কুবিতে এক আসনের বিপরীতে লড়বে ৬৪ জন
প্রকাশ | ০৬ মার্চ ২০২৫, ০০:০০

কুমিলস্না বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষায় প্রতি আসনের বিপরীতে আবেদনকারী শিক্ষার্থী ৬৪ জন। বিশ্ববিদ্যালয়ের ১ হাজার ৩০টি আসনের বিপরীতে 'এ', 'বি' এবং 'সি' ৩টি ইউনিটে মোট আবেদন জমা পড়েছে ৬৬ হাজার ৪০২টি। ভর্তি পরীক্ষা কুমিলস্নাতেই অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মজিবুর রহমান মজুমদার ৩ মার্চ বিষয়টি নিশ্চিত করেছেন। মোট আবেদনের মধ্যে 'এ' ইউনিটে (বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ) ৩৫০টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ৩২ হাজার ৬৫৮টি। ফলে, এই ইউনিটে আসনপ্রতি শিক্ষার্থী লড়বে ৯৩ জন। 'বি' ইউনিটে (কলা ও মানবিক, সামাজিক বিজ্ঞান এবং আইন অনুষদ) ৪৪০টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ২৩ হাজার ৭৯২টি। এখানে আসনপ্রতি লড়বে ৫৪ জন। সর্বশেষ 'সি' ইউনিটে (ব্যবসা শিক্ষা অনুষদ) ২৪০টি আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ৯ হাজার ৯৫২টি। ফলে, এখানে আসনপ্রতি লড়বে ৪১ শিক্ষার্থী।