৯৮. ঝড়পরধষ চষধহহরহম: ঈড়হপবঢ়ঃ ঞবপযহরয়ঁবং গ্রন্থের রচয়িতা কে?
ক) এইচ বি ট্রেকার খ) রিচার্ড টিটমাস
গ) শর্মা ও শাস্ত্রী ঘ) আর্থার ডানহাম
উত্তর:গ) শর্মা ও শাস্ত্রী
৯৯. পরিকল্পনা কোন ধরনের প্রক্রিয়া অনুসরণ করে?
ক) নিয়ন্ত্রিত খ) অনিয়ন্ত্রিত
গ) ধারাবাহিক ঘ) অলিখিত
উত্তর:গ) ধারাবাহিক
১০০. প্রতিটি পরিকল্পনারই থাকে-
র) সুনির্দিষ্ট কর্মসূচি
রর) সুনির্দিষ্ট লক্ষ্য
ররর) সুনির্দিষ্ট উদ্দেশ্য
নিচের কোনটি সঠিক?
ক) র ও রর খ) র ও ররর
গ) রর ও ররর ঘ) র, রর ও ররর
উত্তর:গ) রর ও ররর
১০১. সামাজিক নীতি প্রয়োজনীতা কোন ক্ষেত্রে?
ক) শিক্ষাক্ষেত্রে খ) রাজনৈতিক ক্ষেত্রে
গ) রাষ্ট্রীয় ক্ষেত্রে ঘ) সর্বক্ষেত্রে
উত্তর:ঘ) সর্বক্ষেত্রে
১০২. সামাজিক পরিকল্পনা গ্রহণের প্রক্রিয়া অনুসরণ করা হয়?
ক) দুই ধরনের খ) তিন ধরনের
গ) চার ধরনের ঘ) পাঁচ ধরনের
উত্তর:ক) দুই ধরনের
নিচের উদ্দীপকটি পড় ১০৩ ও ১০৪ নং প্রশ্নের উত্তর দাও।
শিক্ষাব্যবস্থা আধুনিকীকরণের উদ্দেশ্যে বাংলাদেশ সরকার জাতীয় শিক্ষানীতি ২০১০ প্রণয়ন করেছিল। শিক্ষিতমহল আশা করেছিল এ নীতি বাস্তবায়িত হলে তথ্যপ্রযুক্তির এ যুগে বাংলাদেশ নিজেকে এগিয়ে নিতে সক্ষম হবে।
১০৩. শিক্ষানীতি কোন ধরনের নীতির আওতাভুক্ত?
ক) সামাজিক নীতি খ) রাষ্ট্রীয় নীতি
গ) পারিবারিক নীতি ঘ) আন্তর্জাতিক নীতি
উত্তর:ক) সামাজিক নীতি
১০৪. ২০১০ সালের শিক্ষানীতি বাস্তবায়িত হলে-
র) বাংলাদেশ আন্তর্জাতিক শিক্ষানীতির সাথে তাল মেলাতে পারবে
রর) ধর্মীয় শিক্ষা উপেক্ষিত হবে
ররর) তথ্য প্রযুক্তির উন্নতি হবে
নিচের কোনটি সঠিক?
ক) র ও রর খ) র ও ররর
গ) রর ও ররর ঘ) র, রর ও ররর
উত্তর: খ) র ও ররর
১০৫. সামাজিক উন্নয়নের হাতিয়ার হিসেবে নিচের কোনটি বিবেচিত?
ক) সামাজিক পরিকল্পনা
খ) সামাজিক গবেষণা
গ) সামাজিক উন্নয়ন
ঘ) সামাজিক পর্যবেক্ষণ
উত্তর:ক) সামাজিক পরিকল্পনা
১০৬. পরিকল্পনার স্বরূপ বলে দেয় কোনটি-
ক) পরিকল্পনার প্রক্রিয়া
খ) পরিকল্পনার ধাপ
গ) পরিকল্পনার বৈশিষ্ট্য
ঘ) পরিকল্পনা পূর্ব শর্ত
উত্তর:গ) পরিকল্পনার বৈশিষ্ট্য
১০৭. আন্তর্জাতিক পর্যায়ে যে পরিকল্পনা প্রণীত হয় তাকে কী বলে-
ক) স্থানীয় পরিকল্পনা
খ) আঞ্চলিক পরিকল্পনা
গ) আন্তর্জাতিক পরিকল্পনা
ঘ) জাতীয় পরিকল্পনা
উত্তর:গ) আন্তর্জাতিক পরিকল্পনা
১০৮.পরিকল্পনায় কৌশল অবলম্বন করা হয় কেন?
ক) জ্ঞানার্জনের জন্য
খ) আইন বাস্তবায়নের জন্য
গ) নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছার জন্য
ঘ) পরিকল্পনা বাস্তবায়নের জন্য
উত্তর:গ) নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছার জন্য
১০৯.পরিকল্পনার লক্ষ্য ও উদ্দেশ্যের ক্ষেত্রে যেটি সমর্থনযোগ্য-
র) আর্থসামাজিক উন্নয়ন
রর) কর্মসংস্থানের ব্যবস্থা
ররর) কৃষি উন্নয়ন
নিচের কোনটি সঠিক?
ক) র ও রর খ) র ও ররর
গ) রর ও ররর ঘ) র, রর ও ররর
উত্তর: ঘ) র, রর ও ররর
১১০. দেশের উন্নয়নে কিসের উপর নির্ভরশীল?
ক) শিল্পের উপর
খ) গার্মেন্টসের উপর
গ) কৃষির উপর
ঘ) ব্যবসায়-বাণিজ্যের উপর
উত্তর:গ) কৃষির উপর
১১১. সময়ের ব্যাপকতার ভিত্তিতে পরিকল্পনাকে কত ভাগে ভাগ করা যায়?
ক) দুই ভাগে খ) তিন ভাগে
গ) চার ঘ) পাঁচ ভাগে
উত্তর:খ) তিন ভাগে
১১২. বর্তমানে কততম পঞ্চবার্ষিকী পরিকল্পনা চলমান?
ক) অষ্টম খ) ১৯৪৫ সালে
গ) ষষ্ঠ ঘ) পঞ্চম
উত্তর:ক) অষ্টম
১১৩. মুনা একটি নীতি পড়ছে। যাতে লেখা আছে শিশুর পুষ্টি অধিকার সম্পর্কে। মুনার পঠিত নীতির ক্ষেত্রে নিচের কোনটি সমর্থনযোগ্য?
ক) সামাজিক নীতি
খ) জনসংখ্যা নীতি
গ) জাতীয় শিশু নীতি
ঘ) নারী উন্নয়ন নীতি
উত্তর:গ) জাতীয় শিশু নীতি
১১৪. বর্তমানে কত বছর পর্যন্ত শিশু হিসেবে গণ্য?
ক) ১২ বছর খ) ১৪ বছর
গ) ১৬ বছর ঘ) ১৮ বছর
উত্তর:ঘ) ১৮ বছর
১১৫. বাঞ্ছিত সামাজিক পরিবেশ সৃষ্টি হয় কীভাবে?
ক) ব্যক্তিগত সমস্যা সমাধানের ফলে
খ) দলীয় সমস্যা সমাধানের পড়ে
গ) সামাজিক সমস্যা সমাধান করে
ঘ) রাজনৈতিক সমস্যা সমাধানের ফলে
উত্তর:গ) সামাজিক সমস্যা সমাধান করে
১১৬. সামাজিক নীতি কোন ধরনের পরিবর্তন আনেন করে করতে চায়?
ক) সামাজিক খ) রাজনৈতিক
গ) ধর্মীয় ঘ) অর্থনৈতিক
উত্তর:ক) সামাজিক
১১৭. শ্রমিক-অসন্তোষকে কেন্দ্র করে কোন নীতি প্রণয়ন করা হয়?
ক) স্বাস্থ্যনীতি খ) জনসংখ্যা নীতি
গ) শ্রমনীতি ঘ) বাণিজ্যনীতি
উত্তর:গ) শ্রমনীতি
১১৮. গঠনমূলক সামাজিক পরিবর্তন অপরিহার্য কেন?
ক) ব্যক্তিগত উন্নয়নের জন্য
খ) পারিবারিক উন্নয়নের জন্য
গ) নারী উন্নয়নের জন্য
ঘ) সামাজিক উন্নয়নের জন্য
উত্তর:ঘ) সামাজিক উন্নয়নের জন্য
১১৯. সম্পদের কম অংশ ভোগ করে কারা?
ক) দরিদ্র শ্রেণী
খ) ধনিক শ্রেণী
গ) বিত্তশালী শ্রেণী
ঘ) সম্পদশালী শ্রেণি
উত্তর:ক) দরিদ্র শ্রেণী
হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়