জা না র আ ছে অ নে ক কি ছু

প্রকাশ | ১১ জুন ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
প্রশ্ন : কোন সম্রাটের মৃতু্যর পর মুর্শিদকুলী খান স্বাধীনভাবে বাংলাদেশ শাসন করেন? উত্তর : আওরঙ্গজেব। প্রশ্ন : কোন মুঘল সুবেদার পর্তুগিজদের চট্টগ্রাম থেকে বিতাড়িত করেন? উত্তর : শায়েস্তা খান। প্রশ্ন : মুর্শিদকুলী খান কত সালে ইন্তেকাল করেন? উত্তর : ১৭২৭ সালে। প্রশ্ন : বাংলার প্রথম স্বাধীন নবাব কে ছিলেন? উত্তর : মুর্শিদকুলী খান। প্রশ্ন : বাংলার শেষ স্বাধীন নবাব কে ছিলেন? উত্তর : সিরাজ-উদ-দৌলা। প্রশ্ন : বড় কাটরা কত সালে নির্মিত হয়? উত্তর : ১৬৪৪ সালে। প্রশ্ন : বড় কাটরা কার আমলে নির্মিত হয়? উত্তর : সুবেদার ইসলাম খান। প্রশ্ন : বাংলার কোন সুবেদার আরাকান জঙ্গলে নিখোঁজ হন? উত্তর : শাহ মোহাম্মদ সুজা। প্রশ্ন : মুঘল সুবেদারদের প্রথম রাজধানী কোথায় ছিল? উত্তর : মুর্শিদাবাদ। প্রশ্ন : মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে? উত্তর : জহিরউদ্দীন মুহাম্মদ বাবর। প্রশ্ন : বাবরের মৃতু্যর পর বাংলার মসনদে কে উপবিষ্ট হন? উত্তর : নাসির উদ্দীন মুহম্মদ হুমায়ুন।