সাধারণ জ্ঞান

জানার আছে অনেক কিছু

প্রকাশ | ০৬ মার্চ ২০২৫, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক
প্রশ্ন:পূর্বাশা দ্বীপের অপর নাম কি? উত্তর: দক্ষিণ তালপট্টি। প্রশ্ন:বাংলাদেশের সেন্টমার্টিন দ্বীপ কোন জেলায়? উত্তর: কক্সবাজার। প্রশ্ন:বাংলাদেশের সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী বিষয় কি? উত্তর: রেডিমেড গার্মেন্টস। প্রশ্ন:শালবন বিহার কোথায়? উত্তর: কুমিলস্নার ময়নামতি পাহাড়ের পাশে। প্রশ্ন:'সাবাস বাংলাদেশ' ভাস্কর্যটি কোথায় অবস্থিত? উত্তর: রাজশাহী বিশ্ববিদ্যালয়। প্রশ্ন: সিরিয়ার স্বৈরশাসক বাশার আল আসাদের পতন হয় কবে? উত্তর: ৮ই ডিসেম্বর ২০২৪। প্রশ্ন: ফ্রান্সের বর্তমান প্রধানমন্ত্রী কে? উত্তর: ফ্রাঁসোয়া বায়রু। প্রশ্ন: ফববঢ়ংববশ কী? উত্তর: চীনা কোম্পানীর তৈরী একটি 'এআই' অ্যাপ। প্রশ্ন: ইউরোপীয় কাউন্সিলের বর্তমান প্রেসিডেন্ট কে? উত্তর: অ্যান্টোনিও কস্তা। প্রশ্ন: ২০২৪ সালের অক্সর্ফোর্ডের বর্ষসেরা শব্দ কোনটি? উত্তর: ইৎধরহ জড়ভ. প্রশ্ন: খাদ্য, চাল, গম, ভুট্টা, আমদানিতে শীর্ষ দেশের নাম কি? উত্তর: চীন। প্রশ্ন: সিরিয়ার বর্তমান প্রেসিডেন্টের নাম কি? উত্তর: আহমাদ আল-শারা (২৯ জানুয়ারী'২৫)। প্রশ্ন: সিরিয়ার বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি? উত্তর: মুহাম্মাদ আল-বশীর। প্রশ্ন: গাযায় কবে যুদ্ধবিরতি হয়? উত্তর: ১৯ জানুয়ারী'২৫। প্রশ্ন: আয়তনে বৃহত্তম মুসলিম দেশ কোনটি? উত্তর: কাজাখিস্তান। প্রশ্ন: বাংলাদেশ নৌবাহিনীতে চীন প্রদত্ত 'নবযাত্রা' ও 'জয়যাত্রা' সাবমেরিন দু'টির মূল্য কত? উত্তর: ২০ কোটি ৩৩ লাখ ডলার বাংলাদেশি টাকায় দেড় হাজার কোটি। প্রশ্ন: বিশ্বের কোন মুদ্রার মূল্যমান সবচেয়ে বেশী ? উত্তর: কুয়েতী দিনার। প্রশ্ন: ভুটান শব্দটি কোন ভাষা থেকে এসেছে? উত্তর: সংস্কৃত শব্দ 'ভূ-উত্থান' থেকে, যার অর্থ 'উচুঁ ভূমি'।