর্ণ ১০। বরেন্দ্র জাদুঘর পরিদর্শন করলে জানা যাবে- (র) সামাজিক ইতিহাস (রর) অর্থনৈতিক ইতিহাস (ররর) সাংস্কৃতিক ইতিহাস (ক) র ও রর (খ) ররর (গ) রর ও ররর (ঘ) র, রর ও ররর সঠিক উত্তর : (ক) র ও রর