ঢাবিতে দক্ষতা উন্নয়ন বিষয়ক কর্মশালা

প্রকাশ | ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) 'ক্যাম্পাস টু ক্যারিয়ার: ঢাকা বিশ্ববিদ্যালয় চ্যাপ্টার' শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। অধ্যাপক মুজাফফর আহমদ চৌধুরী মিলনায়তনে এক্সিলেন্স বাংলাদেশের উদ্যোগে এই দক্ষতা উন্নয়ন বিষয়ক কর্মশালার আয়োজন করা হয়। দক্ষতা উন্নয়ন বিষয়ক এই আয়োজনে প্রায় ৩০০ শিক্ষার্থী উপস্থিত ছিলেন। শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই নয়, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও এতে অংশগ্রহণ করেন।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শেহরীন আমিন ভূঁইয়া, উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক এবং অর্থনীতিবিদ ড. এম আবু ইউসুফ। এ ছাড়া উপস্থিত ছিলেন পার্টেক্স স্টার গ্রম্নপের বিজনেস ডেভেলপমেন্ট প্রধান সায়েদুল আজহার সারওয়ার, গ্রামীণ ডানোন ফুডস লিমিটেডের সেলস ও মার্কেটিং ডিরেক্টর সুরাইয়া সিদ্দিকা, টি কে গ্রম্নপের মার্কেটিং ডিরেক্টর মো. মোফাসসেল হক প্রমুখ।