ঢাবিতে কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশ | ১৩ জুন ২০১৯, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক য়
ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগে ঈওগচঅ জবংবধৎপয ঝপযড়ড়ষ-এর কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগে ১১ জুন ঈওগচঅ-এর উদ্যোগে উুহধসরপধষ ঝুংঃবসং ধহফ রঃং অঢ়ঢ়ষরপধঃরড়হং :ড় ইরড়ষড়মু শিরোনামে গণিতবিষয়ক ঝপরবহঃরভরপ জবংবধৎপয ঝপযড়ড়ষ অনুষ্ঠান দ্বিতীয় দিনের মতো অনুষ্ঠিত হয়েছে। সকালের অধিবেশনে বৈজ্ঞানিক কর্মশালায় মোট ৪টি বিষয়ের ওপর বিস্তারিত উপস্থাপন করেন ফ্রান্সের ঘরপড়ষধং ইল্কফধৎরফব এবং জবহধঁফ খবঢ়ষধরফবঁৎ ব্রাজিলের ওংধনবষ জরড়ং এবং ঝুষাধরহ গড়ঁংংবঃ বিকালে মোট ২টি বিষয়ের সমস্যা ও সমাধান করা হয়। ব্রাজিল, জার্মানি, ফ্রান্স, স্পেন ও অস্ট্রিয়ার ৭ জন আন্তর্জাতিক গণিত বিশেষজ্ঞের তত্ত্বাবধানে ওই স্কুল পরিচালিত হচ্ছে। আগামী ২১ জুন বিকেলে গণিত বিভাগের এ এফ মজিবুর রহমান গণিত ভবনে সমাপণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। ওই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুলস্নাহ। ওই ৎবংবধৎপয ংপযড়ড়ষ এর আন্তর্জাতিক ঈড়ড়ৎফরহধঃড়ৎ হিসেবে ফ্রান্সের ঘড়াঁবষষব বিশ্ববিদ্যালয়ের গণিতের অধ্যাপক উৎ. জবহধঁফ খবঢ়ষধরফবঁৎ, ঈওগচঅ-এর প্রতিনিধি হিসেবে স্পেনের গ্রেনেডা বিশ্ববিদ্যালয় গণিতের অধ্যাপক উৎ. খরফরধ ঋবৎহপ্সহফবু জড়ফৎল্পমঁবু.স্থানীয় ঈড়ড়ৎফরহধঃড়ৎ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম দায়িত্ব পালন করছেন।