এসএসসি পরীক্ষার প্রস্তুতি

প্রকাশ | ০১ মার্চ ২০২৫, ০০:০০

আতাউর রহমান সায়েম, সহকারী শিক্ষক মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ।
৯১. কে বুধার কোলে উঠতে খুব ভালোবাসত? ক. তিনু খ. শিলু গ. তালেব ঘ. বিনু উত্তর:ক. তিনু ৯২. 'কাকতাড়ুয়া' উপন্যাসে পিঠাপিঠি ভাইবোন কারা? ক. তালেব-বিনু খ. বুধা-বিনু গ. তিনু-তালেব ঘ. বুধা-শিলু উত্তর:খ. বুধা-বিনু ৯৩. কোন শব্দটা বুধার শক্ত হয়ে থাকা মগজের গায়ে ঠোক্কর খায়? ক. বোমা খ. কামাই গ. মরা ঘ. মুক্তি উত্তর:খ. কামাই ৯৪. কোন শব্দটা বুধার শক্ত হয়ে থাকা বুকের মাটিতে বলের মতো লাফায়? ক. কামাই খ. মুক্তি গ. বোমা ঘ. স্বাধীন উত্তর:গ. বোমা ৯৫. চাচির বাড়ি ছেড়ে আসার সময় সম্পর্কের অধিকার তুলে বুধাকে বাধা দিয়েছিল কে? ক. চাচি খ. কুন্তি গ. ফুলকলি ঘ. চাচা উত্তর:খ. কুন্তি ৯৬. 'আমি একদিন ভীষণ ভালোভাবে আসব'- বুধা এখানে কোন সময়টা বুঝিয়েছে? ক. কুন্তির বিয়ের সময় খ. দেশের স্বাধীনতা লাভের সময় গ. নিজের বড়লোক হওয়ার সময় ঘ. প্রতিশোধ গ্রহণের সময় উত্তর:ক. কুন্তির বিয়ের সময় ৯৭. হরিকাকুর জালে প্রচুর মাছ উঠলে তিনি বুধাকে কী বলে ডাকেন? ক. ছন্নছাড়া খ. সোনাবাবা গ. খোকন বাবু ঘ. মানিকরতন উত্তর:ঘ. মানিকরতন ৯৮. 'কাকতাড়ুয়া' উপন্যাসে বর্ণিত কে বেশি সওদা করতে পারলে আত্মহারা হয়ে যেত? ক. হরিকাকু খ. হাশেম মিয়া গ. জয়নাল চাচা ঘ. সালাম চাচা উত্তর:খ. হাশেম মিয়া ৯৯. গাঁয়ের গোবর কুড়ানি বুড়িটা বুধাকে কী নামে ডাকে? ক. গোবর রাজা খ. গোবরা গ. গবুচন্দ্র ঘ. গব্বর সিং উত্তর:ক. গোবর রাজা ১০০. স্বাধীন জীবনের ছোঁয়া পেয়ে বুধা মনে মনে কার প্রতি কৃতজ্ঞতা অনুভব করে? ক. চাচির প্রতি খ. নোলক বুয়ার প্রতি গ. কুন্তির প্রতি ঘ. ফুলকলির প্রতি উত্তর:ক. চাচির প্রতি ১০১. বুধা কাকতাড়ুয়া হয়ে দাঁড়ালে ওর দিকে শকুন উড়ে আসে কেন? ক. ওর কাঁধে বসতে খ. ওকে মৃত ভেবে গ. ওকে ভয় দেখাতে ঘ. ওকে খাবার দিতে উত্তর:খ. ওকে মৃত ভেবে ১০২. মিলিটারিরা এলে বুধা আতঙ্কে কিসে মিশে যায়? ক. পুকুরের পানিতে খ. ধানখেতের কাদায় গ. পাটখেতের গভীরে ঘ. কচুরিপানার আড়ালে উত্তর:খ. ধানখেতের কাদায় ১০৩. বাজার পুড়ে গেলে বুধা কোথায় থাকার সিদ্ধান্ত নেয়? ক. চাচির বাড়িতে খ. স্কুলঘরে গ. আধপোড়া বাজারে ঘ. আলির দোকানে উত্তর:গ. আধপোড়া বাজারে ১০৪. বুধার চাচা কত মাস আগে কাজ খুঁজতে শহরে গিয়েছে? ক. দুই মাস খ. চার মাস গ. ছয় মাস ঘ. আট মাস উত্তর:গ. ছয় মাস ১০৫. হাবিব ভাইয়ের কাছ থেকে বুধা কোন নতুন শব্দটি শোনে? ক. যুদ্ধ খ. মুক্তি গ. গণকবর ঘ. রাজাকার উত্তর:গ. গণকবর ১০৬. বুধাদের গ্রামে কলেরার মহামারি কত দিন স্থায়ী ছিল? ক. সাত দিন খ. দশ দিন গ. পনেরো দিন ঘ. বিশ দিন উত্তর:ক. সাত দিন ১০৭. বুধা কোথায় বসে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ শুনেছিল? ক. কানু দয়ালের বাড়িতে খ. চাচির বাড়িতে গ. আধপোড়া দোকান ঘরে ঘ. ধানখেতের আড়ালে উত্তর:ক. কানু দয়ালের বাড়িতে ১০৮. 'বানরের আবার চাঁদে যাওয়ার সাধ।'- মধু কেন বুধাকে এ কথা বলেছিল? ক. বঙ্গবন্ধু নামে ডাকতে বলায় খ. মিলিটারিদের প্রতিরোধ করার প্রতিজ্ঞা করায় গ. স্বাধীনভাবে বাঁচার কথা বলায় ঘ. মুক্তিযুদ্ধে যোগ দিতে চাওয়ায় উত্তর: ক. বঙ্গবন্ধু নামে ডাকতে বলায় হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়