জানার আছে অনেক কিছু

প্রকাশ | ২২ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক
প্রশ্ন:ছিয়াত্তরের মন্বন্তর হয় বাংলা কত সালে? উত্তর:১১৭৬ সালে। প্রশ্ন:গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে মোট কতটি তফসিল আছে? উত্তর:সাতটি। প্রশ্ন:সুয়েজ খাল জাতীয়করণ হয় কত সালে? উত্তর:১৯৫৬ সালে। প্রশ্ন:বাংলাদেশে কোন ভূমিরূপটি দেখা যায় না? উত্তর:মালভূমি। প্রশ্ন:বিবিসি বাংলার যাত্রা শুরু হয় কত সালে? উত্তর:১৯৪১ সালে। প্রশ্ন:ডডড মানে কি? উত্তর:ডড়ৎষফ ডরফব ডবন প্রশ্ন:বাংলাদেশের কোন জেলাকে প্রকৃতির রানি বলা হয়? উত্তর:খাগড়াছড়ি জেলাকে। প্রশ্ন:ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কত সালে? উত্তর:১৯২১ সালে। প্রশ্ন:'সেপ্টেম্বর অন যশোর রোড' কবিতাটির রচয়িতা কে? উত্তর:অ্যালেন গিনসবার্গ। প্রশ্ন:সাঙ্গু ভ্যালি কোথায়? উত্তর:চট্টগ্রামে। প্রশ্ন:মাইনমুখী ভ্যালি কোন জেলায়? উত্তর:রাঙামাটি জেলায়। প্রশ্ন:কাপ্তাই লেকে পস্নাবিত উপত্যকার নাম কী? উত্তর:ভেঙ্গি ভ্যালি। প্রশ্ন:রাঙামাটির ছাদ বলা হয় কোন জায়গাকে? উত্তর:সাজেক ভ্যালিকে। প্রশ্ন:পাহাড়ি কন্যা বলা হয় বাংলাদেশের কোন জেলাকে? উত্তর:বান্দরবান জেলাকে। প্রশ্ন:১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘের মহাসচিব কে ছিলেন? উত্তর:উ থান্ট। প্রশ্ন:বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় আমেরিকার প্রেসিডেন্ট কে ছিলেন? উত্তর:রিচার্ড নিক্সন। প্রশ্ন:বাংলাদেশের মুক্তিযুদ্ধে নিহত মাদার মারিও ভেরেনজি কোন দেশের নাগরিক ছিলেন? উত্তর:ইতালির নাগরিক। প্রশ্ন:বাংলাদেশের ফুসফুস বলা হয় কাকে? উত্তর:সুন্দরবনকে প্রশ্ন:বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন? উত্তর:ইন্দিরা গান্ধী। প্রশ্ন:বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস কবে? উত্তর:২১ নভেম্বর।