জানার আছে অনেক কিছু

প্রকাশ | ০৮ মার্চ ২০২৫, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক
প্রশ্ন:মিয়ানমারের সীমান্ত বাহিনীর নাম কী? উত্তর:বর্ডার গার্ড পুলিশ। প্রশ্ন:মালয়েশিয়ার বর্তমান রাজা কে? উত্তর:ইব্রাহীম সুলতান। প্রশ্ন:আন্তর্জাতিক বিচার আদালতের (ওঈঔ) নতুন প্রেসিডেন্ট কে? উত্তর:নাওয়াফ সালাম (লেবানন)। প্রশ্ন:গাযায় ইসরায়েলের গণহত্যা নিয়ে আন্তর্জাতিক বিচার আদালত (ওঈঔ) মামলা করে কোন দেশ? উত্তর:দক্ষিণ আফ্রিকা। প্রশ্ন:২০২৪ সালের বাদশাহ ফয়সাল পুরস্কার লাভ করেন কে? উত্তর:১. ওয়ায়েল হালস্নাক। ২. মোহাম্মাদ সাম্মাক। ৩. জেরি মেন্ডেল, ৪. হাওয়ার্ড ইউয়ান, ৫. হাও চ্যাং। প্রশ্ন:চাঁদে সফলভাবে নাভোযান পাঠানোয় পঞ্চম দেশ কেনটি? উত্তর:জাপান। প্রশ্ন:কোন দেশে বিশ্বের সবচেয়ে উঁচু ঝুলন্ত মসজিদ উদ্বোধন করা হয়? উত্তর:সৌদি আরব। প্রশ্ন:স্থলভাগে প্রথম ক্ষুদ্র পারমাণবিক বিদুৎকেন্দ্র কোন দেশে অবস্থিত? উত্তর:রাশিয়ায়। প্রশ্ন:বিশ্বের সবচেয়ে প্রভাবশালী মুসলিম কে? উত্তর:তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোগান। প্রশ্ন:বিশ্বে সর্বপ্রথম সুঁই-সুতো দিয়ে পবিত্র কুরআনের পান্ডুলিপি তৈরী করেন কে? উত্তর:পাকিস্তানী নারী নাসিমা আখতার। প্রশ্ন: তিনি কত সময়ে কুরআনের পান্ডুলিপি তৈরী করেন? উত্তর:৩২ বছর নিরলস পরিশ্রমে তিনি এটি প্রস্‌ত্তত করেন। প্রশ্ন:বিশ্বের সবচেয়ে সর্ববৃহৎ ছাতা কোথায় স্থাপিত হয়েছে? উত্তর:সৌদি আরবের মসজিদে হারামের আঙ্গিনায় এটি স্থাপিত হয়েছে।