৯ম-১০ম শ্রেণির পড়াশোনা (বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা)

প্রকাশ | ১২ জুন ২০১৯, ০০:০০

সুধীরবরণ মাঝি, শিক্ষক, হাইমচর সরকারি মহাবিদ্যালয়, হাইমচর, চাঁদপুর য়
বরেন্দ্র জাদুঘর
প্রিয় শিক্ষার্থী, আজ তোমাদের জন্য বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেয়া হলো। প্রথম অধ্যায় নিচের উদ্দীপকটি পড় এবং ১১ ও ১২নং প্রশ্নের উত্তর দাও : কোদালপুর ইউনিয়নের সাবেক ও বর্তমান চেয়ারম্যানের লোকজনের মধ্যে মারামারি হলে পরদিন পত্রিকায় প্রকাশিত হলো সাবেক চেয়ারম্যানের লোকজন বর্তমান চেয়ারম্যানের লোকজনকে বেদম পিটিয়েছে। অন্য একটি পত্রিকায় প্রকাশিত হলো বর্তমান চেয়ারম্যানের লোকজন সাবেক চেয়ারম্যানের লোকজনদের ভীষণভাবে আঘাত করেছে। ১১। উদ্দীপকের ঘটনাটির ইতিহাস লিখতে হলে কোন বিষয়টি উপেক্ষা করতে হবে? (ক) ভৌগোলিক অবস্থান (খ) একত্রিত ঘটনা (গ) খ্রিষ্টপূর্ব ঘটনা (ঘ) আবেগ সঠিক উত্তর : (ঘ) আবেগ ১২। উদ্দীপকের দুটি পত্রিকায় দুই ধরনের তথ্য প্রকাশ ইতিহাসের যেসব বৈশিষ্ট্যের অন্তরায় তা হলো- (র) নিরপেক্ষতা (রর) সুষ্ঠু পর্যবেক্ষণ ক্ষমতা (ররর) নিষ্ঠাবান দৃষ্টিভঙ্গি নিচের কোনটি সঠিক (ক) র (খ) র ও রর (গ) র ও ররর (ঘ) র, রর ও ররর সঠিক উত্তর : (ঘ) র, রর ও ররর ১৩। সমাজ জীবনকে গুরুত্ব দিয়ে কোন ঐতিহাসিক ইতিহাসের ধারণা দিয়েছেন? (ক) ব্যাপসন (খ) হেরোডোটাস (গ) টয়েনবি (ঘ) জনসন সঠিক উত্তর : (গ) টয়েনবি ১৪। লামা তারনাথ কোন দেশের লেখক? (ক) চাইনিজ (খ) জাপানিজ (গ) ভারতীয় (ঘ) তিব্বতীয় সঠিক উত্তর : (ঘ) তিব্বতীয় ১৫। পাল বংশের প্রতিষ্ঠাতা কে? (ক) ধর্মপাল (খ) দেবপাল (গ) গোপাল (ঘ) নেপাল সঠিক উত্তর : (গ) গোপাল ১৬। ইতিহাস সম্পর্কে গভীর অনুসন্ধান করতে হলে প্রয়োজন- (র) ইতিহাসের ইতিবৃত্ত জানা (রর) ইতিহাসের উপাদান জানা (ররর) ইতিহাসের প্রকার ভেদ জানা নিচের কোনটি সঠিক (ক) র (খ) রর ও ররর (গ) র ও রর (ঘ) র, রর ও ররর সঠিক উত্তর : (খ) রর ও ররর ১৭। বরেন্দ্র জাদুঘর পরিদর্শন করলে জানা যাবে- (র) সামাজিক ইতিহাস (রর) অর্থনৈতিক ইতিহাস (ররর) সাংস্কৃতিক ইতিহাস (ক) র ও রর (খ) ররর (গ) রর ও ররর (ঘ) র, রর ও ররর সঠিক উত্তর : (ক) র ও রর