ড্যাফোডিলে প্রথম ই-মিটিং অনুষ্ঠিত

প্রকাশ | ১২ জুন ২০১৯, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক য়
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির একাডেমিক কাউন্সিলের ২৩তম সভা এবং প্রথম ই-মিটিং ১০ জুন বিশ্ববিদ্যালয়ের ব্যাংকুয়েট হলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ এম ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রতিনিয়ত পরিবর্তনশীল প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে চলতে অভ্যস্ত ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি প্রথম এবং একমাত্র বিশ্ববিদ্যালয় হিসেবে বাংলাদেশে ই-মিটিং পদ্ধতি চালু করেছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ এম ইসলামের বিশেষ আমন্ত্রণে একাডেমিক কাউন্সিলের সভায় বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টিবোর্ডের চেয়ারম্যান ড. মো. সবুর খান অংশগ্রহণ করেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সভায় বিশ্ববিদ্যালয়ের সার্বিক প্রতিবেদন এবং বিভিন্ন অনুষদের ডিন তাদের নিজ নিজ অনুষদের প্রতিবেদন তুলে ধরেন। রেজিস্ট্রার প্রফেসর ড. প্রকৌশলী এ কে এম ফজলুল হক সভায় আনুষঙ্গিক তথ্যগুলো সরবরাহ করেন। সভায় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. এসএম মাহাবুব উল হক মজুমদার, ট্রেজারার হামিদুল হক খান, একাডেমিক কাউন্সিলের সদস্য ও পাবলিক সার্ভিস কমিশনের সদস্য অধ্যাপক শরীফ এনামুল কবির, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম মফিজুর রহমান, ইন্সটিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএবি) সাবেক সভাপতি শওকত হোসেন, এফসিএ, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এলাইড হেলথ সাইন্সেস অনুষদের ডিন প্রফেসর ড. আহমদ ইসমাইল মোস্তফা, প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. এম সামছুল আলম, বাণিজ্য অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মাসুম ইকবাল, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর এএমএম হামিদুর রহমান, ট্রাস্টি বোর্ডের সদস্য ও পরিচালক (প্রশাসন) মোহাম্মদ ইমরান হোসেন, বিভাগীয় প্রধান, ইন্সটিটিউট প্রধান, বোর্ড অব ট্রাস্টিজের প্রতিনিধি, সিন্ডিকেট মনোনীত প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।