রোকেয়া বিশ্ববিদ্যালয় খুলবে ১৮ জুন

প্রকাশ | ১১ জুন ২০১৯, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক য়
গ্রীষ্মকালীন অবকাশ, জুমাতুল বিদা, শবে কদর ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টানা ৩৩ দিনের ছুটি শেষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) খুলবে আগামী ১৮ জুন। বিশ্ববিদ্যালয়ের তথ্য ও জনসংযোগ দফতরের সেকশন অফিসার আরিফুল ইসলামের তথ্য মতে, এর আগে ১৯ মে থেকে ১৭ জুন, সোমবার পর্যন্ত অফিস ছুটি ঘোষণা করেছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন। ১৭ ও ১৮ মে শুক্র ও শনিবার হওয়ায় এ ছুটি ১৬ মে থেকে কার্যকর হয়। সেই হিসাবে ১৬ মে থেকে ১৭ জুন পর্যন্ত মোট ৩৩ দিন বিশ্ববিদ্যালয়ের সব ধরনের ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে। ছুটি শেষে আগামী ১৮ জুন, মঙ্গলবার থেকে যথারীতি ক্লাস ও পরীক্ষা শুরু হবে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো ১ জুন শনিবার থেকে ১৪ জুন শুক্রবার পর্যন্ত বন্ধ থাকবে।