এসএসসি পরীক্ষার প্রস্তুতি

প্রকাশ | ০৫ মার্চ ২০২৫, ০০:০০

আতাউর রহমান সায়েম, সহকারী শিক্ষক মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ।
১৬০. "তুমি যেয়ো না বুধা ভাই" কুন্তির এই উক্তিতে প্রকাশ পেয়েছে- র. ভালোবাসা রর. অসহায়ত্ব ররর. মিনতি নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর উত্তর:খ. র ও ররর ১৬১. নোলক বুয়া বাড়ি ছেড়ে পালিয়ে যায়- র. মিলিটারির ভয়ে রর. বুধার অত্যাচারে ররর. অজানার উদ্দেশ্যে নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর উত্তর:খ. র ও ররর ১৬২. নোলক বুয়া বুধাকে সাথে করে নিয়ে যেতে চায়- র. গ্রাম ছেড়ে অজানা আশ্রয়ে রর. মিলিটারির হাত থেকে বাঁচানোর জন্য ররর. মুড়ি ভাজায় সহায়তার জন্য নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর উত্তর: ক. র ও রর ১৬৩. 'নিজের বোঝা নিজে বইব' বুধার এই বক্তব্যে প্রকাশ পায়- র. অহংকার রর. সাহস ররর. আত্মবিশ্বাস নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও রররর উত্তর:গ. রর ও ররর ১৬৪. বুধা মিলিটারিদের প্রতি প্রতিশোধপরায়ণ হয়ে ওঠে- র. আধপোড়া বাজার দেখে রর. গণকবর দিতে গিয়ে ররর. আহাদ মুন্সিকে দেখে নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর উত্তর: ক. র ও রর ১৬৫. বুধা চাচির প্রতি কৃতজ্ঞ হয়ে ওঠে- র. চাচি ওকে মুক্তির কথা বলায় রর. চাচি স্বাধীন মানুষ হওয়ার স্বপ্ন দেয়ায় ররর. চাচি পান্তা ভাত খেতে দেওয়ায় নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর উত্তর: ক. র ও রর ১৬৬.গাঁয়ের টাকাওয়ালা মানুষগুলো মিলিটারিদের খুশি করতে চায়- র. পালিয়ে যাওয়া লোকদের জমি দখল করে রর. ঘনঘন যোগাযোগ রেখে ররর. ক্যাম্পে বিভিন্ন খাদ্যদ্রব্য পাঠিয়ে নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর উত্তর: গ. রর ও ররর ১৬৭. মিলিটারিরা গাঁয়ের লোকদের ধরে নিয়ে যায়- র. নিজেদের খেয়াল খুশিমতো রর. রাজাকার বাহিনীতে ভর্তি করার ররর. ক্যাম্পে নিয়ে নির্যাতন করার জন্য নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর উত্তর: খ. র ও ররর ১৬৮. গাঁয়ের কিছু মানুষের ওপর বুধার ঘৃণা বাড়তে থাকে- র. মিলিটারিদের সহযোগিতা করার কারণে রর. ঘনঘন মিলিটারিদের ক্যাম্পে যাতায়াত করার কারণে ররর. আহাদ মুন্সির দলে যোগ না দেওয়ায় নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর উত্তর: ক. র ও রর ১৬৯. আলি কড়ইগাছের নিচে বাঁশের বেঞ্চি বানিয়ে চা বিক্রি শুরু করে- র. মিলিটারিরা তার দোকান পুড়িয়ে দেওয়ায় রর. দোকান বানানোর টাকা না থাকায় ররর. মিলিটারিদের তাড়িয়ে দোকান বানানোর প্রতিজ্ঞা করায় নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর উত্তর:খ. র ও ররর ১৭০. বুধা আহাদ মুন্সির বাড়ি পুড়িয়ে দেয়- র. আহাদ মুন্সি গরু চরানোর কাজ দিতে চাওয়ায় রর. দেশের স্বাধীনতার আকাঙ্‌ক্ষায় ররর. আহাদ মুন্সি মিলিটারিদের সহায়তা করায় নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর উত্তর: গ. রর ও ররর ১৭১. আলি ও মিঠু রাতেই বাড়ি ছেড়ে পালাতে চায়- র. আহাদ মুন্সি ও তাদের সন্দেহ করবে ভেবে রর. মুক্তিবাহিনীতে যোগ দেওয়ার জন্য ররর. বুধা তাদের কথা মিলিটারিকে বলে দেবে ভেবে নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর উত্তর:ক. র ও রর হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়