জানার আছে অনেক কিছু

প্রকাশ | ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক
প্রশ্ন:বাংলার ভেনিস তথা বাংলার শস্যভান্ডার হিসেবে পরিচিত কোন জেলা? উত্তর:বরিশাল। প্রশ্ন:সৌন্দর্যের লীলাভূমি বলা হয় কোন জেলাকে? উত্তর:রাঙামাটিকে। প্রশ্ন:বাংলাদেশের দ্বীপের রানি বলা হয় কোন জেলাকে? উত্তর:ভোলা জেলাকে প্রশ্ন:বাংলা একাডেমি থেকে প্রকাশিত প্রথম প্রত্রিকার নাম কি? উত্তর:উত্তরাধিকার। প্রশ্ন:যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশি লেখিকা তাহমিনা আনাম কর্তৃক লিখিত বইয়ের নাম কি? উত্তর:মুক্তিযুদ্ধ বিষয়ক উপন্যাস- এ গোল্ডেন এজ প্রশ্ন:অস্তিত্বে আমার দেশ কোন বীরশ্রেষ্ঠ'র জীবন ও আত্নত্যাগের কাহিনী নিয়ে নির্মিত চলচ্চিত্র? উত্তর:বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের। প্রশ্ন:১৯৫২ এর ভাষা শহীদদের স্মরণে কোন দেশে ভাষা শহীদ স্মৃতিসৌধ নির্মিত হয়েছে? উত্তর:কানাডায়। প্রশ্ন:বাংলা একাডেমিতে ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে ভাস্কর্যের নাম কি? উত্তর:মোদের গরব। প্রশ্ন:স্বাধীন বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত হয় কবে? উত্তর:১৮ ডিসেম্বর ১৯৯৯ সালে (৪০ তম সমাবর্তন)।