জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদনের সময় বৃদ্ধি
প্রকাশ | ০৩ মার্চ ২০২৫, ০০:০০
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির প্রাথমিক আবেদনের সময় বৃদ্ধি করা হয়েছে। শিক্ষার্থীরা ২০ মার্চ রাত ১২টা পর্যন্ত আবেদন করতে পারবেন। গত ২১ জানুয়ারি বিকাল ৪টা থেকে শুরু হয় প্রাথমিক আবেদন। ২৮ ফেব্রম্নয়ারি রাত ১২টা পর্যন্ত ছিল আবেদনের সময়। ভর্তির পরীক্ষা আগামী ৩ মে অনুষ্ঠিত হবে।
আগ্রহী প্রার্থীদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক িি.িহঁ.ধপ.নফ/ধফসরংংরড়হং ওয়েবসাইট থেকে আবেদন ফরম পূরণ করতে হবে। প্রাথমিক আবেদন ফি বাবদ ৭০০ টাকা আবেদনকৃত কলেজে (কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অথবা সরাসরি) ২২ মার্চের মধ্যে অবশ্যই জমা দিতে হবে। আবেদনকারীকে অবশ্যই ভর্তি নির্দেশিকায় বিবৃত সব শর্ত মেনে অনলাইন আবেদন ফরম পূরণ করতে হবে। ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির অনলাইন ভর্তি কার্যক্রমে প্রাথমিক আবেদন ফরম পূরণের শর্তগুলো ও ভর্তি সংক্রান্ত নির্দেশিকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট (িি.িহঁ.ধপ.নফ/ধফসরংংরড়হং) থেকে জানা যাবে। আবেদনকারীকে অবশ্যই ভর্তি নির্দেশিকায় বিবৃত সব শর্ত মেনে অনলাইন আবেদন ফরম পূরণ করতে হবে।