জা না র আ ছে অ নে ক কি ছু

প্রকাশ | ১২ জুন ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
প্রশ্ন : কোন যুদ্ধের ফলে বাংলাদেশ মুঘল সাম্রাজ্যের অর্ন্তভুক্তি হয়? উত্তর : রাজমহলের যুদ্ধে। প্রশ্ন : লালবাগ কেলস্নার সামনের এক গম্বুজওয়ালা কারুকাজমন্ডিত স্থাপত্য নিদর্শন কী? উত্তর : পরিবিবির মাজার। প্রশ্ন : লালবাগে পরিবিবির সমাধিসৌধ কে তৈরি করেন? উত্তর : শায়েস্তা খাঁ। প্রশ্ন : পরিবিবি কে ছিলেন? উত্তর : নবাব শায়েস্তা খাঁর কন্যা। প্রশ্ন : পরিবিবির আমল নাম কী? উত্তর : ইরান দুখত। প্রশ্ন : পরিবিবির মৃতু্য হয় কোন সালে? উত্তর : ১৬৮৪ সালে। প্রশ্ন : শায়েস্তা খাঁ কে ছিলেন? উত্তর : শাহজাহানের প্রধানমন্ত্রী আসক খানের ছেলে। প্রশ্ন : শায়েস্তা খাঁর পূর্ণ নাম কী? উত্তর : মির্জা আবু তালেব ওরফে শায়েস্তা খান। প্রশ্ন : শায়েস্তা খান কোন সালে সুবেদার হয়ে বাংলায় আসেন? উত্তর : ১৬৬৪ সালে। প্রশ্ন : শায়েস্তা খাঁ কোন সালে দ্বিতীয়বার ঢাকায় আসেন? উত্তর : ১৬৮০ সালে।