এসএসসি পরীক্ষার প্রস্তুতি

প্রকাশ | ০৪ মার্চ ২০২৫, ০০:০০

আতাউর রহমান সায়েম, সহকারী শিক্ষক মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ।
কাকতাড়ুয়া ১৪৮.উপন্যাস রচনায় লেখকেরা কাহিনির আশ্রয় নেন- র. নিজের কথা বলার তাগিদে রর. মনের খেয়ালে ররর. সমাজের কথা বলার তাগিদে নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর উত্তর:খ. র ও ররর ১৪৯. বুধা তার পরিবার-পরিজনকে হারিয়েছিল- র. পাকিস্তানি বাহিনীর আক্রমণে রর. কলেরার মহামারিতে ররর. একরাতের মধ্যে নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর উত্তর:গ. রর ও ররর ১৫০. বুধা চাচির বাড়ি ত্যাগ করেছিল- র. চাচি দারিদ্র্যের কথা তোলায় রর. নিজের আত্মসম্মানবোধের কারণে ররর. চাচার অত্যাচারের কারণে নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর উত্তর: ক. র ও রর ১৫১. বুধা মিলিটারিদের ওপর প্রতিশোধ নিতে চায়- র. শাহাবুদ্দিনের কথা শুনে রর. তারা বাজারের দোকানপাট পুড়িয়ে দেওয়ায় ররর. ভীষণ ক্ষুব্ধ হওয়ার কারণে নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর উত্তর:গ. রর ও ররর ১৫২. বুধার চরিত্রের প্রধান বৈশিষ্ট্য হলো- র. দেশের মানুষের প্রতি মমত্ববোধ রর. মিলিটারিদের প্রতি ঘৃণা ররর. অসীম সাহস নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর উত্তর:ঘ. র, রর ও ররর ১৫৩. 'কাকতাড়ুয়া' উপন্যাসে বুধা ভীষণ সাহসী হওয়ার কারণ- র. দেশের মানুষের প্রতি মমত্ববোধ রর. একা একা বেড়ে ওঠা ররর. মুক্তিযোদ্ধাদের অনুপ্রেরণা নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর উত্তর: ক. র ও রর ১৫৪. বুধার কাছে রাতদিন সমান হওয়ার কারণ- র. ওর নির্দিষ্ট কোনো ঠিকানা নেই রর. সবাই ওকে পাগল বলে তাই ররর. ওর কোনো পিছুটান নেই নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর উত্তর: খ. র ও ররর ১৫৫. বুধা নিজের নিয়মে বড় হওয়ার কারণে- র. ভয় ওকে কাবু করতে পারে না রর. মিলিটারি ক্যাম্প উড়িয়ে দেয় ররর. চারদিকে খোলা চোখে তাকাতে পারে নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর উত্তর: খ. র ও ররর ১৫৬. গাঁয়ের লোকের মতে বুধা শক্ত হয়ে গেছে- র. চোখের সামনে বাবা-মাকে মরতে দেখে রর. প্রচন্ড শোকের আঘাতে ররর. মিলিটারির হত্যাকান্ড দেখে নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর উত্তর:ক. র ও রর ১৫৭. বুধা তিনুর গায়ে হাত দিয়ে শিউরে ওঠে- র. গা ঠান্ডা হয়ে গেছে দেখে রর. প্রচন্ড জ্বর হয়েছে দেখে ররর. তিনুর মৃতু্য হয়েছে বুঝতে পেরে নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর উত্তর: খ. র ও ররর ১৫৮. বুধা চাচির বাড়ি থেকে চলে আসার সময় কুন্তি তাকে বাধা দেয়- র. নিজের খারাপ লাগবে বলে রর. কুন্তি তাকে ভালোবাসে বলে ররর. মিলিটারি মেরে ফেলবে বলে নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর উত্তর: ক. র ও রর ১৫৯. হাশেম মিয়া ডালাভরা বাজার করতে পারলে- র. আনন্দে আত্মহারা হয় রর. বুধাকে বাজার নিয়ে যেতে যায় ররর. বুধাকে বাসায় খেতে ডাকে নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর উত্তর: খ. র ও ররর হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়