জানার আছে অনেক কিছু

প্রকাশ | ০৫ মার্চ ২০২৫, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক
প্রশ্ন:বাংলাদেশের জলে যাওয়ার প্রতিবিম্ব গ্রন্থটির লেখক কে? উত্তর:জেমস নোভাক। প্রশ্ন:অস্থায়ী সরকারের স্বাধীনতার ঘোষণাপত্র কে পাঠ করে শোনান? উত্তর:অধ্যাপক ইউসুফ আলী। প্রশ্ন:বাংলাদেশের মুক্তিযুদ্ধে অবদান রাখার জন্য বীর বিক্রম খেতাবপ্রাপ্ত একমাত্র উপজাতীয় ব্যক্তি কে? উত্তর:হো চং সি। প্রশ্ন:বাংলাদেশের একমাত্র ঝুলন্ত সেতুটি কোথায় অবস্থিত? উত্তর:রাঙ্গামাটিতে। প্রশ্ন:মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ইংরেজি নাম কি? উত্তর:গরহরংঃৎু ড়ভ খরনবৎধঃরড়হ ড়রষ ধভভধরৎং. প্রশ্ন:বাংলাদেশের তৈরি প্রথম কম্পিউটার গেমস সিডির নাম কি ? উত্তর:মিশন আফগানিস্তান। প্রশ্ন:সম্প্রতি ইসলাম বিরোধী কোন নাটকটি সরকারের নিষিদ্ধ ঘোষণা করে? উত্তর:কথা কৃষ্ণকলি। প্রশ্ন:শান্তি বাহিনীর প্রতিষ্ঠাতা কে? উত্তর:যতীন্দ্র নারায়ন বোধিপ্রিয় লারমা (সান্টু লারমা, তিনি ছিলেন সন্তু লারমার বড় ভাই)। প্রশ্ন:শান্তি বাহিনীর বর্তমান প্রধান কে? উত্তর:মানবেন্দ্র নারায়ণ বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা)। প্রশ্ন:১৯৫২ এর ভাষা শহীদদের স্মরণে কোন দেশে ভাষা শহীদ স্মৃতিসৌধ নির্মিত হয়েছে? উত্তর:কানাডা। প্রশ্ন:গণতন্ত্রের পথেই অর্থনৈতিক সমৃদ্ধি গ্রন্থের লেখক কে? উত্তর:ডক্টর মোহাম্মদ ফরাসউদ্দিন। প্রশ্ন:বাংলাদেশের সংবিধানে এখন পর্যন্ত কতটি সংশোধনী আনা হয়েছে? উত্তর: ১৫টি।