জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি (বিজ্ঞান)

প্রকাশ | ১২ জুন ২০১৯, ০০:০০

মো. মাসুদ খান, প্রধান শিক্ষক ডেমরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ডেমরা, ঢাকা য়
প্রোফেজ
প্রিয় শিক্ষার্থী, আজ তোমাদের জন্য বিজ্ঞান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করা হলো দ্বিতীয় অধ্যায় ৩১। প্রোফেজ ধাপে প্রতিটি ক্রোমোজোম লম্বালম্বিভাবে বিভক্ত হয়ে কয়টি ক্রোমাটিড গঠন করে? উত্তর : ২টি ৩২। প্রতিটি কোমোজোম লম্বালম্বিভাবে বিভক্ত হয়ে কী গঠন করে? উত্তর : ক্রোমাটিড ৩৩। মাইটোসিস কোষ বিভাজনের কোন ধাপটি স্বল্পস্থায়ী? উত্তর : প্রোমেটাফেজ ৩৪। নিউক্লিয়ার পর্দা ও নিউক্লিওলাস সম্পূর্ণভাবে বিলুপ্ত হয়ে যায় কোন ধাপে? উত্তর : প্রো-মেটাফেজ ৩৫। কোষের উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত বিস্তৃত তন্তুর আবির্ভাব ঘটে কোন ধাপে? উত্তর : প্রো-মেটাফেজ ৩৬। স্পিন্ডল যন্ত্রের মধ্যভাগকে কী বলে? উত্তর : বিষুবীয় অঞ্চল ৩৭। মাইটোসিস বিভাজনের কোন ধাপে অ্যাস্ট্রার রশ্মির আবির্ভাব ঘটে? উত্তর : প্রো-মেটাফেজ ৩৮। স্পিন্ডল যন্ত্রের প্রতিটি তন্তুকে কী বলে? উত্তর : স্পিন্ডল তন্তু ৩৯। কোষ বিভাজনের সময় স্পিন্ডল তন্তু কার সাথে যুক্ত হয়? উত্তর : সেন্ট্রোমিয়ার ৪০। ক্রোমোজোমগুলো স্পিন্ডর যন্ত্রের বিষুবীয় অঞ্চলে আসে এবং সেন্ট্রোমিয়ারের সাথে তন্তু দিয়ে আটকে থাকে কোন ধাপে? উত্তর : মেটাফেজ ৪১। মাইটোসিস কোষ বিভাজনের কোন ধাপটি খাটো ও মোটা দেখায়? উত্তর : মেটাফেজ ৪২। ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার দুই ভাগে বিভক্ত হয় কোন ধাপে? \হউত্তর : অ্যানাফেজে ৪৩। কোষ বিভাজনের কোন ধাপে প্রত্যেক ক্রোমাটিড একটি করে সেন্ট্রোমিয়ার পায়? উত্তর : অ্যানাফেজ ৪৪। ক্রোমাটিডগুলো পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে যায় কোন ধাপে? উত্তর : অ্যানাফেজ ৪৫। অ্যানাফেজে প্রতিটি ক্রোমাটিডকে কী বলে? উত্তর : অপত্য ক্রোমোজোম ৪৬। কোন ধাপে অপত্য ক্রোমোজোমগুলো মেরুর দিকে অগ্রসর হয়? উত্তর : অ্যানাফেজ ৪৭। অ্যানাফেজ দশায় ক্রেমোজোমগুলো ইংরেজি বর্ণমালার কোন আকৃতি ধারণ করে? উত্তর : ঠ,খ,ঔ অথবা ও ৪৮। ক্রোমোজোমের কোন ধাপে অপত্যক্রোমোজোমগুলো বিপরীত মেরুতে এসে পৌঁছে? উত্তর : টেলাফেজ ৪৯। কোন ধাপে নিউক্লিয়ার পর্দার পুনঃআবির্ভাব ঘটে? উত্তর : টেলাফেজ ৫০। প্রাণীকোষে উভয় মেরুতে একটি করে সেন্ট্রিওল সৃষ্টি হয় কোষ বিভাজনের কোন ধাপে? উত্তর : টেলাফেজ ৫১। মাইটোসিস কোষ বিভাজনের কোন ধাপে ক্যারিওকাইনেসিসের সমাপ্তি ঘটে? উত্তর : টেলাফেজ ৫২। কোন ধাপে ক্রোমোজোমগুলো নিউক্লিয়ার রেটিকুলাম গঠন করে? উত্তর : টেলাফেজ ৫৩। টেলাফেজে সাইটোকাইনেসিস শুরু হয় কখন? উত্তর : নিউক্লিয়াস বিভাজন শেষ হওয়ার সাথে সাথে ৫৪। প্রকৃতপক্ষে কোন দশাতে সাইটোকাইনেসিস শুরু হয়? উত্তর : টেলাফেজ ৫৫। টেলাফেজ দশায় কোষপেস্নট গঠন করে কীসের অংশ মিলিত হয়ে? উত্তর : এন্ডোপস্নাজমিক জালিকার ক্ষুদ্র ক্ষুদ্র অংশ ৫৬। কোষ বিভাজনের কোন ধাপে কোষপেস্নট পরিবর্তিত ও পরিবর্ধিত হয়ে কোষ প্রাচীর গঠন করে? উত্তর : টেলাফেজ ৫৭। টেলাফেজ দশায় কোন পদ্ধতিতে প্রাণিকোষে সাইটোকাইনেসিস ঘটে? উত্তর : ক্লিভেজ বা ফারোয়িং ৫৮। সাইটোকাইনেসিসে কোষ পর্দার খাঁজ কোথায় বিস্তৃত হয়? উত্তর : নিরক্ষীয় তলে ৫৯। বৃদ্ধি ও অযৌন জননের জন্য কোন কোষ বিভাজন অপরিহার্য? উত্তর : মাইটোসিস ৬০। দুটি হ্যাপস্নয়েড কোষের মিলন হলে তাকে কী বলে? উত্তর : ডিপস্নয়েড ৬১। মিয়োসিস কোষ বিভাজনে জননকোষে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার কত? উত্তর : অর্ধেক ৬২। মিয়োসিস কোষ বিভাজনে একটি কোষ থেকে কয়টি কোষের সৃষ্টি হয়? উত্তর : চারটি ৬৩। কোন কোষ বিভাজন দ্বারা বংশগতির ধারা অব্যাহত থাকে? উত্তর : মিয়োসিস ৬৪। কোন বিভাজনের সময় কোষ পরপর দুবার বিভাজিত হয়? উত্তর : মিয়োসিস