এসএসসি পরীক্ষার প্রস্তুতি

প্রকাশ | ০২ মার্চ ২০২৫, ০০:০০

আতাউর রহমান সায়েম, সহকারী শিক্ষক মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ।
১০৯. 'কাকতাড়ুয়া' উপন্যাসে বর্ণিত আলি কোন গাছের নিচে বাঁশের বেঞ্চি বসিয়ে চা বিক্রি করতে শুরু করেছে? ক. নিমগাছ খ. কড়ইগাছ গ. নারিকেলগাছ ঘ. আমগাছ উত্তর: খ. কড়ইগাছ ১১০.'কাকতাড়ুয়া' উপন্যাসে বর্ণিত শান্তি কমিটির চেয়ারম্যান কে ছিল? ক. মতিউর খ. আহাদ মুন্সি গ. হাশেম মিয়া ঘ. জয়নাল চাচা উত্তর:খ. আহাদ মুন্সি ১১১. আলি ও মিঠু বুধাকে দেখে কী বুঝতে পারে? ক. দেশটা স্বাধীন হবে খ. বুধার স্মৃতি হারিয়ে গেছে গ. যুদ্ধে যাওয়ার এখনই সময় ঘ. মুক্ত জীবন খুব আনন্দের উত্তর:ক. দেশটা স্বাধীন হবে ১১২. আহাদ মুন্সির বাড়ির পর কোথায় আগুন লাগে? ক. মতিউরের বাড়িতে খ. রাজাকার কমান্ডারের বাড়িতে গ. মিলিটারিদের ক্যাম্পে ঘ. আলির দোকান ঘরে উত্তর:খ. রাজাকার কমান্ডারের বাড়িতে ১১৩. বুধা রাজাকার কমান্ডারের বাড়িতে আগুন দিল কেন? ক. বাবা-মাকে হত্যার প্রতিশোধ নিতে খ. যুদ্ধের অংশ হিসেবে গ. অপমানের প্রতিশোধ নিতে ঘ. মানসিক ভারসাম্যহীন বলে উত্তর:খ. যুদ্ধের অংশ হিসেবে ১১৪. বুধা ফুলকলিকে কী নামে ডাকবে? ক. যুদ্ধ খ.জয় বাংলা গ. মেশিনগান ঘ. আগুন উত্তর:খ.জয় বাংলা ১১৫. ফুলকলি বুধাকে কী নামে ডাকতে চায়? ক. যুদ্ধ খ. বঙ্গবন্ধু গ. জয় বাংলা ঘ. কাকতাড়ুয়া উত্তর:ক. যুদ্ধ ১১৬. 'কাকতাড়ুয়া' উপন্যাসে বর্ণিত মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিনের পরিচয় কোনটি? ক. ডাক্তার খ. শিল্পী গ. আইনজীবী ঘ. সাংবাদিক উত্তর:ঘ. সাংবাদিক ১১৭. মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন বুধাকে কোনটির দায়িত্ব দেয়? ক. রাজাকারের বাড়িতে আগুন দেওয়ার খ. হানাদার ক্যাম্প রেকি করার গ. আলি ও মিঠুকে খবর দেওয়ার ঘ. গ্রামে মুক্তিবাহিনী গঠন করার উত্তর:খ. হানাদার ক্যাম্প রেকি করার ১১৮. বুধা মিলিটারি ক্যাম্পে যাওয়ার সময় সাথে কী নেয়? ক. আম খ. পেয়ারা গ. কলা ঘ. কমলা উত্তর:খ. পেয়ারা ১১৯. মিলিটারিরা কোথায় ক্যাম্প বানিয়েছে? ক. স্কুলঘরে খ. আধপোড়া বাজারে গ. আহাদ মুন্সির বাড়িতে ঘ. বটগাছের নিচে উত্তর:ক. স্কুলঘরে ১২০. মিলিটারিদের ক্যাম্পে যাওয়ার সময় বুধা সাথে করে পেয়ারা নিয়ে যায় কেন? ক. মিলিটারিদের প্রতি মায়া অনুভব করায় খ. মিলিটারিদের সাথে ভাব জমিয়ে তুলতে গ. পেয়ারাগুলো বিষাক্ত ছিল বলে ঘ. দূরের রাস্তায় ক্ষুধা লাগতে পারে বলে উত্তর:খ. মিলিটারিদের সাথে ভাব জমিয়ে তুলতে ১২১. কাদের দৃষ্টি বুধার কাছে প্রাণহীন মনে হয়? ক. মিলিটারিদের খ. মুক্তিযোদ্ধাদের গ. ভয়ার্ত মানুষদের ঘ. প্রিয় মানুষদের উত্তর: ক. মিলিটারিদের ১২২. মিলিটারিদের দৃষ্টি বুধার মনে ভয় ধরায় না কেন? ক. বুধা মানসিক ভারসাম্যহীন বলে খ. মিলিটারিরা দয়ালু ছিল বলে গ. দৃষ্টিতে ভাষা ছিল না বলে ঘ. মিলিটারিদের সাথে ভাব ছিল বলে উত্তর:গ. দৃষ্টিতে ভাষা ছিল না বলে ১২৩. মিলিটারি ক্যাম্পে পৌঁছে বুধা প্রথমে কী করে? ক. মিলিটারিদের পেয়ারা খেতে দেয় খ. নিজে একটি পেয়ারায় কামড় দেয় গ. গাছ থেকে পেয়ারা পাড়ে ঘ. পেয়ারা খেতে চায় উত্তর:খ. নিজে একটি পেয়ারায় কামড় দেয় ১২৪. মিলিটারিরা নাম জিজ্ঞেস করলে বুধা কোন নামটি বলে? ক. যুদ্ধ খ. কাকতাড়ুয়া গ. বঙ্গবন্ধু ঘ. গোবর রাজা উত্তর:খ. কাকতাড়ুয়া ১২৫. মিলিটারিরা পেয়ারা খাওয়ার সময় বুধা কী করে? ক. ঘুমিয়ে নেয় খ. রেকি করে গ. লবণ মাখিয়ে দেয় ঘ. ক্যাম্পের ভেতরে ঢোকে উত্তর:খ. রেকি করে ১২৬. লোহার টুপি কি মানুষের মগজ খায়?- বুধা কাকে জিজ্ঞাসা করে? ক. আহাদ মুন্সিকে খ. মতিউরকে গ. গ নৈক মিলিটারিকে ঘ. শাহাবুদ্দিনকে উত্তর:ক. আহাদ মুন্সিকে ১২৭. আহাদ মুন্সি বুধাকে কী বানিয়ে রাখতে বলে? ক. কাকতাড়ুয়া খ. মুরগি গ. গাছ ঘ. ঘুড়ি উত্তর:ক. কাকতাড়ুয়া ১২৮. আহাদ মুন্সি বুধাকে কাকতাড়ুয়া বানিয়ে রাখার হুকুম দেয় কেন? ক. শাস্তিহিসেবে খ. মজা দেখবে বলে গ. ধানখেতের সুরক্ষার জন্য ঘ. মিলিটারিদের বিনোদন দিতে উত্তর:ক. শাস্তিহিসেবে হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়