জানার আছে অনেক কিছু

প্রকাশ | ০৯ মার্চ ২০২৫, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক
প্রশ্ন:মোট কতটি ছাতা স্থাপিত হয়েছে? উত্তর:বাদশাহ আব্দুলস্নাহর ব্যক্তিগত খরচে মোট সাতটি ছাতা স্থাপিত হয়েছে। প্রশ্ন:একটি ছাতাতে মোট কতজন মুছলস্নী এক সঙ্গে ছালাত আদায় করতে পারবে? উত্তর: কমপক্ষে আড়াই হাযার মুছলস্নী এক সঙ্গে ছালাত আদায় করতে পারবেন। প্রশ্ন:হাজীদের সুবিধার্থে মক্কা-মদীনা হাইস্পিড ট্রেন চালু করেছে কোন দেশ? উত্তর:সৌদি আরব। প্রশ্ন:হাইস্পীড ট্রেনটির নাম কি? উত্তর: হারামাইন এক্সপ্রেস। প্রশ্ন:তথাকথিত গণতন্ত্রের 'মানস কণ্যা' সুচি'র নাগরিকত্ব বাতিল করেছে কোন দেশ? উত্তর : কানাডা। প্রশ্ন:কানাডা এ নাগরিকত্ব কাকে কাকে দিয়েছিল? উত্তর:সুইডেনের রাউল ওয়ালেনবার্গ, দক্ষিণ আফ্রিকার নেলসন ম্যান্ডেলা, তিববতের চর্তুদশ দালাইলামা, সুইজারল্যান্ডের প্রিন্স করিম আগা খান ও পাকিস্তানের মালালা ইউসুফজাঈ। প্রশ্ন:কোন দেশ মিয়ানমারের সাত সেনা কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা জারী করে? উত্তর:সুইজারল্যান্ড। প্রশ্ন:যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কোন দেশ আইসিজে তথা আর্ন্তজাতিক বিচার আদালত মামলা দায়ের করে? উত্তর:ফিলিস্তিন, মার্কিন দূতাবাস জেরুজালেম নেয়ার সুবাদে। প্রশ্ন:জাতিসংঘের পর্যবেক্ষকের মর্যাদা পেল কোন দেশ? উত্তর: ফিলিস্তিন। প্রশ্ন:আর্ন্তজাতিক বিচার প্যানেল তৈরী হচ্ছে কোন দেশের বিরুদ্ধে? উত্তর: মিয়ানমারের বিরুদ্ধে, রোহিঙ্গা গণহত্যার দায়ে। প্রশ্ন: কোন দেশ ভূমিকম্প-সুমানিতে মৃতু্যপুরী পরিণত হয়? উত্তর: ইন্দোনেশিয়া।